মাছ 

Jamai Sasthi:গরমের কারণে জামাইষষ্ঠীর বাজারে এ কী হাল! রেগে আগুন ব্যাবসায়ীরা

বাঁকুড়া: জামাইয়ের মঙ্গল কামনা করে যুগ যুগ ধরে জামাইষষ্ঠী করে থাকেন শ্বশুড়বাড়ির লোকেরা। এই লৌকিক আচার এক আধুনিক উৎসবে রূপান্তরিত হয়েছে। বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে এক পার্বণ এই জামাইষষ্ঠী। আর তার আগেই যেন বাজার আগুনে গরম বাঁকুড়ায়। কি ভাবছেন মিষ্টি, মাছ, দই কেনার বাজার গরম! মোটেই না, আসলে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সূর্যের তাপে পুড়ছে বাঁকুড়া।

সেই কারণেই জামাই ষষ্ঠীর বাজার সকাল থেকেই থমথমে। ফলের দোকানে পচে যাচ্ছে সব ধরনের ফল আর মিষ্টির দোকানে মাছি তারাচ্ছেন বিক্রেতারা। বাড়ি থেকে বেরিয়ে পাঞ্জাবির দোকানে জামাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে যেতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে এই গরম তাই অনলাইনই যেন ভরসা। জামাইষষ্ঠীর বাজারের ছবিটা অনেকটা এমনই ধরা পড়ল মঙ্গলবার।

তবে ধুঁকে ধুঁকে যেটুকু বিক্রি হচ্ছে তার মধ্যেই সন্তুষ্ট থাকছেন ব্যবসায়ীরা। আবার বাজার কম থাকায় দামও বেশ কিছুটা বেড়েছে। ফলের দোকানে হাই ডিমান্ড আম, লিচুর। বাঁকুড়ার বাজারে জামাইষষ্ঠী উপলক্ষে বিক্রি হচ্ছে একাধিক প্রজাতির আম। লিচুর দাম ১২০-১৫০ টাকা কিলো।

আরও পড়ুনঃ Jamai Sasthi 2024: মিষ্টিতেই মিটবে ফলের স্বাদ! জামাইষষ্ঠীতে অভিনব আইটেম মিলছে এই মিষ্টির দোকানে

মিষ্টির দোকানে গতানুগতিক দই, মিষ্টিতেই মজেছে মানুষ। ছানার পায়েস, আম দই, বাটার রোল বিক্রি হচ্ছে বেশ ভাল। নতুন আর পুরাতনের মিশ্রণ করেই জামাইয়ের মুখে মিষ্টি তুলে দিতে চাইছেন বাঁকুড়ার শশুর-শাশুড়িরা। এবার ঘুরে দেখা হল পাঞ্জাবির বাজার। ৩৫০-৪০০ টাকার হাত কাটা পাঞ্জাবি, ফতুয়া এবং কুর্তা থেকে শুরু করে রাজকীয় চড়ামূল্যের পাঞ্জাবি, সবকিছু নিয়েই বসে আছেন দোকানের মালিকরা। তবে বিক্রি হচ্ছে না সেইভাবে। সকলেই দুষছেন গরমকে।

নীলাঞ্জন ব্যানার্জী