রায়ডাক নদী

Flood Situation: একটানা বৃষ্টিতে বানভাসি কুমারগ্রাম, রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের

আলিপুরদুয়ার: জল বেড়েছে সংকোশ ও রায়ডাক নদীর। একটানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি বানভাসি অবস্থা কুমারগ্রামের। বন্যার আশঙ্কায় ঘর ছাড়তে শুরু করেছেন এখানকার বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় হু হুঁ করে জল ঢুকতে শুরু করেছে।

ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। নদীর জলের ভয়ঙ্কর রূপ দেখে রীতিমত ভীত এলাকাবাসীরা। ভুটান পাহাড়ের বৃষ্টির জল এসে মিশছে এই নদীগুলোতে। যে কোনও সময় কুমারগ্রাম ব্লকে বন্যা হতে পারে বলে জানিয়েছেন বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফেও হলুদ সতর্কতা জারি হয়েছে।

আর‌ও পড়ুন: বর্ষায় আত্রেয়ীর বাঁধে ফাটল, সেতুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

পাশাপাশি এলাকার বাসিন্দারা একত্রিত হয়েছেন নদীর ধারে। এমন কঠিন পরিস্থিতিতে প্রশাসন কড়া নজরদারি চালু করেছে বলে খবর। কিন্তু এখনও পর্যন্ত ফ্লাড সেন্টার চালু না হওয়ায় কুমারগ্রামের মানুষ বেশ চিন্তিত। দু’রাত ধরে চোখের পাতা এক করতে পারছেন না তাঁরা। নদীর ধারেই দিন কাটছে সকলের। রান্না বন্ধ, কোন‌ওরকমে জোগাড় করা শুকনো খাবার খাচ্ছেন তাঁরা।

অনন্যা দে