হাতি

Alipurduar News: গণেশ চতুর্থীতে হাজির ৫টি হাতির দল! মাদারিহাট এলাকায় দিনের আলোয় আতঙ্ক

আলিপুরদুয়ার: গণেশ চতুর্থীর দিন গ্রামে ঘুরে বেড়াচ্ছে হাতির দল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের প্রধাননগর এলাকায়। দিনের আলোয় গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল।

আরও পড়ুন: এই এক কেজি ‘ডিম’ এত দামি! কিনতে গেলে বাড়ি বিক্রি করতে হবে, অবিশ্বাস্য উপকারিতা এই খাবারের

এদিন সকালে একটি বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করে। হাতির দলটি গ্ৰামের বাঁশবাগানে ও ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে। হাতির দলে দাঁতাল হাতি, স্ত্রী হাতি মিলিয়ে প্রায় পাঁচটি হাতি আছে। এদিকে হাতি বেরনোর খবর শুনে এলাকার বাসিন্দারা দেখতে এসেছেন। একটি হাতি মাঝে মধ্যেই বাঁশ ঝাড় থেকে বেরিয়ে হুঙ্কার দিচ্ছে।

বুনো হাতির দলটি এলাকায় দাপিয়ে বেড়াতে দেখে ভীত এলাকাবাসীরা। এলাকায় জলদাপাড়া বনবিভাগের আধিকারিকরা ও বনকর্মীরা পৌঁছেছে। বনদফতর চেষ্টা চালাচ্ছে হাতির দলটিকে জঙ্গল ফেরাতে। যদিও তা সম্ভব হচ্ছে না। এদিকে এলাকাবাসীদের অতি উৎসুক হতে বারণ করছে বন দফতর।

Annanya Dey