Mohun Bagan: আইএসএল ফাইনালে প্রথমার্ধে কামিন্সের গোলে এগিয়ে মোহনবাগান, চ্যাম্পিয়নশিপের থেকে ৪৫ মিনিট দূরে সবুজ-মেরুণ

কলকাতা: আইএসএল ফাইনালের প্রথমার্ধেই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়াপ গন্ধ পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে দর্শকের পূর্ণ সমর্থন নিয়ে ফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সবুজ-মেরুণ ব্রিগেড। গোল করে মোহনবাগানকে লিড এনে দিয়েছেন জেসন কামিংস। ফের একবার মরশুমে ত্রিমুকুট জিতে ইতিহাস গড়ার দোরগোড়ায় আন্তোনিও লোপেজ হাবাসের দল।

এদিন যুবভারতীতে টানটানভাবে শুরু হয় আইএসএল ২০২৩-২৪ এর ফাইনাল। আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। দু দলই একাধিকবার গোল করার কাছাকাছি চলে গিয়েছিল। বেশি আক্রমণ করে মুম্বই। কিন্তু জালে বল জড়াতে পারছিল না কোনও দলই। তবে বল পজিশন ও গোলমুখী শট মোহনবাগানের থেকে বেশি ছিল মুম্বই সিটি এফসির। কাজের কাজটা করে ফেলে মোহনবাগান।

আরও পড়ুনঃ KKR News: মিচেল স্টার্কের ভাগ্য ফেরালেন অন্য একজন! কেকেআর ফ্যানেরা বলছেন ‘লাকি চার্ম’

ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটের শেষ মুহূর্তে মোহনবাগানেপ হয়ে গোলের মুখ খোলেন জেসন কামিন্স। দুরন্ত গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ইনজুরি টাইমে গল শোধ করার মরিয়া চেষ্টা করে মুম্বই সিটি এফসি। তবে গোলের মুখ আর খোলেনি। ১-০ গোলে এগিয়ে থেকে ফাইনালে বিরতিতে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর ৪৫ মিনিট লিড ধরে রাখতে পারলেই চ্যাম্পিয়ন মোহনবাগান।