রবীন্দ্র ভবনের সেমিনারে ভূগোলবিদদের আলোচনা।

Bangla Video: পরিবেশের স্থিতিশীল ভবিষ্যৎ নিয়ে কিভাবে কাজ করবে ভূগোল? দেখুন

পশ্চিম বর্ধমান : পরিবেশের সাসটেইনবেল ফিউচার অর্থাৎ স্থিতিশীল ভবিষ্যৎ নিয়ে কিভাবে কাজ করবে ভূগোল, সেই বিষয়ে আন্তর্জাতিক স্তরের আলোচনা শুরু হয়েছে আসানসোলে। যে আলোচনায় উঠে আসবে ৩০টি গুরুত্বপূর্ণ বিষয়। যার মধ্যে অন্যতম জল, ভূমি, জলবায়ুর মতবিষয়গুলি। পরিবেশ, জলবায়ু রক্ষা করতে আগামী দিনে ভূগোল কিভাবে কাজ করবে, সেই বিষয়ে হবে আলোচনা।

জানা গিয়েছে, ভূগোলবিদদের সবথেকে বড় সংগঠনের উদ্যোগে এই আন্তর্জাতিক সেমিনার প্রত্যেক বছর আয়োজন করা হয়। চলতি বছরে এই সেমিনার হচ্ছে বাংলার বুকে আসানসোলে প্রথমবার বাংলায় এই ধরনের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যেখানে দেশ-বিদেশের অভিজ্ঞ প্রায় ৪০০ জন ভূগোলবিদ অংশগ্রহণ করেছেন। যারা ভূগোলের স্থিতিশীল ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করবেন। পরিবেশ রক্ষা করতে নানা সমাধান সূত্র খুঁজবেন।

আরও পড়ুন: কম দামে জামদানি কিনতে চান? চলে আসুন বর্ধমানের এই হাটে!

আসানসোলের রবীন্দ্র ভবন এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিন দিন ধরে এই আলোচনা চক্র চলবে। যেখানে বাংলার অভিজ্ঞ বিভিন্ন ভূগোলবিদ অংশগ্রহণ করেছেন। পাশাপাশি দেশের প্রত্যেকটি রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এই সেমিনারে। তাছাড়াও প্রতিবেশী দেশগুলি থেকে অভিজ্ঞ ভূগোলবিদরা এসেছেন। ইউরোপীয় দেশগুলি থেকেও অংশ নিয়েছেন ভূ বিজ্ঞানীরা।

উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন, বাংলার বুকে এধরনের আন্তর্জাতিক সেমিনার ভূগোল নিয়ে মানুষের আরও আগ্রহ বাড়াবে। পাশাপাশি এই সেমিনার থেকে পরিবেশ রক্ষা করার বিভিন্ন সমাধান সূত্র উঠে আসবে আলোচনার মাধ্যমে। সেখান থেকে তৈরি করা যাবে নানান পরিকল্পনা। যা আগামী দিনে জলবায়ু, প্রকৃতি রক্ষা করতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নয়ন ঘোষ