Healthcare: হাই-প্রেশার, জন্ডিস, ডায়াবেটিসের যম এই পাতা! গাছ, ফুল, পাতা সবেতেই রয়েছে জটিল রোগের মহা-ওষুধ!

ভাবলে অবাক হবেন তেলাকুচার অনন্য গুণ। যুগ যুগ ধরে আমাদের দেশের বৈদ্যরা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য এই তেলাকুচা ব্যবহার করে আসছেন।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
ভাবলে অবাক হবেন তেলাকুচার অনন্য গুণ। যুগ যুগ ধরে আমাদের দেশের বৈদ্যরা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য এই তেলাকুচা ব্যবহার করে আসছেন।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
তেলাকুচা একটি লতানো উদ্ভিদ। এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ডবিশিষ্ট একটি বহুবর্ষজীবী গাছ। লতার কাণ্ড থেকে আকশীর সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে ওঠে।
তেলাকুচা একটি লতানো উদ্ভিদ। এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ডবিশিষ্ট একটি বহুবর্ষজীবী গাছ। লতার কাণ্ড থেকে আকশীর সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে ওঠে।
ডায়াবেটিস থেকে বাঁচতে তেলাকুচার কান্ড সমেত পাতা ছেঁচে রস তৈরি করে আধকাপ পরিমাণ প্রতিদিন সকাল ও বিকালে খেতে হবে। তেলাকুচার পাতা রান্না করে খেলেও ডায়াবেটিস রোগের উপশম হয়। জন্ডিস হলে তেলাকুচার মূল ছেঁচে রস তৈরি করে প্রতিদিন সকালে আধাকাপ পরিমাণ খেতে হবে। তাতেই মুক্তি পাবেন জন্ডিস থেকে।
ডায়াবেটিস থেকে বাঁচতে তেলাকুচার কান্ড সমেত পাতা ছেঁচে রস তৈরি করে আধকাপ পরিমাণ প্রতিদিন সকাল ও বিকালে খেতে হবে। তেলাকুচার পাতা রান্না করে খেলেও ডায়াবেটিস রোগের উপশম হয়। জন্ডিস হলে তেলাকুচার মূল ছেঁচে রস তৈরি করে প্রতিদিন সকালে আধাকাপ পরিমাণ খেতে হবে। তাতেই মুক্তি পাবেন জন্ডিস থেকে।
গাড়িতে ভ্রমণের সময় বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে পা ফুলে যায় একে শোথ রোগ বলা হয়। তেলাকুচার মূল ও পাতা ছেঁচে এর রস ৩-৪ চা চামচ প্রতিদিন সকালে ও বিকালে খেলে গায়েব হয়ে ‌যাবে পা ফোলা।
গাড়িতে ভ্রমণের সময় বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে পা ফুলে যায় একে শোথ রোগ বলা হয়। তেলাকুচার মূল ও পাতা ছেঁচে এর রস ৩-৪ চা চামচ প্রতিদিন সকালে ও বিকালে খেলে গায়েব হয়ে ‌যাবে পা ফোলা।
বুকে সর্দি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট (হাঁপানি রোগ নয়) হলে তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে ৩-৪ চা চামচ পরিমাণ ৩ থেকে সাত দিন খেলে খুব উপকার পাওয়া ‌যায়।
বুকে সর্দি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট (হাঁপানি রোগ নয়) হলে তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে ৩-৪ চা চামচ পরিমাণ ৩ থেকে সাত দিন খেলে খুব উপকার পাওয়া ‌যায়।
শ্লেষ্মাকাশি হলে শ্লেষ্মা তরল করতে এবং কাশির উপশমে ৩-৪ চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে আধ চা-চামচ মধু মিশিয়ে ৩ থেকে ৭ দিন রোজ সকালে ও বিকালে খাওয়ার অভ্যাস করুন। দেখবেন আপনার খুশখুসে কাশি সারতে বেশি দেরি লাগবেনা।
শ্লেষ্মাকাশি হলে শ্লেষ্মা তরল করতে এবং কাশির উপশমে ৩-৪ চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে আধ চা-চামচ মধু মিশিয়ে ৩ থেকে ৭ দিন রোজ সকালে ও বিকালে খাওয়ার অভ্যাস করুন। দেখবেন আপনার খুশখুসে কাশি সারতে বেশি দেরি লাগবেনা।
হাই প্রেশার বেড়ে গিয়েছে হঠাৎ করে? মাথা ঘুরছে? কয়েকটি তেলাকুচার পাতা নিয়ে ভাল করে থেতো করে একটি কাপড়ে বেঁধে নিন! এবার মাথার তালুতে এই রস লাগান! কিছুক্ষণ মাথায় রস লাগালেই মাথা ঘোরা বন্ধ হবে! তেলাকুচা পাতা বেঁটে ভাতের সঙ্গে খান! কমে যাবে উচ্চ রক্তচাপের সমস্যা!
হাই প্রেশার বেড়ে গিয়েছে হঠাৎ করে? মাথা ঘুরছে? কয়েকটি তেলাকুচার পাতা নিয়ে ভাল করে থেতো করে একটি কাপড়ে বেঁধে নিন! এবার মাথার তালুতে এই রস লাগান! কিছুক্ষণ মাথায় রস লাগালেই মাথা ঘোরা বন্ধ হবে! তেলাকুচা পাতা বেঁটে ভাতের সঙ্গে খান! কমে যাবে উচ্চ রক্তচাপের সমস্যা!