সংগৃহীত ছবি

Darjeeling: পর্যটকদের জন্য দুর্দান্ত খবর! দার্জিলিংয়ে শুরু হয়ে গেল হাইকিং, কোন কোন রুটে যেতে পারবেন? জানুন

*এ যেন পায়ে পায়ে পর্যটন। পুজোর মুখে পর্যটকদের নতুন বার্তা দিতে অবশেষে হাইকিং চালু হল দার্জিলিয়ে। ট্রেকিংয়ে অংশ নিতে না পেরে যাঁদের মন খারাপ হয়ে যায়, তাঁদের মন ভাল করতেই এই উদ্যোগ জিটিএ এবং পুলিশের।
*এ যেন পায়ে পায়ে পর্যটন। পুজোর মুখে পর্যটকদের নতুন বার্তা দিতে অবশেষে হাইকিং চালু হল দার্জিলিয়ে। ট্রেকিংয়ে অংশ নিতে না পেরে যাঁদের মন খারাপ হয়ে যায়, তাঁদের মন ভাল করতেই এই উদ্যোগ জিটিএ এবং পুলিশের।
*বর্ষার সময় বাদ দিলে সাধারণত সারা বছরই ট্রেকিংয়ের জন্য ভিড় লেগে থাকে দার্জিলিংয়ে। কিন্তু হাইকিং-প্রিয় পর্যটক বেছে নেন নেপাল বা সুদূর পেরু বা নিউজিল্যান্ড। এবার থেকে তাঁরাও হাইকিংয়ের টানে শৈলরানিতে ছুটে আসবেন বলে আশাবাদী পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।
*বর্ষার সময় বাদ দিলে সাধারণত সারা বছরই ট্রেকিংয়ের জন্য ভিড় লেগে থাকে দার্জিলিংয়ে। কিন্তু হাইকিং-প্রিয় পর্যটক বেছে নেন নেপাল বা সুদূর পেরু বা নিউজিল্যান্ড। এবার থেকে তাঁরাও হাইকিংয়ের টানে শৈলরানিতে ছুটে আসবেন বলে আশাবাদী পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।
*হাইকিংয়ের জন্য ১৬টি রুট বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম কালিম্পংয়ের লেপচা ট্রেল, রিমবিকের ব্ল‍্যাক ফরেস্ট, কার্সিয়াংয়ের হোয়াইট অর্কিড ট্রেল, ধোত্রের টংলু, মংপুর সিঙ্কোনা হাইক, টাইগার হিল টেল। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে হাইকিংকে পাহাড়ের সর্বত্র ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
*হাইকিংয়ের জন্য ১৬টি রুট বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম কালিম্পংয়ের লেপচা ট্রেল, রিমবিকের ব্ল‍্যাক ফরেস্ট, কার্সিয়াংয়ের হোয়াইট অর্কিড ট্রেল, ধোত্রের টংলু, মংপুর সিঙ্কোনা হাইক, টাইগার হিল টেল। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে হাইকিংকে পাহাড়ের সর্বত্র ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
*জিটিএ'র এগজিকিউটিভ সভাসদ (পর্যটন) নরদেন শেরপা বলছেন, 'শুধু দার্জিলিং শহরে এখন পর্যটকরা আসেন না। অফবিট ডেস্টিনেশন এখন বেশি পছন্দ পর্যটকদের। তাই রুটগুলির ক্ষেত্রেও পর্যটকদের পছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে।'
*জিটিএ’র এগজিকিউটিভ সভাসদ (পর্যটন) নরদেন শেরপা বলছেন, ‘শুধু দার্জিলিং শহরে এখন পর্যটকরা আসেন না। অফবিট ডেস্টিনেশন এখন বেশি পছন্দ পর্যটকদের। তাই রুটগুলির ক্ষেত্রেও পর্যটকদের পছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে।’
*পাহাড়ি পর্যটনের সঙ্গে ট্রেকিংয়ের পরিচিতি দীর্ঘ বছরের। কিন্তু দার্জিলিংয়ে অচেনা হাইকিং। ফলে হাইকিং কী, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আসলে ট্রেকিং হচ্ছে দীর্ঘপথ, যাতে অংশ নিতে পারেন শারীরিকভাবে যাঁরা অত্যন্ত ফিট, তাঁরাই। হাইকিং ছোট রুট, যা অনায়াসে হেঁটে যাওয়া যায়।
*পাহাড়ি পর্যটনের সঙ্গে ট্রেকিংয়ের পরিচিতি দীর্ঘ বছরের। কিন্তু দার্জিলিংয়ে অচেনা হাইকিং। ফলে হাইকিং কী, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আসলে ট্রেকিং হচ্ছে দীর্ঘপথ, যাতে অংশ নিতে পারেন শারীরিকভাবে যাঁরা অত্যন্ত ফিট, তাঁরাই। হাইকিং ছোট রুট, যা অনায়াসে হেঁটে যাওয়া যায়।