Tag Archives: Saayoni Ghosh

Saayoni Ghosh: বারুইপুরের বিজয় মিছিল থেকে বড় ঘোষণা সায়নী ঘোষের, কী বললেন যাদবপুরের সাংসদ

দক্ষিণ ২৪ পরগনা: প্রচারে সময় তিনি বারবারই বলেছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রের তিনি জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। ভোটের ফলেও দেখা গিয়েছে তাই। বিরাট মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী। প্রচার চলাকালীন বহু মানুষকে তিনি কথাও দিয়েছিলেন ভোটে জেতার পর মানুষের পাশে থেকে সবসময় মানুষের কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।

সায়নী ঘোষ বরাবরই বলেছেন আমি যাদবপুর বাসির কাছে ঋণী। আর তাই ভোটে জেতার পর মানুষের পাশে থেকে কাজের মাধ্যমেই মানুষের ঋণ পরিশোধ করব। টিম হিসেবে কাজ করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। যাতে মানুষের আশা পূরণ হয়। জেতার পর প্রথমবার বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিজয় মিছিলে অংশ ফের একই কথা বললেন যাদবপুরের সাংসদ।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত! ২০০৭ সালের সঙ্গে ৭ মিল, যা অবাক করার মত

এদিন মিছিলে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। বারুইপুরের পদ্মপুকুর থেকে রাসমাঠ পর্যন্ত মিছিলে পা মেলান সাংসদ সায়নী। এদিন কাউন্সিলার, পঞ্চায়েত প্রধান এবং বারুইপুর পশ্চিম মহিলা তৃণমূলের পক্ষ থেকে সাংসদকেসংবর্ধনা দেওয়া হয়। মিছিলে রাস্তায় যেতে যেতে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকলের সেলফির আবদারও মেটান সায়নী ঘোষ।

সুমন সাহা

South 24 Parganas News: বারুইপুরে কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং ইউনিট! কথা রাখতে তৎপর সায়নী

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের আগে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচারে এসে বারুইপুরবাসীকে কথা দিয়েছিলেন বারুইপুরে কোল্ড স্টোরেজ ও ফ্রুট প্রসেসিং ইউনিট করে দেবেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার মাঝ বরাবর বয়ে চলা আদিগঙ্গার দুই পাড়ের মাটি অত্যন্ত উর্বর। তাই বারুইপুরের বিভিন্ন এলাকায় আম, জাম, লিচু, কাঁঠাল, কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ দেখা যায়।

তবে সবথেকে বেশি এই এলাকায় ফলন হয় পেয়ারা। বারুইপুরের পেয়ারা মানে অনেকের কাছেই আবেগ। বারুইপুরের পেয়ারা দেশ-বিদেশে রফতানির ফলে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। ইতিমধ্যে আর এই পেয়ারা জিআই স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। জি আই তকমা পেলে এই পেয়ারার চাহিদা যে আরও বাড়বে এবং পেয়ারা চাষের সঙ্গে যুক্ত চাষিরা ভালদাম পাবে বলে আশা করা হচ্ছে।

ভোটে জেতার পর নবনির্বাচিত যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বারুইপুর কিষান মান্ডিতে এলেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন কোল্ড স্টোর ও ফুড প্রসেসিং করবেন বলেছিলেন। তাই জায়গা দেখার জন্য কিষাণ মান্ডি আশেপাশে জমি আছে সেই জমি পরিদর্শনে আসেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।

আরও পড়ুনঃ India vs Afghanistan: বদলে যাচ্ছে বোলিং অ্যাটাক? সুপার এইটে টিম ইন্ডিয়ায় ফিরছে চোখে সর্ষেফুল দেখানো বোলার! জানুন বিস্তারিত

পরিদর্শনে এসে যাদবপুরের সাংসদ বলেন,ভোটের আগে এই সমস্ত এলাকার চাষীদেরকে তিনি কথা দিয়েছিলেন যে ভোটে জেতার পর এই এলাকায় কোল্ড স্টোরেজ এবং ফুড প্রসেসিং করবেন। সেই মতো তিনি এলাকার পরিদর্শন করলে এবং যত সম্ভব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করবে বলে তিনি জানিয়েছেন।

সুমন সাহা

Saayoni Ghosh: ভোটে জিতেই যাদবপুরের সাধারণ মানুষের জন্য নয়া চমক দিলেন সায়নী ঘোষ, করলেন বড় ঘোষণা

