সুপ্তোত্থিতাকে  সংবর্ধনা

HS Result 2024: ট্র্যাভেল ব্লগ করেই মেলে মনের অক্সিজেন! উচ্চমাধ্যমিকে পঞ্চম ইউটিউবার সুপ্তোত্থিতা 

মালদহ: ইউটিউবে চ্যানেল রয়েছে। পাশাপাশি পড়াশোনা। প্রায় নিয়মিত ইউটিউবে ব্লগ বা রিলস বানিয়েও উচ্চমাধ্যমিকে সেরার তালিকায় সুপ্তোত্থিতা সরকার। ইউটিউবে তার নিজস্ব চ্যানেল রয়েছে। সেখানে নিয়মিত ট্রাভেল ব্লগ তৈরি করে। বিভিন্ন জায়গায় ঘোরার শখ রয়েছে সুপ্তোত্থিতার। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। আর সেখান থেকেই ইউটিউবে ব্লগ বানানোর নেশা।‌ ইউটিউবে ব্লগ বানিয়েও উচ্চমাধ্যমিকে রাজ্যের যুগ্ম ভাবে পঞ্চম সুপ্তোত্থিতা সরকার। কলা বিভাগের ছাত্রী। মেধা তালিকায় যুগ্মভাবে পঞ্চম হয়েছে সে পাশাপাশি মালদহ জেলায় যুগ্মভাবে দ্বিতীয়।

এমনকি মেয়েদের মধ্যে প্রথম মালদহের গ্রামীণ স্কুলের ছাত্রী সুপ্তোত্থিতা। সুপ্তোত্থিতা সরকার বলে, ইউটিউবে ভিডিও তৈরি করতে আমার ভাল লাগে তবে এটা আমার নেশা নয়। সোশাল মাধ্যমে নেশা হওয়া এক ধরনের ক্ষতিকর। আমার চ্যানেল রয়েছে কিন্তু আমি এটার নেশাগ্রস্ত হয়নি। বরং ইউটিউবে ভিডিও তৈরি করা রিলস তৈরি করা আমাকে বাড়তি অক্সিজেন দেয়।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের ছাত্রী। বাবা প্রান্তিক সরকার পেশায় একজন স্কুল শিক্ষক। মা পম্পা বিশ্বাস অধ্যাপিকা।ভূগোল সংস্কৃত ও মিউজিক ছিল উচ্চ মাধ্যমিকে। সেখান থেকেই এই ফল। মোট ৫ জন গৃহশিক্ষক ছিল সুপ্তোত্থিতার। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে গান করে। তবে অধিকাংশ সময় ইউটিউবের ভিডিও তৈরি করেছে। বাবা প্রান্তিক সরকার বলেন, পড়াশোনার পাশাপাশি এই ধরনের এক্টিভিটি ভাল। তবে সেগুলো যেন নেশা না হয়। আমি মেয়েকে প্রথম থেকেই সাপোর্ট করি।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

যদিও পরীক্ষার কিছুদিন আগে থেকে ইউটিউব ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছিল পড়াশোনার জন্য। বর্তমানে আবার নিয়মিত শুরু করেছে ইউটিউব ভিডিও তৈরি করা। আগামীতে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন রয়েছে সুপ্তোত্থিতার। মাধ্যমিকেও ভাল ফল করেছিল তবে মেধা তালিকার নাম আসেনি। উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় আসতে পেরে খুশি সুপ্তোত্থিতা-সহ তার পরিবারের প্রত্যেকেই।

হরষিত সিংহ