মাদক আসক্তি কম করতে যে কাজ করল মহিলারা ঘুম উড়েছে এক শ্রেণীর মানুষের

Ganja Farming: গ্রামের মধ্যে গাঁজার চাষ! ঝাঁপিয়ে পড়লেন মহিলারা

হাওড়া: গ্রামের মধ্যেই হচ্ছিল গাঁজার চাষ! এর ফলে এলাকার অল্পবয়সীদের মধ্যে নেশা করার প্রবণতা বাড়ছিল। তা ঠেকাতেই ঝাঁপিয়ে পড়লেন মহিলারা। হাওড়ার মাজু গ্রামের ঘটনা।

মাদক নেশার আসক্তি শেষ হচ্ছে জীবন, অন্ধকারে ডুবছে সমাজ। সুস্থ সমাজে নেশার কুপ্রভাব যে কী ভয়ঙ্কর রূপ নিতে পারে তা অনেকের‌ই জানা। পুলিশ-প্রশাসন বিষয়টি নিয়ে সজাগ থাকলেও সকলের চোখে ফাঁকি দিয়ে বেশ কিছু জায়গায় বেআইনিভাবে গাঁজার চাষ চলছে। এমনই ঘটনা ঘটেছে মাজু গ্রামে। আর তাই এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে এগিয়ে এলেন মহিলারা‌। তাঁরাই এই গাঁজার চাষ শেষ করার উদ্যোগ নিলেন।

আর‌ও পড়ুন: ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানায় মেশিনে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু!

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, গ্রামের পরিত্যক্ত বাড়ি, ঝুপড়ি, দোকান অথবা গ্রামের প্রান্তিক নিরালা স্থান অসামাজিক কাজের মুক্তাঞ্চল হয়ে উঠছে। এর বিরুদ্ধে লড়াইটা শুধু আইন দিয়ে হবে না, বরং সামাজিকভাবেও এর প্রতিকার দরকার বলে ওই গ্রামের বাসিন্দাদের বক্তব্য। আর তাই গ্রামের মহিলারা সমাজের স্বার্থে ‘ঝাঁসির রানি প্রমীলা বাহিনী’ গঠন করে অসামাজিক কাজকর্ম রোধে এগিয়ে আসেন। এই দলের তরফেই লাগাতার অভিযান চলছে নেশার বিরুদ্ধে।

আর‌ও পড়ুন: লু সতর্কতা রাজ্যে রাজ্যে…! গনগনে দহন জ্বালায় জ্বলবে জীবন! কী হবে বাংলায়? বিরাট আপডেট দিল IMD

নেশা মুক্ত সমাজ গড়তে সচেতনতার বার্তার প্রচারের পাশাপাশি তাঁরা গ্রাম থেকে মদ-গাঁজার মত নেশার আসর উৎখাত করতে অভিযান চালান। গ্রামের বিভিন্ন এলাকা থেকে গাঁজা খাওয়ার সরঞ্জাম ও বেশ কিছু গাঁজার গাছ উদ্ধার হয় বলে জানা গেছে। এরপর এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টারিং করা হয়। গ্রামের মহিলাদের এই উদ্যোগে স্বস্তিবোধ করছেন এলাকার সাধারণ মানুষ।

রাকেশ মাইতি