Tag Archives: CSK vs DC

MS Dhoni: ধোনির পায়ে চোট! খেলবেন না বাকি আইপিএল? ভাইরাল ছবি ঘিরে তোলপার

দিল্লির বিরুদ্ধে দলক জেতাতে না পারলেও ১৬ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলে সকলের মন জয় করে নিয়েছেন সিএসকের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি।
দিল্লির বিরুদ্ধে দলক জেতাতে না পারলেও ১৬ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলে সকলের মন জয় করে নিয়েছেন সিএসকের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি।
কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর এমএস ধোনির দুটো ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে উদ্বেগ বাড়ল চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি ফ্যানেদের।
কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর এমএস ধোনির দুটো ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে উদ্বেগ বাড়ল চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি ফ্যানেদের।
ছবিতে দেখা গিয়েছে ধোনির পায়ের কাফ মাসেলে আইসপ্যাক বাঁধা রয়েছে। হাঁটতেও একটু সমস্যা হচ্ছিল ধোনির। জল্পনা শুরু হয়ে যায় তাহলে কী চোট রয়েছে ধোনির? আগামী ম্যাচে কি খেলতে পারবেন মাহি?
ছবিতে দেখা গিয়েছে ধোনির পায়ের কাফ মাসেলে আইসপ্যাক বাঁধা রয়েছে। হাঁটতেও একটু সমস্যা হচ্ছিল ধোনির। জল্পনা শুরু হয়ে যায় তাহলে কী চোট রয়েছে ধোনির? আগামী ম্যাচে কি খেলতে পারবেন মাহি?
ম্যাচ শেষে চেন্নাই ও দিল্লির কয়েক জন ক্রিকেটারের সঙ্গে এমএস ধোনিকে কথা বলতে দেখা যায়। মাঠকর্মীদের সঙ্গে ছবিও তোলেন ধোনি। সেই সময়ই দেখা যায় ধোনির পায়ে আইসপ্যাক রয়েছে। (Photo - CSK X)
ম্যাচ শেষে চেন্নাই ও দিল্লির কয়েক জন ক্রিকেটারের সঙ্গে এমএস ধোনিকে কথা বলতে দেখা যায়। মাঠকর্মীদের সঙ্গে ছবিও তোলেন ধোনি। সেই সময়ই দেখা যায় ধোনির পায়ে আইসপ্যাক রয়েছে। (Photo – CSK X)
গতবার আইপিএলে হাঁটুতে ব্যথা নিয়ে খেলেছিলেন ধোনি। চ্যাম্পিয়ন হওয়ার পর করেছিলন অস্ত্রোপচারও। এবারও ধোনির প্যাকেস আইসপ্যাক দেখায় আশঙ্কায় ফ্যানেরা।
গতবার আইপিএলে হাঁটুতে ব্যথা নিয়ে খেলেছিলেন ধোনি। চ্যাম্পিয়ন হওয়ার পর করেছিলন অস্ত্রোপচারও। এবারও ধোনির প্যাকেস আইসপ্যাক দেখায় আশঙ্কায় ফ্যানেরা।
যদিও সিএসকের তরফ থেকে কোনও খারাপ খবর দেওয়া হয়নি এখনও। সূত্রের খবর, ধোনির প্রতিযোগিতায় খেলা নিয়ে কোনও সমস্যা নয়।
যদিও সিএসকের তরফ থেকে কোনও খারাপ খবর দেওয়া হয়নি এখনও। সূত্রের খবর, ধোনির প্রতিযোগিতায় খেলা নিয়ে কোনও সমস্যা নয়।যদিও সিএসকের তরফ থেকে কোনও খারাপ খবর দেওয়া হয়নি এখনও। সূত্রের খবর, ধোনির প্রতিযোগিতায় খেলা নিয়ে কোনও সমস্যা নয়।

