পেট্রাপোল বন্দর

India-Bangladesh Border: বদলে গেল ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের চেনা ছবি, খুললে গেল মৈত্রী দরজা, দেখুন আপনিও

*বদলে গেল দীর্ঘদিনের ভারত বাংলাদেশ পেট্রাপোল বন্দরের চেনা ছবি। একই সঙ্গে চালু হল আন্তর্জাতিক মৈত্রী দুয়ার। যাত্রী পারাপার থেকে পণ্য সামগ্রী আদান-প্রদানের ক্ষেত্রেও এবার অত্যাধুনিক বন্দরে আত্মপ্রকাশ ঘটল পেট্রাপোলের। যা উদ্বোধন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং। প্রতিবেদন ও ছবিঃ রুদ্র নারায়ণ রায়। 
*বদলে গেল দীর্ঘদিনের ভারত বাংলাদেশ পেট্রাপোল বন্দরের চেনা ছবি। একই সঙ্গে চালু হল আন্তর্জাতিক মৈত্রী দুয়ার। যাত্রী পারাপার থেকে পণ্য সামগ্রী আদান-প্রদানের ক্ষেত্রেও এবার অত্যাধুনিক বন্দরে আত্মপ্রকাশ ঘটল পেট্রাপোলের। যা উদ্বোধন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং। প্রতিবেদন ও ছবিঃ রুদ্র নারায়ণ রায়। 
*এশিয়ার বৃহত্তম ল্যান্ড পোর্ট পেট্রাপোল বন্দরের মৈত্রী দুয়ার ও আধুনিক টার্মিনালের দ্বার উদঘাটন করতেই বনগাঁয় আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসন ও পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের দাবি অনুযায়ী বেশ কয়েক বছর আগেই ৫০০ কোটি টাকা ব্যয়ে শিলান্যাস করা হয় অত্যাধুনিক টার্মিনাল ও মৈত্রী গেট তৈরির।
*এশিয়ার বৃহত্তম ল্যান্ড পোর্ট পেট্রাপোল বন্দরের মৈত্রী দুয়ার ও আধুনিক টার্মিনালের দ্বার উদঘাটন করতেই বনগাঁয় আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসন ও পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের দাবি অনুযায়ী বেশ কয়েক বছর আগেই ৫০০ কোটি টাকা ব্যয়ে শিলান্যাস করা হয় অত্যাধুনিক টার্মিনাল ও মৈত্রী গেট তৈরির।
*উদ্বোধন করা হল এই অত্যাধুনিক সীমান্ত বন্দরের। ফলে যাত্রীদের একাধিক সমস্যা যেমন সমাধান হবে পাশাপাশি দু-দেশের মধ্যে বাণিজ্যে ক্ষেত্রে আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে। ব্যবসায় ক্ষেত্রেও উন্নতি ঘটবে সীমান্তে। অত্যাধুনিক মানের এই টার্মিনাল উদ্বোধন হওয়ায় খুশি সীমান্ত এলাকার মানুষজন।
*উদ্বোধন করা হল এই অত্যাধুনিক সীমান্ত বন্দরের। ফলে যাত্রীদের একাধিক সমস্যা যেমন সমাধান হবে পাশাপাশি দু-দেশের মধ্যে বাণিজ্যে ক্ষেত্রে আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে। ব্যবসায় ক্ষেত্রেও উন্নতি ঘটবে সীমান্তে। অত্যাধুনিক মানের এই টার্মিনাল উদ্বোধন হওয়ায় খুশি সীমান্ত এলাকার মানুষজন।
*যদিও বাংলাদেশের দিকে এখনও আধুনিক মানের এই পোর্ট এর সংযোগকারী জায়গা সংস্কার করা হয়নি বলেও জানান পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী।
*যদিও বাংলাদেশের দিকে এখনও আধুনিক মানের এই পোর্ট এর সংযোগকারী জায়গা সংস্কার করা হয়নি বলেও জানান পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী।
*আগামী দিনে যাত্রী থেকে বাণিজ্যে সবেতেই বাড়তি সুবিধা মিলতে চলেছে এই আধুনিক বন্দর চালু হওয়ায় বলেই মনে করা হচ্ছে। নতুন টার্মিনাল শীতাতপ নিয়ন্ত্রিত, ফলে অতীতের মত আর খোলা আকাশে অপেক্ষা করতে হবে না যাত্রীদের। অপরদিকে, ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আদান-প্রদানের ৭০ শতাংশ এই আধুনিক পেট্রাপোল বন্দর ব্যবহার করেই চলবে বলেও জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
*আগামী দিনে যাত্রী থেকে বাণিজ্যে সবেতেই বাড়তি সুবিধা মিলতে চলেছে এই আধুনিক বন্দর চালু হওয়ায় বলেই মনে করা হচ্ছে। নতুন টার্মিনাল শীতাতপ নিয়ন্ত্রিত, ফলে অতীতের মত আর খোলা আকাশে অপেক্ষা করতে হবে না যাত্রীদের। অপরদিকে, ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আদান-প্রদানের ৭০ শতাংশ এই আধুনিক পেট্রাপোল বন্দর ব্যবহার করেই চলবে বলেও জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।