হিট স্ট্রোক ওয়ার্ড

Heatstroke Ward: সরকারি হাসপাতালে চালু হিট স্ট্রোক ওয়ার্ড! গরম থেকে বাঁচাতে পদক্ষেপ

পুরুলিয়া: প্রতিদিন গরমের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বানভাসি হওয়ার পরিস্থিতি তৈরি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। টানা তীব্র গরমে নাজেহাল অবস্থা পুরুলিয়ার মানুষের। এই অস্বাভাবিক গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা। আর তাই এবার জেলা হাসপাতালে চালু করা হল হিট স্ট্রোক ওয়ার্ড।

মানুষকে সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। হিট স্ট্রোকে আক্রান্তদের উন্নততর চিকিৎসার জন্য পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে শুরু করা হয়েছে এই নতুন ওয়ার্ডটি। পাঁচ শয্যা বিশিষ্ট বিশেষ এই ওয়ার্ডে হিট স্ট্রোক অথবা অত্যাধিক গরমে অসুস্থদের চিকিৎসা করা হবে।

আর‌ও পড়ুন: দহন জ্বালা কমাতে এগিয়ে এলেন স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল চত্বরে যা হল…

ওয়ার্ডটি সম্পূর্ণরূপে শীততাপ নিয়ন্ত্রিত। এই বিশেষ ওয়ার্ডে মূলত চিকিৎসা হবে গরমে অসুস্থ হয়ে পড়া রোগীদের। এই বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের এমএসভিপি সুকোমল বিশয়ী বলেন, স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী একটি হিট স্ট্রোক ওয়ার্ড খোলা হয়েছে সদর হাসপাতালে। এখানে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের বিশেষ চিকিৎসা করা হবে। তাঁদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী মজুদ থাকছে এই ওয়ার্ডে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কারুর বড় কোনও ক্ষতি না হয়ে যায় সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

শর্মিষ্ঠা ব্যানার্জি