Tag Archives: David Warner

David Warner on IPL: ‘আইপিএলের জন্যই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া’, কেন এমন বললেন ওয়ার্নার?

এক দিনের বিশ্বকাপ জয়ের পিছনে আইপিএলকে কৃতিত্ব দিলেন ডেভিড ওয়ার্নার। অজি ক্রিকেটার মতে ২০২৩ সালে ভারতে হওয়া এক দিনের ক্রিকেট বিশ্বকাপের পিছনে ভূমিকা রয়েছে আইপিএলের।

গত বছর ভারতে হওয়া এক দিনের বিশ্বকাপের স্মৃতি চারণা করলেন ডেভিড ওয়ার্নার। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারে জন্য বিশ্বকাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ওয়ার্নার মাত্র ৭ রানে আউট হন ওয়ার্নার। ফাইনালের আগে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকলেও শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয় রোহিতদের। যদিও এখন ওয়ার্নার টেস্ট বা এক দিনের ক্রিকেট খেলেন না। কিন্তু আইপিএল যে তাদের বিশ্বকাপ জেতায় সাহায্য করেছে এই কথা জানালেন ওয়ার্নার।

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

ওয়ার্নারের মতে, “আইপিএল সত্যিই বিশ্বকাপ জেতায় সাহায্য করেছে। আমরা আইপিএল খেলছি বলে এই পিচগুলোতে খেলাপ সুযোগ পাচ্ছি।  আবহাওয়া, পরিস্থিতি, পিচ, সবই আমাদের জানা। আমরা জানি, লাল মাটি হলে পিচ কেমন হবে, কালো মাটি হলেই বা কেমন। বল প্রথম ইনিংসে ঘুরবে না দ্বিতীয় ইনিংসে ঘুরবে সেটাও আমরা জানি। এগুলোই আমাদের সাহায্য করেছে।”

আরও পড়ুন: ১৭৪ বলে ৩৬ রান করে নটআউট! বিরাটের স্ট্রাইক রেট নিয়ে তরজার মধ্যেই ভাইরাল গাভাসকরের ইনিংস, গোহারা হারে ভারত

শুধু তাই নয়, ওয়ার্নারের মতে আহমেদাবাদের মাঠের সঙ্গে মিল মেলবোর্নের মাঠের। আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে ওয়ার্নারের বক্তব্য, “আহমেদাবাদের মাঠ অস্ট্রেলিয়ার মাঠের মতো, বাউন্ডারি লম্বা। তাই আমরা মেলবোর্নের মতো পরিকল্পনা মেলবোর্নের মতো ছিল। বলের শট মেরেই দু’রান নেওয়া।”

CSK vs DC: ক্রিকেটে ফিরে পন্থের প্রথম হাফ সেঞ্চুরি, চেন্নাইকে ১৯২ রানের টার্গেট দিল দিল্লি

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দুর্ঘটনার পর আইপিএলে ফিরে প্রথম অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। এছাড়া হাফ সেঞ্চুরি করেন দিল্লির অপর তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। রান পেয়ছেন পৃথ্বি শ-ও। ২০ ওভার শেষে সিএসকের সামনে ১৯২ রানের লক্ষ্যমাত্রা রেখেছে দিল্লি ক্যাপিটালস।

ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ওপেনার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন ওয়ার্নার। ওপেনিং জুটিতে ৯৩ রান যোগ করেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ রান কর আউট হন ওয়ার্নার।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: আইপিএলের মাঝেই ভারতের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা! কীভাবে কারা পাবে সুযোগ? জেনে নিন বিস্তারিত

ওপেনিং জুটি ভাঙতেই দ্বিতীয় উইকেট দ্রুত পায় সিএসকে। ১০৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ২৭ বল ৪৩ রান কর আউট হন পৃথ্বি শ। এরপর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও অপরদিকে অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋষভ পন্থ। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন। অপরদিকে, মিচেল মার্শ ১৮ ও ট্রিস্টান স্টাবস খাতা না খুলেই সাজঘরে ফেরত যান। পন্থ নিজের হাফ সেঞ্চুরি করেন। ৩২ বলে ৫১ করে আউট হন তিনি। শেষে অভিষেক পোড়েল ৯ ও অক্ষর প্যাটেল ৭ করে অপরাজিত থাকেন।

