স্টেশন

Hawkers Protest: রেলের পরপর নোটিশে আতঙ্ক বাড়ছে, বামনগাছির হকারদের মাথায় হাত

উত্তর ২৪ পরগনা: রেলের নোটিস ঘিরে আতঙ্কে ভুগছেন বামুনগাছি এলাকার হকাররা। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে ভবিষ্যৎ কী হবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। উল্লেখ্য, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে হকারি করেন প্রায় ৪০০ জন। এখান থেকেই যা রোজগার হয় তা দিয়ে সংসার খরচ চালান তাঁরা।

তবে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়েছে। তবে বারংবার রেলের তরফ থেকে নোটিশ দেওয়ায় ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক’ও কাজ করছে। এদিন উচ্ছেদের নোটিশের প্রতিবাদে রীতিমত বিক্ষোভ দেখান। সূত্রের খবর ইতিমধ্যেই তাঁদের উচ্ছেদের বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে ১০-১২ বার নোটিশ দেওয়া হয়েছে। এবার আবারও এসেছে সেই নোটিশ। দোকান তুলে দেওয়ার জন্য রেল পক্ষ থেকে বলা হচ্ছে।

আরও পড়ুন: অবশেষে রায়দিঘির জেটিঘাট সংলগ্ন নদীর পাড় সংস্কারে টাকা বরাদ্দ

নোটিশে ৮ তারিখ পর্যন্ত শেষ সময়ও দেওয়া হয়েছিল। এরপরই বামুনগাছি হকার্স ইউনিয়নের পক্ষ থেকে স্টেশনেই শুরু হয় হকারদের আন্দোলন ও বিক্ষোভ। হকারদের দাবি, যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত পরিষেবা স্টেশনে তাঁরাই দিয়ে থাকেন। তারপরও কোন‌ওরকম পুনর্বাসনের ঘোষণা না করেই বারংবার উচ্ছেদের জন্য নোটিশ পাঠাচ্ছে রেল কর্তৃপক্ষ। ৩০ থেকে ৪০ বছর ধরে এভাবেই অনেকে ব্যবসা করে আসছেন এই এলাকায়। হঠাৎ উচ্ছেদ হলে এরপর কী করবেন, পরিবার নিয়ে কোথায় যাবেন রেলের উদ্দেশ্যে সেই প্রশ্ন তোলেন। যদিও এই বিষয়ে রেলের তরফ থেকে কোন‌ও মন্তব্য করা হয়নি।

রুদ্রনারায়ণ রায়