পেঁপে চাষে বিশেষ সুবিধা

Horticulture Department: এই চাষগুলো করলেই বিপুল ভর্তুকি দেবে উদ্যানপালন দফতর! কত করে পাবেন?

বাঁকুড়া উদ্যান পালন দফতরের সুসংহ উদ্যানপালন উন্নয়ন মিশনের আওতায় বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। যে প্রকল্পগুলিতে সবরকম সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন উদ্যোগকারীরা।
বাঁকুড়া উদ্যান পালন দফতরের সুসংহ উদ্যানপালন উন্নয়ন মিশনের আওতায় বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। যে প্রকল্পগুলিতে সবরকম সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন উদ্যোগকারীরা।
ছোট নার্সারি (এক হেক্টর জায়গায়) তৈরি করলে প্রকল্প খরচের ৫০ শতাংশ হিসাবে সর্বাধিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রকল্প পিছু পাওয়া যাবে।
ছোট নার্সারি (এক হেক্টর জায়গায়) তৈরি করলে প্রকল্প খরচের ৫০ শতাংশ হিসাবে সর্বাধিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রকল্প পিছু পাওয়া যাবে।
টিস্যু কালচার কলাবাগান স্থাপন করতে চাইলে মোট প্রকল্প খরচের ৪০ শতাংশ (৭৫:২০) অনুদান পাওয়া যাবে। দু'বছরে সর্বাধিক ৫০ হাজার টাকা হেক্টর প্রতি পাওয়া যাবে।
টিস্যু কালচার কলাবাগান স্থাপন করতে চাইলে মোট প্রকল্প খরচের ৪০ শতাংশ (৭৫:২০) অনুদান পাওয়া যাবে। দু’বছরে সর্বাধিক ৫০ হাজার টাকা হেক্টর প্রতি পাওয়া যাবে।
পেঁপে বাগান করতে চাইলে দু'বছরের কিস্তিতে প্রকল্প খরচের ৫০ শতাংশ হিসাবে সর্বাধিক ৩০ হাজার টাকা হেক্টর প্রতি অনুদান পাওয়া যাবে।
পেঁপে বাগান করতে চাইলে দু’বছরের কিস্তিতে প্রকল্প খরচের ৫০ শতাংশ হিসাবে সর্বাধিক ৩০ হাজার টাকা হেক্টর প্রতি অনুদান পাওয়া যাবে।
হাইব্রিড সবজি চাষ করতে চাইলে মোট প্রকল্প খরচের ৪০ শতাংশ অনুদান মিলবে। মাথাপিছু প্রত্যেক কৃষক সর্বাধিক কুড়ি হাজার টাকা হেক্টর প্রতি অনুদান পাবেন।
হাইব্রিড সবজি চাষ করতে চাইলে মোট প্রকল্প খরচের ৪০ শতাংশ অনুদান মিলবে। মাথাপিছু প্রত্যেক কৃষক সর্বাধিক কুড়ি হাজার টাকা হেক্টর প্রতি অনুদান পাবেন।
কুচো ফুলের চাষ করতে চাইলে প্রকল্প খরচের ৪০ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক অর্থ চাষি ভাইদের অনুদান হিসেবে দেওয়া হবে। সর্বাধিক ৪০ হাজার টাকা হেক্টর প্রতি কাঁটা ফুলের জন্য এবং সর্বাধিক ১৬ হাজার টাকা হেক্টর প্রতি কুচো ফুলের জন্য।
কুচো ফুলের চাষ করতে চাইলে প্রকল্প খরচের ৪০ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক অর্থ চাষি ভাইদের অনুদান হিসেবে দেওয়া হবে। সর্বাধিক ৪০ হাজার টাকা হেক্টর প্রতি কাঁটা ফুলের জন্য এবং সর্বাধিক ১৬ হাজার টাকা হেক্টর প্রতি কুচো ফুলের জন্য।