IPL 2023: পন্থের বদলে কে হল দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক, নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি

দিল্লি: আইপিএল ২০২৩ শুরু হতে বাকি হাতে গোনা কয়েরটা দিন। কিন্তু নতুন মরসুম শুরুর আগে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটার তথা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। কবে মাঠে ফিরতে পারবেন তিনি তা এখনও নিশ্চিৎ নয়। পন্থের বদলে অধিনায়ক হিসেবে যে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এগিয়ে ছিলেন তা আগেই জানা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ওয়ার্নারকে দিল্লির ক্যাপিটালসের নতুন অধিনায়ক ঘোষণা করা হল।

কলকাতায় ২ দিনের প্রস্তুতি শিবির করছে দিল্লি ক্যাপিটালস। দায়িত্বে রয়েছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। একাধিক নতুন ক্রিকেটারকে শিবিরে পরখ করে নিচ্ছেন সৌরভ। প্রাথমিকভাব মনে করা হয়েছিল প্রস্তুতি শিবির শেষে ডেভিড ওয়ার্নারের নাম ঘোষণা করা হবে। তার আগেই দিল্লি ক্যাপিটালসের তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হল নতুন অধিনায়কের নাম। সহ অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অক্ষর প্যাটেলের।

চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল অজি ওপেনারের চোট গুরুতর। তবে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে যে দল ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নারকে। যার থেকে প্রমাণিত হয়ে যায় ওয়ার্নারের চোট গুরুতর নয়। ফলে আইপিএলে সম্পূর্ণ ফিট ওয়ার্নারকেই পাওয়া যাবে। তাই দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন উঠল ওয়ার্নারের হাতেই।

আরও পড়ুনঃ FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপ কি দখলে রাখতে পারবে আর্জেন্টিনা, মেসির দেশকে জিততে হবে একটি বেশি ম্যাচ

প্রসঙ্গত,একাধিক আইপিএল অধিনায়কত্ব করার অভিজ্ঞতার পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ টিমকে একবার চ্যাম্পিয়নও করেছিলেন ডেভিড ওয়ার্নার। অভিজ্ঞ কারও হাতেই নেতৃত্ব দিতে চাইছিল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের ইতিহাসে অন্যতম ব্যাটারও তিনি। আইপিএল কেরিয়ারে ১৬২ ম্যাচ খেলে ৫৮৮১ রান করেছেন ওয়ার্নার। ৪২ গড়ে ৪টি শতরান ও ৫৫টি অর্ধশতরানও রয়েছে ওয়ার্নারের। সর্বোচ্চ স্কোর ১২৬।

শততম টেস্টে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার, মেলবোর্নে চালকের আসনে অজিরা

#মেলবোর্ন: মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা অপেনার ডেভিড ওয়ার্নার। শুধু ব্যাট হাতে নিজের রানের খরার অবসান ঘটালেন তাই না, শতরান ও দ্বিশতরানও করলেন তিনি। ওয়ার্নারের ডবল টনের উপর ভর করেই সিরিজের দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ব্যাগি গ্রিনরা।

প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল অজিরা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৮৯ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। ৩ বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন। ডবল সেঞ্চুির পূরণ করার পর জাম্প দিতে গিয়ে পায়ে চোট লাগে তার। রিটায়ার্ড হার্ট হয়েমাঠ ছাড়তে হয়।

দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ৩৮৬। ওয়ার্নার ছাড়া ৮৫ করেন স্টিভ স্মিথ ও ৪৮ রান করেন ট্রেভিস হেড। এদিন ওয়ার্নারের ২০০ রানের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা মারেন। শততম টেস্টে দ্বিশতরান করে একাধিক রেকর্ড গড়লেনওয়ার্নার। এক ঝলকে দেখে নিন কোন কোন রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার।

