জ্বলছে আগুন

Fire in Car: জাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি, নিমেষে পুড়ে ছাই সব! কোথায়-কীভাবে?

পশ্চিম মেদিনীপুর: জাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলছে একটি প্রাইভেট কার। নিমেষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় একটি স্করপিও গাড়ি। গাড়িটির সমগ্র অংশ পুড়ে ছাই হয়ে গেলেও সে অর্থে কোনও হতাহতের খবর নেই। জাতীয় সড়কের উপর এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়।

বেলদাগামী প্রাইভেট গাড়িতে হঠাৎই শনিবার রাত্রি নাগাদ আগুন লাগে। তবে কী কারণে এই আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি। স্থানীয়দের প্রচেষ্টায় এবং পরে দমকলের চেষ্টায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পায় গাড়িতে থাকা প্রায় ১০ জন।

আরও পড়ুন: ঘাড়ের পিছন থেকে মাথা ব্যথা? চোখের চারপাশে ব্যথাও হয়? ‘সার্ভিকোজেনিক হেডেক’ নিয়ে ডাক্তারের পরামর্শ জানুন

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাঁদলা রাজগড় এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, খড়্গপুরের দিক থেকে এই প্রাইভেট গাড়িটি বেলদার দিকে যাওয়ার সময় হঠাৎই আগুন লেগে যায়। পরে বিভীষিকাময় রূপ নেয় এই আগুন। পুড়ে ছাই হয়ে যায় গোটা গাড়িটি। খবর দেওয়া হয় নারায়ণগড় থানায় ও দমকলে। খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান।

আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়নদের কী বললেন ধোনি? পাল্টা রোহিতের কী বক্তব্য? ভাইরাল দুই ‘ক্যাপ্টেনের’ কথোপকথন

তবে কীভাবে ঘটল এই ঘটনা তার তদন্তে নেমেছে নারায়নগড় থানার পুলিশ। মনে করা হচ্ছে গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুন লাগে। যদিও গাড়ি থেকে নেমে পালিয়ে প্রাণে বাঁচেন সকলে। বেশ কয়েক ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রঞ্জন চন্দ