কাকে ভয় পান হার্দিক

Hardik Pandya: ভয়েই কুপোকাত হার্দিক পান্ডিয়া! কার মুখে পড়তে ভয় পান এত? ফাঁস করে দিলেন ইরফান পাঠান

নানা বিতর্কের পর হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ানস। কিন্তু হার্দিকের নেতৃত্বে প্রথম ম্যাচেই হেরে বসেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর গুজরাতের কাছে হারের পরেই হার্দিকের নেতৃত্ব দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
নানা বিতর্কের পর হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ানস। কিন্তু হার্দিকের নেতৃত্বে প্রথম ম্যাচেই হেরে বসেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর গুজরাতের কাছে হারের পরেই হার্দিকের নেতৃত্ব দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
ইরফান পাঠান সাফ জানান, হার্দিকই দলের হারের জন্য আসলে দায়ী। জসপ্রীত বুকরাকে দিয়ে নতুন বলে বল করতে দেননি হার্দিক। সেই সঙ্গে ব্যাটিং অর্ডারে টিম ডেভিডকে প্রমোট করেছিলেন- এই দুই ভুল স্ট্র্যাটেজিতেই হারতে হয়েছে মুম্বইকে। জানালেন ইরফান পাঠান।
ইরফান পাঠান সাফ জানান, হার্দিকই দলের হারের জন্য আসলে দায়ী। জসপ্রীত বুকরাকে দিয়ে নতুন বলে বল করতে দেননি হার্দিক। সেই সঙ্গে ব্যাটিং অর্ডারে টিম ডেভিডকে প্রমোট করেছিলেন- এই দুই ভুল স্ট্র্যাটেজিতেই হারতে হয়েছে মুম্বইকে। জানালেন ইরফান পাঠান।
গুজরাতের বিরুদ্ধে ম্য়াচে বুমরাকে না এনে হার্দিক নিজে নতুন বলে আক্রমণ শুরু করেন। আর নিজের প্রথম দুই ওভারেই ২০ রান দিয়ে দেন। ইরফানের বক্তব্য, “বড় ভুল করে বসল হার্দিক পান্ডিয়া। পাওয়ার প্লেতে ও নিজে দু ওভার বল করল। এটাই তো মস্ত ভুল। বুমরাকে আক্রমণে আনতে দেরি করে ফেলল।”
গুজরাতের বিরুদ্ধে ম্য়াচে বুমরাকে না এনে হার্দিক নিজে নতুন বলে আক্রমণ শুরু করেন। আর নিজের প্রথম দুই ওভারেই ২০ রান দিয়ে দেন। ইরফানের বক্তব্য, “বড় ভুল করে বসল হার্দিক পান্ডিয়া। পাওয়ার প্লেতে ও নিজে দু ওভার বল করল। এটাই তো মস্ত ভুল। বুমরাকে আক্রমণে আনতে দেরি করে ফেলল।”
এরপর বুমরাকে হার্দিক আক্রমণে নিয়ে আসেন চতুর্থ ওভারে। এসেই বিপজ্জনক হতে থাকা ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে দেন। আইপিএলে প্রত্যাবর্তনেই আলো ছড়িয়ে গেলেন বুম বুম বুমরা। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নিলেন তিনি।
এরপর বুমরাকে হার্দিক আক্রমণে নিয়ে আসেন চতুর্থ ওভারে। এসেই বিপজ্জনক হতে থাকা ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে দেন। আইপিএলে প্রত্যাবর্তনেই আলো ছড়িয়ে গেলেন বুম বুম বুমরা। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নিলেন তিনি।
নিজের থেকে ব্যাটিং অর্ডারে হার্দিক প্রমোট করেছিলেন টিম ডেভিডকে। রশিদ খানের ভয়েই তিনি নাকি নিজেকে পিছিয়ে দেন। এই কৌশলকেও একহাত নেন ইরফান।
নিজের থেকে ব্যাটিং অর্ডারে হার্দিক প্রমোট করেছিলেন টিম ডেভিডকে। রশিদ খানের ভয়েই তিনি নাকি নিজেকে পিছিয়ে দেন। এই কৌশলকেও একহাত নেন ইরফান।
ইরফান খান বলেন, “চেজ করার সময় টিম ডেভিডকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হল। তা-ও যখন রশিদ খানের এক ওভার বাকি রয়েছে। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর হার্দিক সম্ভবত রশিদ খানকে ফেস করতে চায়নি। এমনটা হতেই পারে। একজন ভারতীয় ব্যাটার ড্রেসিংরুমে রয়েছে। তা সত্ত্বেও রশিদকে ফেস করার জন্য একজন বিদেশিকে পাঠানো হল- এই বিষয়ে আমি মোটেই সম্মত হব না।” এমনই অভিযোগ ইরফানের। টিম ডেভিড শেষ পর্যন্ত ১০ বলে ১১ করে আউট হয়ে যান।
ইরফান খান বলেন, “চেজ করার সময় টিম ডেভিডকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হল। তা-ও যখন রশিদ খানের এক ওভার বাকি রয়েছে। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর হার্দিক সম্ভবত রশিদ খানকে ফেস করতে চায়নি। এমনটা হতেই পারে। একজন ভারতীয় ব্যাটার ড্রেসিংরুমে রয়েছে। তা সত্ত্বেও রশিদকে ফেস করার জন্য একজন বিদেশিকে পাঠানো হল- এই বিষয়ে আমি মোটেই সম্মত হব না।” এমনই অভিযোগ ইরফানের। টিম ডেভিড শেষ পর্যন্ত ১০ বলে ১১ করে আউট হয়ে যান।
শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৯ রান। উমেশ যাদবের প্ৰথম দুই বলেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান হার্দিক। তবে বর্ষীয়ান পেসার ঠান্ডা মাথায় পরের দুই বলে হার্দিক, পীযুষ চাওলাকে আউট করে গুজরাতের জয় নিশ্চিত করে দেন। ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে সেই সঙ্গে গুজরাত নিজেদের অপরাজেয় থাকার রেকর্ডও বজায় রাখল।
শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৯ রান। উমেশ যাদবের প্ৰথম দুই বলেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান হার্দিক। তবে বর্ষীয়ান পেসার ঠান্ডা মাথায় পরের দুই বলে হার্দিক, পীযুষ চাওলাকে আউট করে গুজরাতের জয় নিশ্চিত করে দেন। ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে সেই সঙ্গে গুজরাত নিজেদের অপরাজেয় থাকার রেকর্ডও বজায় রাখল।