১. ক্রিকেট ইতিহাসে জো রুটের পর ডেভিড ওয়ার্নাপ প্রথম ব্যাটার যিনি শততম টেস্টে দ্বিশতরান করলেন।

২. রিকি পন্টিংয়ের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ার্নার তাঁর ১০০তম টেস্টে শতরান করলেন

৩. গর্ডন গ্রিনিজের পর ১০০তম ওডিআই এবং ১০০তম টেস্ট উভয় ক্ষেত্রেই সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার।

৪. অষ্টম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে আট হাজার রান সম্পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।

৫. বিশ্ব ক্রিকেটে দশম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতরান করলেন ডেভিড ওয়ার্নার।

David Warner Instagram reel : ইনস্টাগ্রামে এবার মেয়ে সেজে রিল করতে চান ডেভিড ওয়ার্নার! বাছা হয়ে গিয়েছে পার্টনার

#মুম্বই: ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের রিল করার জন্য বিখ্যাত অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স ছেড়ে দিল্লি ক্যাপিটালস দলে এসেও যিনি নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে তার অনবদ্য পারফরম্যান্স চোখে লেগে আছে ক্রিকেটপ্রেমীদের। বাইশ গজে যিনি ব্যাট হাতে বোলারদের আতঙ্ক হয়ে ওঠেন, সেই ডেভিড ওয়ার্নার আবার টিকটকে নাচ-গান করে ভক্তদের আনন্দও দিয়ে থাকেন।

আরও পড়ুন – Pat Cummins ruled out of IPL 2022 : আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স, বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স

মাঝে মধ্যেই ছোট ছোট মজার ভিডিও পোস্ট করেন। কখনও তার স্ত্রী- সন্তানদেরও সেইসব ভিডিওতে দেখা যায়। চলতি আইপিএলের ব্যস্ততার মধ্যেও তিনি নানারকম ভিডিও পোস্ট করে যাচ্ছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করছেন ওয়ার্নার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর সঞ্চালিকা তাকে প্রশ্ন করেন এরপর কোন গানের রিল তৈরি করবেন?

উত্তরে ওয়ার্নার জানান, তামিল সিনেমা বিস্টের জনপ্রিয় গান ‘জলি ও জিমখানা’ গানের রিল তৈরি করতে চান। এই রিলের জন্য তার একজন মেয়ে প্রয়োজন। তেমন কাউকে যদি না পাওয়া যায়, তাহলে ওয়ার্নার নিজেই মেয়ে সেজে ভিডিওতে কাজ করবেন বলেও জানিয়েছেন!

আইপিএল ফ্র্যাঞ্চাইজির দুই সতীর্থ কমলেশ নাগরকোটি এবং খলিল আহমেদকে নিয়ে রিল তৈরির কথা ভেবেছেন ওয়ার্নার। তিনি বলেন, ওরা দুজন আমাকে বলেছে জলি ও জিমখানা গানের রিল তৈরি করতে। আমার একজন মেয়ের দরকার। ওদের দুজনের একজনকে মেয়ে সাজতে হবে। অবশ্য মেয়ে সাজতে আমারও কোনো সমস্যা নেই। আশা করি নাগরকোটি এবং খলিলও সেটাই চাইবে।

সমস্যা একটাই, খলিলের হ্যাস্ট্রিংয়ের চোট। সে এখনও সম্পূর্ণ চোট মুক্ত নয়। ডেভিড ওয়ার্নার যখনই রিল করেন, লাইকের সংখ্যা ছাড়িয়ে যায় মিলিয়ন। আপাতত তার ভক্তরা এই রিল দেখার অপেক্ষায় আছেন সেটা বলে দেওয়া যায়।

IPL 2022: শুরুতে পৃথ্বী-ওয়ার্নার, শেষবেলায় শার্দুল, কেকেআরের বিরুদ্ধে দিল্লির ধামাকা

