বক্কেশ্বর মন্দির

Birbhum News: বক্কেশ্বর উন্নয়ন পর্ষদ থাকলেও উন্নয়নে ঘাটতি, প্রশ্ন তুলছেন স্থানীয়রা

বীরভূম : উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হলেও, উন্নয়ন থেকে বঞ্চিত বক্কেশ্বর।নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা,শৌচালয়,পথবাতি ও পরিবহন ব্যবস্থা আর তাতেই পর্যটকহীন হচ্ছে বক্কেশ্বর।বীরভূমের বক্কেশ্বর, আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের মেলবন্ধনে গড়ে উঠেছে এই জায়গা।একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ তো বটেই।পাশাপাশি এই বক্কেশ্বর শৈব পীঠ এবং সাধন ক্ষেত্রও।এছাড়াও এখানে রয়েছে উষ্ণপ্রস্রবণ।

যেখানে দেশ ও ভিনদেশ থেকে গবেষকরা আসেন হিলিয়াম নিয়ে রিসার্চ করতে।এছাড়াও হিলিয়াম নিয়ে গবেষণার জন্য এখানে বিগত দিনে গড়ে তোলা হয়েছিল ল্যাবরেটরি।পরবর্তীতে সেই ল্যাবরেটরি বন্ধ হয়ে যায়।এখন সেটি দুষ্কৃতীদের আতুড়ঘরে পরিণত হয়েছে, দুষ্কৃতীদের তান্ডবে পড়ে রয়েছে শুধু তার কঙ্কাল সার চেহারা।শুধু রাতই নয় দিনের আলোতেও এখানে বসে নেশাগ্রস্থদের আসর।স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বক্কেশ্বর উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হলেও নাম মাত্র উন্নয়ন দেখা যায় না এই এলাকায়।

আরও পড়ুন : বীরভূমের পাহাড়েশ্বর পার্ক গেছেন কখনও? না ঘুরলে মিস করবেন!

নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা,প্রয়োজন মতপানীয় জলের ব্যবস্থাও নেই।এছাড়াও পরিবহন ব্যবস্থা খারাপ হওয়ার কারণে ও ৫১ পীঠের অন্যতম এই শক্তিপীঠে পর্যটকদের আনাগোনাও খুব কম। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, ” করোনা পরিস্থিতির কারণে আমাদের অসুবিধা একটু হয়েছে। কিন্তু উন্নয়ন পর্ষদের যিনি দায়িত্বে আছেন তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।তবে আশা রাখছি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন উন্নয়ন পর্ষদের চেহারা। এখানে পর্যাপ্ত শৌচালয় যেমন নেই, তেমনি এখানে নাটশালাও দরকার, এছাড়াও পর্যটকদের এসে ভোগ খাওয়ার জন্য রুমের দরকার।অন্যান্য পীঠগুলিকে যেমন সাজিয়ে তোলা হয়েছে তেমনই বক্রেশ্বর কেও আমরা সাজিয়ে তুলব।এবং বীরভূম জেলাকে আমরা পর্যটন জেলা হিসেবে গড়ে তুলব”।

আরও পড়ুন : ৩০০ টাকায় ঘুরে আসুন তারাপীঠ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন? রইল খুঁটিনাটি

বক্কেশ্বর এ রয়েছে একাধিক উষ্ণপ্রসবন। আর সেই কারণেই এই উষ্ণ প্রসবনে মূলত শীতকালে স্নান করতে দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় জমে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে মূলত গ্রীষ্মকালে এখানে পর্যটকের সংখ্যা থাকে অনেকটাই কম।

সৌভিক রায়