MS Dhoni: ৪২ বছরেও ধোনি গড়লেন এমন রেকর্ড, যা বিশ্বে কোনও ক্রিকেটারের নেই

বয়স ৪২ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৪ বছর। ক্রিকেট কেরিয়ারের একেবারে বিদায় লগ্নে চলে এসেছেন। তারপরও এমএস ধোনির জনপ্রিয়তায় এত টুকু ভাঁটা পড়েনি।
বয়স ৪২ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৪ বছর। ক্রিকেট কেরিয়ারের একেবারে বিদায় লগ্নে চলে এসেছেন। তারপরও এমএস ধোনির জনপ্রিয়তায় এত টুকু ভাঁটা পড়েনি।
তেমনই ভাঁটা পড়নি মাহির রেকর্ড গড়াতেও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নেমে এমন একটি রেকর্ড গড়লেন এমএস ধোনি, যা টি-২০ ক্রিকেটে বিশ্ব আর কোনও ক্রিকেটারর নেই।
তেমনই ভাঁটা পড়নি মাহির রেকর্ড গড়াতেও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নেমে এমন একটি রেকর্ড গড়লেন এমএস ধোনি, যা টি-২০ ক্রিকেটে বিশ্ব আর কোনও ক্রিকেটারর নেই।
বিশ্বে প্রথম ক্রিকেটারের টি-২০ উইকেটকিপার হিসেবে  ৩০০তম শিকার করলেন এমএস ধোনি। উইকটের পিছনে ধোনির ৩০০ শিকারের মধ্যে রয়েছে ২১৩টি ক্যাচ এবং ৮৭টি স্টাম্প।
বিশ্বে প্রথম ক্রিকেটারের টি-২০ উইকেটকিপার হিসেবে ৩০০তম শিকার করলেন এমএস ধোনি। উইকটের পিছনে ধোনির ৩০০ শিকারের মধ্যে রয়েছে ২১৩টি ক্যাচ এবং ৮৭টি স্টাম্প।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার বলে পৃথ্বী শয়ের ক্যাচ ধরার পরেই ৩০০ শিকার পূর্ণ হয় ধোনির। এই তালিকায় ধোনি আগে থেকেই শীর্ষে ছিলেন। দ্বিতীয় স্থানে কামরান আকমলর শিকার ২৭৪।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার বলে পৃথ্বী শয়ের ক্যাচ ধরার পরেই ৩০০ শিকার পূর্ণ হয় ধোনির। এই তালিকায় ধোনি আগে থেকেই শীর্ষে ছিলেন। দ্বিতীয় স্থানে কামরান আকমলর শিকার ২৭৪।
প্রসঙ্গত, দিল্লি বিরুদ্ধে দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতেও চমক দেখিয়েছেন এমএস ধোনি। ১৬ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলেছেন মাহি। ৩টি ছয় ৪টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস।
প্রসঙ্গত, দিল্লি বিরুদ্ধে দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতেও চমক দেখিয়েছেন এমএস ধোনি। ১৬ বলে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলেছেন মাহি। ৩টি ছয় ৪টি চার দিয়ে সাজানো তাঁর ইনিংস।

MS Dhoni: ‘বুড়ো’ ধোনির ব্যাটে এখনও ওঠে রানের ঝড়, এমন ইনিংস মন ভাল করে দিল ফ্যানেদের, দেখুন ভিডিও

নিজের উইকেট কিপিংয়ে পুরনো ঝলকটা আগেই দেখিয়েছিলেন। ঝাপিয়ে পড়ে ক্য়াচের স্মৃতি এখনও টাটকা। তারমধ্যেই এবার ব্যাট হাতে ২২ গজে আরও একবার সকলের মন জিতে নিলেন বছর ৪২-এর এমএস ধোনি। প্রথম দুটি ম্যাচে ধোনির ব্যাট দেখার সৌভাগ্য হয়নি ফ্যানেদের। দিল্লির বিরুদ্ধে অবশেষে আইপিএল ২০২৪-এ প্রথমবার মাঠে নামেন ধোনি। দলকে ম্যাচ জেতাতে না পারলেও নিজের ব্যাটিং সকলের মন জিতে নিলেন মাহি।

দিল্লি দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে যখন একেবারের কোণঠাসা, আর জেতার কোনও আশা নেই, তখন মাঠে নামেন ধোনি। সেই সময় দলের স্কোর ১২০ রানে ৬ উইকেট। রান বাকি ২৩ বলে ৭২। অসম্ভব হলেও ফ্যানেদের ওই যে বিশ্বাস ‘ধোনি হ্যায় তো মুমকিন হ্যায়’। ম্যাচটা হয়তো আর কিছুটা আগে নামলে ধোনি বার করে নিতে পারতেন। কিন্তু যে ইনিংসটা বিশাখাপত্তনমে খেললেন মাহি তা ‘দিল খুশ’ করে দিয়েছে সকলের।

শেষের দিকে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেলেও দেখা গেল সেই ভিন্টেজ ধোনির ব্যাটিং। ১৬ বলে ২৩১-এরও বেশি স্ট্রাইক রেটে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলেন ধোনি। সেই পুল, সেই রকেট গতির কভার ড্রাইভ, সেই কভারের উপর দিয়ে বিশাল ছক্কা,  সেই লং অনের উপর দিয়ে ছয়, ধোনির ট্রেডমার্ক একাধিক শট উপহার পেলেন ফ্যানেরা। মাঠে দর্শকদের আওয়াজ শুনে বোঝার উপায় ছিল না এটা দিল্লি হোম ম্যাচ। ৪টি চার ও ৩টি ছয় মারেন ধোনি।