#মুম্বই: শেষ ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছিলেন তাঁর দলের ব্যাটসম্যানরা বিশেষ ভাল খেলছেন না৷ সেই কথাটাই একেবারে মনে মেনে কেকেআর বনাম দিল্লি ম্যাচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন দুই ওপেনার অর্থাৎ পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার দুজনেই অর্ধশতরান করেন৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ প্রথমে ব্যাট করে দিল্লি  ২০ ওভারে ৫  উইকেটে ২১৫ রান করে দিল্লি ক্যাপিটাল্স৷  শার্দুল ঠাকুর ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে এই মরশুমের সর্বোচ্চ রান করে ফেলেলেন৷

এদিন মাত্র ২৯ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী শ৷ ঝোড়ো ইনিংসে কেকেআরের দারুণ বোলিং লাইনআপকে তিনি এদিন একেবারে দিশেহারা করে দেন৷ তাঁর ইনিংস এদিন সাজানো ছিল ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

আরও পড়ুন – চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে

পাশাপাশি অন্য এন্ডে খানিকটা সংযত অথচ ব্যাট চালিয়ে খেলে দিল্লিকে জবরদস্ত শুরু দেন ডেভিড ওয়ার্নার৷ পৃথ্বী এবং ওয়ার্নার জুটিতে ওঠে ৯৩ রান৷ পৃ্থ্বী আউট হওয়ার পরে অধিনায়ক ঋষভ পন্থ নামলেও তেমন বড় কিছু করে উঠতে পারেননি দিল্লি অধিনায়ক৷ ঋষভ পন্থ এদিন ১৪ বলে ২৭ রান করে ফিরে যান৷ তাঁর ইনিংসে ২ টি চার ও ২ টি ছয় মারেন৷ কিন্তু এই রানকে বড় স্কোরে কনভার্ট করতে পারেননি তিন৷

এরপরে অবশ্য ডেভিড ওয়ার্নার ছাড়া বাকি ক্রিকেটাররা শুরুর মোমেন্টামকে টানতে পারেননি৷ ললিত যাদব ও রম্ভান পাওয়েল কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি৷

ডেভিড ওয়ার্নার এদিন ৪৫ বলে ৬১ করে উমেশ যাদবের শিকার৷ ৬ টি চার ও ২ টি ছয় মারেন তিনি৷ এদিন শুরুতে উমেশ যাদব বড় কিছু করতে না পারলেও সেট ব্যাটসম্যান ওয়ার্নারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন৷

এদিন কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী প্রথম ব্রেক থ্রু দেন৷ আগুন ঝরানো পৃ্থ্বীকে আউট করে দেন তিনি৷ আন্দ্রে রাসেল নেন অধিনায়ক ঋষভ পন্থের উইকেট৷

 

Delhi Capitals, David Warner : ডেভিড ওয়ার্নারকে আসতে দিন! বাকিদের ঘুম উড়ে যাবে, বলছেন ঋষভ পন্থ

#মুম্বই: দিল্লি ডেয়ারডেভিলসের হয়েই আইপিএলে পথ চলা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের। ৮ বছর পর ফের তার পুরোনো দলে ফিরেছেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। গত ৮ বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন ওয়ার্নার। দলের অধিনায়কত্বও করেছেন। কিন্তু গত মরসুমে তার পারফরম্যান্স আশানুরুপ না হওয়ায় প্রথমে তাকে অধিনায়কের পদ থেকে পরে প্রথম একাদশ থেকেই তাকে সরিয়ে দেয় হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন – KKR, Tim Southee: সাউদির সঙ্গে জুটি বেঁধে চাপে ফেলতে চাই বিপক্ষকে, হুঙ্কার নাইট উমেশের

