গ্রেফতার 

Forest Department: শেষ রক্ষা হল না! চিতাবাঘের চামড়া সহ ধৃত দুই

আলিপুরদুয়ার: পাচারের উদ্দেশ্য নিয়ে শিলিগুড়ির পথে পাড়ি দিয়েও হল না লাভ। জলদাপাড়া বনবিভাগের কর্মীদের হাতে চিতাবাঘের চামড়া সহ ধরা পড়ল দুই ব্যক্তি।

তাঁদের গ্রেফতার করেছে জলদাপাড়া বনবিভাগের আধিকারিক ও কর্মীরা। অভিযুক্ত দু’জনেই কোচবিহার জেলার বাসিন্দা। একজনের নাম দীপঙ্কর মণ্ডল ও অপরজনের নাম তাপস বর্মন। তাঁদের দু’জনকে মাদারিহাট থেকে গ্রেফতার করা হয়। দীপঙ্কর মণ্ডলের বাড়ি কোচবিহারের পুঁটিমারী ও তাপসের বাড়ি বৈরতি এলাকায়।

আরও পড়ুন: আবহাওয়া খারাপ, মমতার সভার সময় বদল

জানা গিয়েছে, একটি বিলাসবহুল গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল চিতাবাঘের চামড়া। গাড়ির সিটের নিচে রাখা হয়েছিল চামড়াটি। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, চামড়াটি একটি পূর্ণবয়স্ক লেপার্ড -এর। তবে এই চামড়া তারা কোথার থেকে পেয়েছে? সেই বিষয়ে চলবে তদন্ত। অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে।

এদিকে এই ঘটনায় আবারও পরিষ্কার হয়ে গেল বন দফতরের কড়া নজরদারি সত্ত্বেও চোরাশিকারীদের উৎপাত পুরোপুরি বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।

অনন্যা দে