ফুলঝুরি

Alipurduar News: বাজি মেলায় সবচেয়ে বেশি বিক্রি কোনটি! উপচে পড়ছে মানুষ, জানলে অবাক হবেন

আলিপুরদুয়ার: মেলা শুরু হতেই বাজি কেনার ভিড় আগের বারের তুলনায় বেড়েছে বলে দাবি কালচিনিতে আয়োজিত বাজি মেলার বাজি বিক্রেতাদের। তার উপর এবারে সব থেকে বেশি বিকোচ্ছে ফুলঝুরি।আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজি মেলার আয়োজন করা হয় প্রতি বছর। গত বছর এই মেলায় ছিল ছ’টি স্টল। এবছরে এই স্টলের সংখ্যা ১৩ টি।যারা বাজি বিক্রি করছেন তারা পরিবেশ বান্ধব বাজির পসরা সাজিয়েছেন।

পরিবেশ দূষণ হয় এমন বাজিকে নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। এই ধরনের বাজি কেউ বিক্রি করলে তার সব বাজি বাজেয়াপ্ত করা হবে বলে কড়া নির্দেশ রয়েছে প্রশাসনের। যার কারণে জেলা প্রশাসনের তরফে বাজি মেলার আয়োজন। যা বাজি মিলবে এখানেই মিলবে। ক্রেতাদের ক্রয় করতে হবে এখানে এসেই।

চলতি বছরে বাজি মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফুলঝুরি। মাঝারি এবং বড় আকারের ফুলঝুড়ির চাহিদা সবচেয়ে বেশি। সাধ্যের মধ্যে এগুলোর দাম হওয়ায় ক্রেতাদের নজর ফুলঝুড়িতেই। ৩০০ টাকায় মিলছে বিশাল আকৃতির দু’টি ফুলঝুরি। মাঝারি ফুলঝুড়ি ছ’টি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

অঙ্কিত জয়সোয়াল নামের এক বাজি বিক্রেতা জানান, শুধু ফুলঝুরি নয়, এবারে যে বাজিগুলি আনা হয়েছে সেগুলি থেকে বিষাক্ত ধোঁয়া বের হয়না। চোখনাক জ্বালা করার প্রশ্ন নেই। ফুলঝুরি একটি সুরক্ষিত বাজি। হয়তো সেই কারণে এর চাহিদা বেশি। তাছাড়াও শটস, রং মশাল, তারা বাতির বিক্রি রয়েছে।

বিভিন্ন এলাকার বাসিন্দারা এসে বাজি কিনে নিয়ে যাচ্ছেন বাজি বাজার থেকে।রয়েছেন অগ্নিনির্বাপন কেন্দ্রের কর্মীরা এখানে পাহারা দেওয়ার জন্য।

অনন্যা দে