প্রত্যাশিতভাবেই গত মরসুমের পর হায়দ্রাবাদ তাকে ছেড়ে দেয়, নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ওয়ার্নারকে কেনে দিল্লি ডেয়ারডেভিলস। ওয়ার্নারকে তার দলে পেয়ে উচ্ছসিত ডেয়ারডেভিলসের অধিনায়ক ঋষভ পন্থ। ওয়ার্নার নিলামের সবচেয়ে বড় সংগ্রহ বলে জানালেন পন্থ। তিনি জানান, দলে নতুন সদস্যের অন্তর্ভুক্তি সবসময় দারুন ব্যাপার। একই সঙ্গে আমরা গত তিন চার মরসুম ধরে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। তাই আমরা সফল হয়েছি। ডেভিড ওয়ার্নার নি:সন্দেহে নিলামে আমাদের অন্যতম বড় সংগ্রহ।

আশানুরূপ অঙ্কের অর্থেই আমরা তাকে পেয়েছি। আমরা তাকে দলে পেয়ে খুব খুশি। আইপিলের গত মরসুমে তেমন আশানুরুপ পারফরম্যান্স না করতে পারলেও, আইপিএলের পর সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে ওঠেন ওয়ার্নার। তিনটি অর্ধশতরান সহ ৭ ম্যাচে ২৮৯ রান করেন ওয়ার্নার। বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হন তিনি।

গত বিশ্বকাপের ফাইনালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বলে ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ওয়ার্নার অস্ট্রেলিয়াকে প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ এনে দেন। আইপিলে ওয়ার্নার এখনো পর্যন্ত ১৫০ টি ম্যাচ খেলেছেন, ১৪০ স্ট্রাইক রেটে করেছেন ৫ হাজার ৪৪৯ রান। ব্যাটিং গড় ৪১.৬। ২০০৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন ওয়ার্নার।

ওয়ার্নার ছাড়াও রবম্যান পাওয়েল, টিম সাইফার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিডি, মুস্তাফিজুর রহমানের মত বিদেশি। কাছে এসেও দুবার ট্রফি হাতছানি দিয়েছে তাদের। তাই এবার প্রথমবারের জন্য ট্রফি পেতে কোমড়বেঁধে নামছে দিল্লি ডেয়ারডেভিলস।

Gavaskar on David Warner : ডেভিড ওয়ার্নারকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে আইপিএলে, বলছেন সুনীল গাভাসকার

#দুবাই: অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক ফিঞ্চ বলেছিলেন ডেভিড ওয়ার্নারকে খোঁচানো মানে ভাল্লুককে খোঁচানো। পাল্টা নখ, দাঁত বের করে আক্রমণ করবেই প্রতিপক্ষকে। ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে সেটা করেছেন। নিন্দুকদের এবং সমালোচকদের ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা পারফর্মেন্স এবং টুর্নামেন্টের সেরা হয়ে বুঝিয়ে দিয়েছেন তাকে মুছে ফেলা ঠিক হয়নি। প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকার মনে করেন এবারের আইপিএল নিলামে ডেভিড ওয়ার্নারকে নিয়ে ঝড় উঠতে চলেছে।

আরও পড়ুন – Ruturaj on New Zealand : ধোনির পরামর্শ মেনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কামাল করতে চান ঋতুরাজ

দুটো নতুন দল আসছে। পাশাপাশি পুরনো ফ্র্যাঞ্চাইজিরাও আছে। ওয়ার্নার বিশ্বকাপে যা করে দেখিয়েছেন, তারপর তার দাম আকাশছোঁয়া হতে পারে। হাত কামড়াবে সানরাইজার্স হায়দারাবাদ। অস্ট্রেলিয়ান তারকা’র সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তাতে সানরাইজার্স এবং ডেভিড ওয়ার্নারের নতুন ফ্রাঞ্চাইজির দেখা হলে, কমলা ব্রিগেডের কপালে দুঃখ আছে বলছেন সানি। গাভাসকার মনে করেন চ্যাম্পিয়ন ক্রিকেটাররা কখনই অপমান ভোলে না। সুযোগের অপেক্ষায় থাকে।