আরও পড়ুনঃ Knowledge Story: আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত গতির বল কে করেছে? জেনে নিন প্রথম পাঁচে কারা

প্রসঙ্গত, ম্যাচে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। হাফ সেঞ্চুরি করেন ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ করে চেন্নাই। ২০ রানে ম্যাচ জেতে দিল্লি।

IPL 2024 CSK vs DC: চেন্নাইকে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল দিল্লি, মন জিতল ধোনি ধামাকা

প্রথম ২টি ম্যাচ হারের পর অবশেষে আইপিএল ২০২৪-এ প্রথম জয়ের স্বাদ পেল দিল্লি ক্যাপিটালস। লিগ টপার চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারিয়ে খাতা খুলল ঋষভ পন্থের দল। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের। ম্যাচ দিল্লি জিতলেও মন কিন্তু জিতে নিয়েছেন এমএস ধোনি। মরশুমে প্রথমবার ব্যাট করতে নেমে দলকে জেতাতে না পারলেও ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলে ফ্যানেদের ‘দিল খুশ’ করে দেন মাহি।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ । IPL 2024 Points Table

ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং জুটিত দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন ওয়ার্নার। ওপনিং জুটিতে ৯৩ রান যোগ করেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ রান কর আউট হন ওয়ার্নার। ২৭ বল ৪৩ রান কর আউট হন পৃথ্বি শ। এরপর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও অপরদিকে অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋষভ পন্থ। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন। ৩২ বলে ৫১ করে আউট হন তিনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

রান তাড়া করতে নেমে শুরুটাই ভাল হয়নি সিএসকের। ৭ রানের মধ্যে দলের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে যান। এরপর দলকে টানেন অজিঙ্কে রাহানে ও ড্যারিল মিচেল। ৬৮ রান জুটিতে যোগ করে দলতে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। মিচেল আউট হন ৩৪ রান করে। অন্যদিকে শিবম দুবেকে সঙ্গে নিয়ে নিজের ইনিংস চালিয়ে যান অজিঙ্কে রাহানে। তিনি ৪৫ রানে আউট হতেই ফের চাপে পড়ে যায় সিএসকে।

আরও পড়ুনঃ Knowledge Story: আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত গতির বল কে করেছে? জেনে নিন প্রথম পাঁচে কারা

১০২ রানে পরপর দুটি উইকেট হারায় সিএসকে। রাহানের পর খাতা না খুলেই সাজঘরে ফেরেন সমীর রিজভি। শিবম দুবেও এদিন নিরাশ করেন। ১৮ রান করে আউট হন তিনি। শেষের দিকে রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনি মিলে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তবে ফ্যানেদের প্রাপ্তি ৩৭ রানের ধোনির মারকাটারি ইনিংস। ৪টি চার ও ৩টি ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ করে সিএসকে।

CSK vs DC: ক্রিকেটে ফিরে পন্থের প্রথম হাফ সেঞ্চুরি, চেন্নাইকে ১৯২ রানের টার্গেট দিল দিল্লি

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দুর্ঘটনার পর আইপিএলে ফিরে প্রথম অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। এছাড়া হাফ সেঞ্চুরি করেন দিল্লির অপর তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। রান পেয়ছেন পৃথ্বি শ-ও। ২০ ওভার শেষে সিএসকের সামনে ১৯২ রানের লক্ষ্যমাত্রা রেখেছে দিল্লি ক্যাপিটালস।

ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ওপেনার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন ওয়ার্নার। ওপেনিং জুটিতে ৯৩ রান যোগ করেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ রান কর আউট হন ওয়ার্নার।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: আইপিএলের মাঝেই ভারতের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা! কীভাবে কারা পাবে সুযোগ? জেনে নিন বিস্তারিত

ওপেনিং জুটি ভাঙতেই দ্বিতীয় উইকেট দ্রুত পায় সিএসকে। ১০৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ২৭ বল ৪৩ রান কর আউট হন পৃথ্বি শ। এরপর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও অপরদিকে অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋষভ পন্থ। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন। অপরদিকে, মিচেল মার্শ ১৮ ও ট্রিস্টান স্টাবস খাতা না খুলেই সাজঘরে ফেরত যান। পন্থ নিজের হাফ সেঞ্চুরি করেন। ৩২ বলে ৫১ করে আউট হন তিনি। শেষে অভিষেক পোড়েল ৯ ও অক্ষর প্যাটেল ৭ করে অপরাজিত থাকেন।