Tag Archives: petrapole

Bangladesh Update: অস্থির বাংলাদেশ! সীমান্তে জারি হাই অ‍্যালার্ট, পেট্রাপোলে মাথায় হাত ব্যবসায়ীদের

উত্তর ২৪ পরগনা: পতন হয়েছে বাংলাদেশের হাসিনা সরকারের। তবে এখনও প্রতিবেশী দেশে উত্তপ্ত পরিস্থিতি। সেই কারণেই ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে জারি করা হয়েছে ‘হাই অ‍্যালার্ট’। তারই প্রভাবে পড়েছে জেলার আন্তর্জাতিক স্থলবন্দর ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে।

বর্তমানে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রাখা হয়েছে পেট্রাপোল সীমান্ত দিয়ে। পাশাপাশি যাত্রী পরিষেবাও এক প্রকার বন্ধ বলেই জানা গিয়েছে সীমান্তের দায়িত্বে থাকা ইমিগ্রেশন দফতর সূত্রে। তবে বাংলাদেশ থেকে যাত্রী না আসায় এবং পণ্য আমদানি রফতানি পরিষেবা বন্ধ থাকায়, হারিয়েছে অন্যান্য দিনের সীমান্তের চেনা ছবি।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস বাগানে সবুজ, বাজারে কালো আর ‘বাড়িতে লাল’ হয়? রান্নাঘরেই আছে কিন্তু! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে সীমান্ত এলাকায়। এদিন বিএসএফ-এর ডিজি দিলজিত সিং চৌধুরী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে আসেন বলেও জানা গিয়েছে। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা।

আরও পড়ুন: শুধু মিষ্টি আর আলু নয়, ছাড়তে হবে এই ৩ খাবারও! নাহলেই বড় বিপদ, ডায়াবেটিস রোগীরা খুব সাবধান

অটো, বাস, মুদ্রা বিনিময় কেন্দ্র গুলিও বন্ধ হয়ে পড়েছে পরিষেবা স্বাভাবিক না থাকায়। এখন পরিস্থিতির স্বাভাবিক না হলে কী হবে রুটি রুজির, কীভাবে চলবে পেট দুশ্চিন্তা গ্রাস করেছে সীমান্ত এলাকার ব্যবসায়ীদের।

Rudra Narayan Roy

Bangladesh Anti-Quota Student Movement: বাংলাদেশের অশান্তির প্রভাব এপারেও, ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা

উত্তর ২৪ পরগনা: সরকারি চাকরিতে কোটা-বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। প্রতিবেশী দেশটির সুপ্রিম কোর্ট গত রবিবার ছাত্রদের দাবির পক্ষে রায়দান করলেও এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে চার দফা দাবি তুলে ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে সেনাবাহিনী নামানো হয়েছে। অফিস কাছারি সবকিছু বন্ধ। সেই ঘটনার প্রভাব এসে পড়েছে এপার বাংলাতেও।

গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে কারফিউ চলায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রাপোল দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যত বন্ধ। সীমান্তপারে উত্তপ্ত পরিস্থিতির জেরে দেশের নানা প্রান্ত থেকে আসা পণ্যবাহী প্রায় ৮৫০ টি ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে সীমান্তে। প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ ক্ষতি হচ্ছে। কবে আবারও পুনরায় স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য দেখা যাবে এই স্থল বন্দরে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

আর‌ও পড়ুন: স্কুল আছে, শিক্ষক‌ও আছেন শুধু নেই ক্লাসরুম! এ এক আজব জায়গা

হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে বিচ্ছিন্ন হয়ে রয়েছে ইন্টারনেট পরিষেবা। কোন‌ওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না ওপারের পোর্ট অথরিটির সঙ্গে। আর তার ফলে সমস্যা আর‌ও বেড়েছে। জানা গিয়েছি ইতিমধ্যেই বাংলাদেশে আটকে রয়েছে ভারত থেকে যাওয়া প্রায় ২০০ টি পণ্যবাহী ট্রাক। ইতিমধ্যেই পোর্ট অথরিটির তরফ থেকে জিরো পয়েন্টে বাংলাদেশ পোর্ট অথরিটির সঙ্গে একটি বৈঠক করা হয়েছে। সেখানে আটকে থাকা ভারতীয় ট্রাকগুলির পণ্য খালি করে পুনরায় দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। আটকে পড়া ভারতীয় ট্রাকগুলির চালক ও খালাসিরা রিতীমত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে ভারত থেকে ট্রাক যেতে না পারায় বাংলাদেশে কাঁচা সবজির দামও বিপুলভাবে বেড়ে গিয়েছে। তাই সবার আগে কাঁচা সবজিবাহী ট্রাকগুলো বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী ট্রাক যাতায়াতের পাশাপাশি প্রচুর মানুষও যাতায়াত করেন। ফলে এই স্থলবন্দর ঘিরে একটি বড়সড় অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটে। এখানে অনেকের দোকান আছে। কিন্তু বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় দোকানদাররাও।

