আসানসোলের গির্জা মোড়ে তৈরি হকার্স কর্নার।

West Bardhaman News : হকারদের জন্য ব্যবস্থা হয়েছিল বহু আগেই! কিন্তু সেই সব দোকানঘর আজ শুধু গোডাউন

আসানসোল, পশ্চিম বর্ধমান : আসানসোলের মত ঘিঞ্জি, ব্যস্ত শহরের ফুটপাত দখল করে এখনও চলে ব্যবসা। যদিও ফুটপাত দখল মুক্ত করতে আসানসোল পুরনিগম একাধিকবার পদক্ষেপ করেছে। হকারদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদেরকে বিকল্প জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু নানা অছিলায় হকাররা থেকে গিয়েছেন ব্যস্ত রাস্তার ফুটপাতেই। সেখানেই জমিয়ে তুলেছেন ব্যবসা।

কিন্তু হকারদের কথা ভেবে প্রশাসনেরতরফ থেকে অনেক আগেই করা হয়েছিল ব্যবস্থা। আসানসোল শহরের ফুটপাত দখল মুক্ত করতে তৈরি করে দেওয়া হয়েছিল হকার্স কর্নার। বাম আমলে আসানসোলের গির্জা মোড় এলাকায় তৈরি হয়েছিল হকার্স কর্নার। যেখানে রয়েছে পাঁচশোর বেশি ষ্টল। সেই স্টলগুলি তুলে দেওয়া হয়েছিল হকারদের হাতে। কিন্তু সেই সব স্টল আজ শুধু গোডাউন। ব্যবসায়ীরা বসে আছেন ফুটপাতের সেই জায়গাতেই।

আরও পড়ুন : আসানসোলে আর থাকবে না আবর্জনা, শীঘ্রই শুরু হবে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ

যদিও এই বিষয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, হকারদের আবার সেই হকার্স কর্নারে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারণ রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে জবরদখল হটানোর কাজ। তাছাড়াও আসানসোলের মতব্যস্ত শহরে রাস্তা দখল করে রাখার ফলে শহরবাসীকেও অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই পরিকল্পনা করার পর সেই সমস্ত স্টলগুলি যাদের নামে আছে, সেই সমস্ত হকারদের সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে খবর।

আরও পড়ুন : মমতার বার্তার পরই আরও কড়া আসানসোল পুরনিগম, এডিডিএ চালু করল হেল্পলাইন

অন্যদিকে হকাররা অন্য অভিযোগ করছেন। তারা বলছেন, হকার্স কর্নার করে দেওয়া হয়েছে স্টলগুলি। সেগুলি হকারদের নামে দেওয়া হয়েছে। কিন্তু ওই জায়গায় জলের ভীষণ সমস্যা রয়েছে বলে তাদের অভিযোগ। তাদের আরও অভিযোগ, ওই জায়গায় সেইভাবে ক্রেতাদের দেখা পাওয়া যায় না।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ফলে ব্যবসায় মন্দা দেখা দেয়। যেকারণে হকাররা ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ফুটপাতেই রয়ে গিয়েছেন। আর ওই সমস্ত স্টলগুলি এখন গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

নয়ন ঘোষ