Nadia News: মাত্র ৩০ টাকাতেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি! ব্যাপারটা কী

নদিয়া: মাত্র ৩০ টাকায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বিপরীত ক্ষেত্রেও তাই! লোকসভা নির্বাচন উপলক্ষ্যে মধ্যরাত পর্যন্ত ভিড়, পাড়ার অলিগলিতে গজিয়ে ওঠা সাইবার ক্যাফে গুলিতে। মাউসের এক ক্লিকেই সোজা বাপের বাড়ি থেকে শশুর বাড়ি! তবে উল্টোটাও যে হয় না এমন কিন্তু নয়৷ তবে বর্তমান সময়ে সেই সংখ্যাটাও নেহাতই কম নয়।

এ তো গেল বৈবাহিক কারণে ঠিকানা পরিবর্তন, এর সঙ্গে রয়েছে চাকরি বা কর্মসূত্রে ঠিকানা পরিবর্তন বা নাম অথবা অন্য কিছু, পরিবর্তনের হিড়িক চলছে, আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে।

আরও পড়ুনSanjay Dutt: গোবিন্দার পর সঞ্জয় দত্ত? লোকসভা নির্বাচনে রাজনীতিতে ফিরবেন অভিনেতা? স্পষ্ট করলেন নিজেই

আর এই কাজ আগে অফলাইনে করা হত৷ রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ফর্ম পূরণ করা হত৷ কিন্তু এখন ডিজিটাল ইন্ডিয়া গঠনে সবকিছুই অনলাইন। পাড়ার অলিতে গলিতে গজিয়ে উঠেছে সাইবার ক্যাফে বা অনলাইন ডিজিটাল পরিষেবা। যদিও রাজ্য এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকেও বিনামূল্যে এই ডিজিটাল পরিষেবা চালু রয়েছে৷ তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। ফলে অনলাইন পরিষেবা বা সাইবার ক্যাফেই ভরসা সাধারণ মানুষের।

নদিয়ার শান্তিপুরে রাত দশটা নাগাদও বিভিন্ন এলাকায় ডিজিটাল পরিষেবা কেন্দ্র বা সাইবার ক্যাফে খোলা, ভিড় রয়েছে যথেষ্ট। দোকানদারা জানাচ্ছেন দিনের বেলায় সকলেই কাজে ব্যস্ত থাকেন, ভিড় হয় সন্ধ্যার পর। ঘরের মহিলারা তাদের নিজ নিজ এলাকায় গিয়ে জটিল এই সমস্যার সমাধান করছেন নিজেরাই। অর্থাৎ ঠিকানা পরিবর্তন বা ভোটার কার্ডে নানা সংশোধন তাঁর করিয়ে নিচ্ছেন নিজেরাই৷ তারা জানাচ্ছেন, মাত্র ৩০-৪০ টাকা ব্যয় করলে যেখানে কাজ মিটে যাচ্ছে, সেখানে নেতাদের প্রতীক্ষায় থাকার কোনও মানে হয় না।

Mainak Debnath