বিদ্যুৎ ভবন

Fraud Case: বিদ্যুৎ ভবনের নামে যাচ্ছে ফোন! OTP-ও লাগছে না, অ্যাকাউন্ট খালি! খুব সাবধান, নয়তো…!

উত্তর ২৪ পরগনা: বিদ্যুৎ ভবন থেকে ফোন, কোনও রকম ওটিপি ছাড়াই মোবাইলে ঘটল এই কাণ্ড। ধাপে ধাপে ৬ লক্ষ টাকা গায়েব হল উপভোক্তার অ্যাকাউন্ট থেকে! ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়। কী ঘটেছিল?

দেগঙ্গার দোগাছিয়ার বাসিন্দা রেজাউল ইসলাম। বিদ্যুৎ ভবনের নাম করে একটি ফোন পান রেজাউল। বলা হয় বিদ্যুৎভবন থেকে বলছি, ফোনের মারফৎ কিছু তথ্য আপডেট করতে হবে। তা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে তাঁর। আর এই আপডেট করতে মাত্র ১৩ টাকা খরচ করতে হবে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কথা বিশ্বাস করেই এরপর রেজাউল কিছু না বুঝে সেই আপডেট অপশনে ক্লিক করে দেন। মুহূর্তেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। আর তার সঙ্গে সঙ্গেই ফোনে থাকে সিম কার্ডটিও নো সার্ভিস হয়ে যায়।

আরও পড়ুন: এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা! ফের সিঁদুরে মেঘ, তিস্তার জল ভয়ঙ্কর রূপ নিতে পারে কি!

এমন পরিস্থিতিতে পড়ে রেজাউল দৌড়ান ব্যাঙ্কে, কোনও সুরাহা না মেলায় দেগঙ্গা থানায় যান তিনি। সেখানে অভিযোগ করলে থানা থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয় তাঁকে। এরপর প্রশাসনের তরফ থেকে সহযোগিতা না পাওয়ায়, চলতি মাসের ১ তারিখ রেজাউল জানতে পারেন তাঁর ব্যাঙ্ক একাউন্টগুলি থেকে কখনও ১ লাখ, কখনও তার বেশি, কখনও ১০, ২০, ৫০ হাজার করে মোট ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। মোবাইল নম্বর নো সার্ভিস থাকায় তিনি কোনও মেসেজই পাননি।

ব্যাংক ও প্রশাসনের তরফ থেকে কোনও রকম সাহায্য না মেলায় অবশেষে এদিন বারাসত সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান। এখন কী ভাবে এই জমানো অর্থ ফেরত পাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। কোনও ওটিপি ছাড়াই কীভাবে তাঁর অ্যাকাউন্ট খালি করল প্রতারকরা! তাঁর ধারণা সিম কার্ড হ্যাক করে, সমস্ত ওটিপি নিয়ে এই টাকা তোলা হয়েছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

Rudra Narayan Roy