তিনি অবাক হবেন না যদি ওয়ার্নারকে সবচেয়ে বেশি দামে বিক্রি করা হয়। অস্ট্রেলিয়া এই সুযোগটা ভরপুর কাজে লাগিয়েছে। সানি মনে করেন অজি টিম ম্যানেজমেন্ট ওয়ার্নারকে মোটিভেট করেছেন আইপিএলে তার সঙ্গে ঘটে যাওয়া খারাপ ঘটনা তুলে ধরে। মোটিভেটেড হয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন এই বাঁহাতি। সুনীল গাভাসকার বলছেন অবস্থা এতটাই খারাপ হয়েছিল ওয়ার্নারকে না নিয়ে টিম বাস মাঠে চলে গিয়েছিল। দলের পতাকা হাতে গ্যালারি থেকে তাও সমর্থন দিতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ান তারকাকে।

এবার কড়ায়-গণ্ডায় হিসাব বুঝিয়ে দেবেন ওয়ার্নার। গাভাসকার মনে করেন ফ্র্যাঞ্চাইজি ওয়ার্নারকে এই ব্যবহার করার আগে ভাবা উচিত ছিল। সাধারণ মানের ক্রিকেটার আর ডেভিড ওয়ার্নার এক জিনিস নন, সেটা বোধহয় ভুলে গিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। শুধু সময়ের অপেক্ষা। ডেভিড ওয়ার্নারের ভাগ্যের চাকা ঘুরেছে। আইপিএলে তিনি যে দলেই নাম লেখান, সানরাইজার্সের কাঁপুনি এখন থেকেই শুরু হয়ে যাওয়ার কথা।

IPL 2021: MI vs SRH শনিবাসরীয় সুপারহিট ম্যাচের টস আপডেট, জানুন ক্লিকে

#চেন্নাই: হায়দরাবাদ খুঁজছে প্রথম জয় অন্যদিকে মুম্বইয়ের চ্যালেঞ্জ জয়ের ধারা ধরে রাখা৷ এই অবস্থায় চেন্নাইতে আয়োজিত নবম ম্যাচে টসে জিতলেন রোহিত শর্মা৷ টসে জিতে ব্যাট করবে মুম্বই ইন্ডিয়ান্স৷

সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এ মরশুমে শুরুটাই করেছে ল্যাজে গোবরে অবস্থায়৷ দু‘টি ম্যাচের (IPL 2021) ২ টিতেই হেরেছে ডেভিড ওয়ার্নার বাহিনী৷ এই অবস্থায় শনিবার তাদের সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ ডেভিড ওয়ার্নারের ( David Warner) ছেলেরা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR) বিরুদ্ধের ম্যাচ দুটি৷

ওয়ার্নার, মণীশ পান্ডে, জনি বেয়রিস্তো প্রত্যেকেই ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন কিন্তু তারপরেও দল জয়ের মুখ দেখেনি৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স  (MI) এ মরশুমে আরসিবি-র কাছে হারলেও কলকাতা নাইট রাইডার্সকে জেতা ম্যাচ হারিয়ে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে৷

ব্যাটসম্যানদের পাশাপাশি SRH -ক্যাম্পের ধামাকা বোলার রশিদ খান দু‘টি ম্যাচেই ২ টি করে উইকেট পেয়েছেন৷ প্রথম ম্যাচে ২৪ রান দিয়ে ২ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি৷

ওয়েস্টইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট পান কিন্তু তিনি ব্যাট হাত কার্যকর হতে পারেননি৷ ফলে একসময় যে দল ২ উইকেট খুইয়ে ১১৬ রান করেছিল তারা ১৫০ তাড়া করে উঠতে পারেনি৷

ভুবনেশ্বর কুমার সানরাইজার্সের স্ট্রাইক বোলার তিনি দুটি ম্যাচে একটি করেই  উইকেট পেয়েছন৷ ২০১৬ -র চ্যাম্পিয়নরা এম এ  চিদাম্বরম স্টেডিয়ামে এদিন নিজেদের পারফরম্যান্সে আরও বেশি ধারাবাহিকতা দাবি করছে৷

এদিকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কেকেআরের নিশ্চিত জয়ের কেক মুখ থেকে কার্যত ছিনিয়ে নিয়েছে৷ ডেথ ওভারে তারা যেভাবে ম্যাচে ফিরে এসেছিল তা কুর্নিশযোগ্য৷ এই ম্যাচে তারা ১৫২ রানই করতে পেরেছিল৷ আর ওপেনিং পার্টনারশিপেই নীতিশ রাণা ও শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ ছিল ৭২ রানের৷ প্রথম উইকেট তারা যখন খোয়ায় তখন তাদের ৯ ওভার খেলা হয়ে গিয়েছিল৷ কিন্তু এরপর যেন উইকেট খোয়ানোর ধুম পড়ে যায়৷ আর ১২২ রানে ৩ উইকেট থেকে কেকেআর ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৪০ করে উঠতে পেরেছিল৷ ফলে যা হওয়ার তাই হয় ১০ রানে ম্যাচ হারে তারা৷

এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা (Rohit Sharma) এবং সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)  যথাক্রমে ৪৩ ও ৫৬ রান করেন৷ মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে নিজের মিডল অর্ডারের থেকে আরও ভালো পারফরম্যান্স  আশা করছে৷ এই ম্যাচে রাহুল চাহার ২৭ রান দিয়ে ৪ উইকেট পেয়েছিল আর ট্রেন্ট বোল্ট ২ উইকেট নেন৷ এছাড়া কেকেআরকে জয়ের লাইন থেকে সরিয়ে দিয়েছিল জসপ্রীত বুমরাহের ডেথ ওভারের দুরন্ত বোলিং৷

IPL 2021: তৈরি আছে ওয়ার্নারের অরেঞ্জ আর্মি! কারা রয়েছেন এবারের দলে?

#হায়দরাবাদ: আগামী ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে চোদ্দদশ আইপিএল অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)৷ চেন্নাইয়ে ডেভিড ওয়ার্নারদের (David Warner) প্রথম ম্যাচ৷ এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক টিম হায়দরাবাদ৷ ২০১৬-র চ্যাম্পিয়নরা গত সাত মরসুমে তিনবার প্লে-অফ খেলেছে৷ বোঝাই যাচ্ছে বায়োডেটা জমকালো৷ গতবার দুবাইয়ে তিনে শেষ করা ওয়ার্নার অ্যান্ড কোং কি ফের একবার ট্রফি ঘরে তুলতে পারবে?

দেখে নেওয়া যাক হায়দরবাদের পুরো দল (Sunrisers Hyderabad’s Full Squad For IPL 2021):

ডেভিড ওয়ার্নার, ক্যাপ্টেন (David Warner), কেন উইলিয়ামসন (Kane Williamson), মণীশ পাণ্ডে (Manish Pandey), জনি বেয়ারস্টো, (Jonny Bairstow), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami), রশিদ খান (Rashid Khan), বিজয় শঙ্কর (Vijay Shankar), মহম্মদ নবি (Mohammad Nabi), অভিষেক শর্মা (Abhishek Sharma), ভুবনেশ্বর কুমার (Bhubaneswar Kumar), সিদ্ধার্থ কাউল (Siddharth Kaul), খালিল আহমেদ (Khaleel Ahmed), টি নটরাজন (T. Natarajan), বাসিল থাম্পি (Basil Thampi), সন্দীপ শর্মা (Sandeep Sharma), শাহবাজ নাদিম (Shahbaz Nadeem), আব্দুল সামাদ (Abdul Samad), মুজিবুর রহমান (Mujeeb Ur Rahman), বিরাট সিং ( Virat Singh), প্রিয়ম গর্গ (Priyam Garg), মিচেল মার্শ (Mitchell Marsh), জেসন হোল্ডার (Jason Holder), কেদার যাদব (Kedar Jadhav) ও জগদীশা সুচিথ (Jagadeesha Suchith)

যে টিম হায়দরাবাদ বানিয়েছে, তাতে করে নিঃসন্দেহে বলা যায় যে দলে ভারসাম্য আছে৷ ব্যাটিং-বোলিং ইউনিটে দেশ-বিদেশের দুর্দান্ত সব প্লেয়ার৷ পাশাপাশি রিজার্ভ বেঞ্চও বেশ মজবুত৷