CSK vs DC: ক্রিকেটে ফিরে পন্থের প্রথম হাফ সেঞ্চুরি, চেন্নাইকে ১৯২ রানের টার্গেট দিল দিল্লি

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দুর্ঘটনার পর আইপিএলে ফিরে প্রথম অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। এছাড়া হাফ সেঞ্চুরি করেন দিল্লির অপর তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। রান পেয়ছেন পৃথ্বি শ-ও। ২০ ওভার শেষে সিএসকের সামনে ১৯২ রানের লক্ষ্যমাত্রা রেখেছে দিল্লি ক্যাপিটালস।

ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ওপেনার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন ওয়ার্নার। ওপেনিং জুটিতে ৯৩ রান যোগ করেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ রান কর আউট হন ওয়ার্নার।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: আইপিএলের মাঝেই ভারতের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা! কীভাবে কারা পাবে সুযোগ? জেনে নিন বিস্তারিত

ওপেনিং জুটি ভাঙতেই দ্বিতীয় উইকেট দ্রুত পায় সিএসকে। ১০৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ২৭ বল ৪৩ রান কর আউট হন পৃথ্বি শ। এরপর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও অপরদিকে অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋষভ পন্থ। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন। অপরদিকে, মিচেল মার্শ ১৮ ও ট্রিস্টান স্টাবস খাতা না খুলেই সাজঘরে ফেরত যান। পন্থ নিজের হাফ সেঞ্চুরি করেন। ৩২ বলে ৫১ করে আউট হন তিনি। শেষে অভিষেক পোড়েল ৯ ও অক্ষর প্যাটেল ৭ করে অপরাজিত থাকেন।