মাঠ থেকে তোলা হচ্ছে আলু

Birbhum News: বাজেটে কাটছাট! দামে হেরফের আলুর, বাজারে জোগান কম

বীরভূম : প্রয়োজন আছে, অথচ জোগান কম বাজারে।এর জেরেই আলুর দামে হেরফের দেখা দিয়েছে। ক’দিন আগে খুচরো বাজারে এক কিলো জ্যোতি আলুর দাম ছিল ১৫ টাকা।দিন চারেক আগে সেই দর ১৬ থেকে ১৮ টাকায় ঘোরাফেরা করতে শুরু করে। সোমবারের বাজারে দাম ফের কমে যায়।আলু ব্যবসায়ীরা জানান,বাজারে আলুর জোগানের উপর দামের তফাত হচ্ছে।চারদিন আগে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি পাইকারি দর ছিল ১৪০০ টাকা।খুচরো বাজারে তখন আলুর দাম বেড়ে গিয়েছিল।চলতি সপ্তাহের শুরুতে আলুর দাম পাইকারি দর কুইন্টাল পিছু ১০০ টাকা কমে যাওয়ায় দাম কমেছে খুচরো বাজারে।

ব্যবসায়ীরা জানান, আলু আমদানি কম হচ্ছে, ফলে ফের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।বীরভূম জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক দীনবন্ধু মণ্ডল বলেন, “এ বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু চাষিরা এক সঙ্গে আলু চাষ করতে পারেননি। সে কারণেই মাঠ থেকে ধাপে ধাপে আলু উঠছে। চাষিরা সমস্ত আলু এখনও মাঠ থেকে তুলতে পারেননি, আবার কিছু পরিমাণ আলু চাষিরা বাড়িতেই রেখে দিয়েছেন। সব মিলিয়ে বাজারে আলু কম আসছে, দামও ওঠানামা করছে।” এ বছর বৃষ্টি ও কুয়াশার ফলে আলু চাষে অনেকটাই ক্ষতি হয়েছে বলে দাবি আলু চাষিদের। তাঁদের কথায়, লাগাতার কুয়াশার ফলে আলুর ধসা রোগে ফলন কমেছে।

আরও পড়ুন : মাঠের আলু বাঁচাতে চাষিরা অস্থায়ী ত্রিপল টাঙিয়ে পরিস্থিতি সামাল দিতে মরিয়া

কার্তিক মাসের প্রথম দিকে যাঁরা আলু চাষ করেছিলেন, তাঁরা অনেকেই আলু তুলে ফেলেছেন। এর আগে কুয়াশার জন্য আলুর কম ফল মিলেছে। যাঁরা রোগ প্রতিরোধে- ব্যবস্থা নিতে পেরেছেন, তাঁরা কিছুট হলেও লাভবান হয়েছেন। কিন্তু বেশি ভাগ ক্ষেত্রেই আশানুরূপ ফলন হয়নি অগ্রহায়ণ মাসে চাষ করা আলু এখন তোলা চলছে।

রামপুরহাট থানার বসুইপাড়া গ্রামের নবকুমার মণ্ডল, নলহটি থানার পোষরা গ্রামের জীবন রাজবংশী জানান, লাগাতার কুয়াশায় ফলে আলুর ফলন কম হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কাঠা প্রতি এক কুইন্টাল করে আলুও পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান তাঁরা।

সৌভিক রায়