Murshidabad News: ব্যাগে বন্দুক, বদলা নিতে মুর্শিদাবাদের স্কুলে দুই ছাত্র? ছুটে এল পুলিশ

রেজিনগর: এ কী কাণ্ড! স্কুলের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি দশম শ্রেণীর দুই ছাত্রের, বন্দুক নিয়ে হাজির স্কুলে দুই পড়ুয়া। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রেজিনগরে।

ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। স্কুলের মধ্যে প্রায় আড়াই হাজার পড়ুয়া রয়েছেন। আর এই আগ্নেয়াস্ত্র দেখে হতবাক সকলেই, আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর জানা যায়, দু’দিন আগে স্কুলের প্রধান গেটের সামনে একটি সাইকেলের সিট খুলে নিয়ে চলে যাচ্ছিল দশম শ্রেণির দুই ছাত্র। তা দেখে বাঁধা দিতে গেলে গেটম্যানের সঙ্গে বচসা শুরু হয়। ওই বচসাকে কেন্দ্র করে গেট ম্যানকে খুন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়েই চড়াও হয়েছিল স্কুলে বলে অভিযোগ।

এই ঘটনায় স্কুলের চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্র দশম শ্রেণির পড়ুয়া। পুলিশ পৌঁছে দুই ছাত্রকে আটক করেছে এবং কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে এল, তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ, পাটক্ষেতে মিলল দুই পা! কেন নৃশংস পরিণতি, রহস্য তপনে

আটক এক ছাত্র জানিয়েছে, ‘রাস্তার মধ্যেই আগ্নেয়াস্ত্র পড়েছিল, তাই বন্ধুদের দেখাতেই সেটি স্কুলে নিয়ে এসেছিলাম। তবে গেটম্যানকে মারার জন্য আমি এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসিনি।’

যদিও এক অভিভাবক মুস্তাফিজুর রহমান জানান, ‘আমরা শুনেছি দশম শ্রেণির দুইজন ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল৷ আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে। স্কুলের নিয়ম শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। দুই পড়ুয়ার শাস্তির দাবি করেছেন অভিভাবকরা।’

যদিও স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, আমাদের স্কুলের প্রার্থনা হওয়ার পরেই আমরা জানতে পারি৷ দু’জন পড়ুয়ার কাছে আগ্নেয়াস্ত্র আছে। দশম শ্রেণির ছাত্রের কাছ থেকে তল্লাশি করতে গিয়েই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র সহ দু’জন স্কুল পড়ুয়াকে। আইন অনুযায়ী পুলিশ জিজ্ঞাসাবাদ করুক, এটাই চাইব।

কৌশিক অধিকারী