রুদ্রনারায়ণ রায়

Lok Sabha Election: ভোটে বন্ধ পেট্রাপোল, অন‍্য ছবি সীমান্তে

ভারতে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। পঞ্চম দফায় ভোটগ্রহণ হল বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বনগাঁ লোকসভা কেন্দ্রেও। সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। তবে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার মাঝেই অন্যান্য দিনের চেনা ব্যস্ততার পেট্রাপোল স্থলবন্দরের ছবিটা যেন অনেকটাই অচেনা ছিল।

ভোট গ্রহণ চলায় এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থলবন্দরে নিরাপত্তার স্বার্থে যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আর এর জেরেই কিছুটা হলেও সমস্যায় পড়েছেন বাংলাদেশ থেকে প্রয়োজনে ভারতে আসা মানুষজন। বনগাঁ সীমান্ত এলাকায় বহু মানুষ রয়েছেন যারা দু’দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাস করেন। অতীতে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছে, বাংলাদেশ থেকে একশ্রেণির লোক ভারতে এসে ভোট দিয়ে ফের বাংলাদেশে ফিরে যায়। এবার সেই সমস্ত ভোটার এবং ভোটের সময় পেট্রাপোল এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসন।

Lok Sabha Election 2024: ভোটে বন্ধ পেট্রাপোল, ব্যবসায়ীদের ক্ষতি

উত্তর ২৪ পরগনা: ভারতে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। পঞ্চম দফায় ভোটগ্রহণ হল বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বনগাঁ লোকসভা কেন্দ্রেও। সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। তবে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার মাঝেই অন্যান্য দিনের চেনা ব্যস্ততার পেট্রাপোল স্থলবন্দরের ছবিটা যেন অনেকটাই অচেনা ছিল।

ভোট গ্রহণ চলায় এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থলবন্দরে নিরাপত্তার স্বার্থে যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আর এর জেরেই কিছুটা হলেও সমস্যায় পড়েছেন বাংলাদেশ থেকে প্রয়োজনে ভারতে আসা মানুষজন। বনগাঁ সীমান্ত এলাকায় বহু মানুষ রয়েছেন যারা দু’দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাস করেন। অতীতে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছে, বাংলাদেশ থেকে একশ্রেণির লোক ভারতে এসে ভোট দিয়ে ফের বাংলাদেশে ফিরে যায়। এবার সেই সমস্ত ভোটার এবং ভোটের সময় পেট্রাপোল এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসন।

আরও পড়ুন: দাদার স্কুটিতে করে নবদ্বীপ থেকে কলকাতায় ফিরছিলেন, দুর্ঘটনায় বাদ গেল বোনের পা

বিজ্ঞপ্তি জারি করে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ভোটের জন্য বন্ধ থাকবে পেট্রাপোল বন্দর। যার কারনে বন্দরের সমস্ত ব্যবসা-বাণিজ্য সহ আমদানি-রফতানিও বন্ধ রাখা হয়। সীমান্ত সুরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ভিসা থাকলেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অনুমতি মিলছে। তাছাড়া সাধারণ যাত্রীদের ক্ষেত্রে যাতায়াত বন্ধ রাখা হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পেট্রাপোল সীমান্তে। বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

এর ফলে নির্বাচন প্রক্রিয়ার নিরাপদে মিটলেও কিছুটা হলেও সমস্যায় পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীরা। পাশাপাশি, সীমান্তে পণ্য পরিবহণ ও শুল্ক দফতরের কাজে নিযুক্ত থাকা ব্যবসায়ীদের‌ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

রুদ্রনারায়ণ রায়