দক্ষিণ ২৪ পরগনা : ভোটে জিতে চমক দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদ সায়নী ঘোষ। এবার থেকে সরাসরি ফোনে কথা বলতে পারবেন সাংসদের সঙ্গে। তার জন্য শীঘ্র চালু হচ্ছে হেল্পলাইন নম্বর। বারুইপুর রবীন্দ্রভবনে সংবর্ধনা অনুষ্ঠানে এসে জানালেন সদ্য নির্বাচিত যাদবপুর লোকসভার তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘একমাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু হবে। ‌যার মাধ্যমে মানুষ সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সমস্যা জানাতে পারবেন।’ এরপরই তিনি বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত ভোটের প্রসঙ্গে আসেন। বলেন,”পুরসভার যে সব ওয়ার্ডে মাইনাস হয়েছে সেখানে আমি নিজে কাজ করব। প্রতি অঞ্চলের বুথে বুথে গিয়ে বিশ্লেষণ করব ফলাফল। যে সব বুথে ফল খারাপ হয়েছে সেখানে মানুষের বিশ্বাস কেন চলে গিয়েছে তা স্কুটিনি করব।”

আরও পড়ুনঃ India vs Pakistan: এরপর ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় হবে? টি-২০ বিশ্বকাপের মাঝেই মিলল তথ্য

এছাড়াও সায়নী বলেন,”আমি সব সময়ই আসব। আগের তিন সাংসদ কী করেছেন সেটা ভুলে যান। কে কত চেষ্টা করছেন। কে বসে গিয়েছেন। কে পিছিয়ে আছেন। সব পঞ্চায়েতে গিয়ে ফল বিশ্লেষণ করব।” ২০২৬ এর বিধানসভা নির্বাচন। সায়নী এদিন সেই নির্বাচনের আগাম ঘণ্টা বাজিয়ে দেন। বলেন,”একটা নির্বাচন শেষ। আর একটা নির্বাচন আসছে। এখন থেকেই কাজ করতে হবে। আমি কাজ করা শুরু করে দিয়েছি।”

সুমন সাহা

Saayoni Sayantika: বিধানসভায় সায়নী, সায়ন্তিকা! এতদিন ‘পা’ রাখেননি কেন…? ফাঁস করলেন ‘আসল’ কারণ!

কলকাতা: লোকসভা নির্বাচনের দুর্দান্ত সবুজ ঝড়ের পাশাপাশি বিধানসভার দুই উপ নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল শিবির। আর সেই দুই জয়ের দুই নতুন মুখের মধ্যে জ্বলজ্বল করছে দুই তারকা নাম, সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দু’জনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে।

সদ্য সমাপ্ত নির্বাচনে সায়নী ঘোষ হলেন সাংসদ। সায়ন্তিকা বিধায়ক। দুই তারকা নেত্রীকেই বিধানসভার অধ্যক্ষ শুক্রবার আসতে বলেন। অন্যদিকে একইদিনে অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন অরুপ চক্রবর্তীও। তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। তিনি সাংসদ হলেন বাঁকুড়া থেকে। তিনিও দেখা করে গেলেন অধ্যক্ষের সাথে। শীঘ্রই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে জানান অরূপ চক্রবর্তী।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু…! ঝমঝমিয়ে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গেও! ‘দিন-তারিখ’ জানিয়ে বড় সুখবর দিল আলিপুর

কিন্তু এতদিন অধ্যক্ষের তরফে বার বার আমন্ত্রণ থাকলেও কেন কখনই বিধানসভা-মুখো হননি সায়নী-সায়ন্তিকা? দুই নেত্রী প্রকাশ করলেন আসল কারণ। বাস্তবে দুজনকেই ২০২১ সালে বিধানসভা ভোটে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দুজনেই হেরে যান। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন না জিতলে এখানে আসবেন না। সেই মতো গত তিন বছরে একবারও পা রাখেননি বিধানসভার কক্ষে। এবার জয়ী হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েই পা রাখলেন সাদা বাড়িটিতে।

লোকসভা নির্বাচনে ২৯ কেন্দ্রের জয় দিয়ে বিরাট চমক দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বাংলায় দুটি কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হয় একইসঙ্গে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এবং বরানগর, দুটি কেন্দ্রেই সহজ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে সহজেই জিতে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন।

অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগরে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি প্রার্থীর। যদিও, শেষমেশ জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপরেই অধ্যক্ষের ডাকে এদিন বিধানসভায় প্রথম উপস্থিত হন সায়নী, সায়ন্তিকা।

যাদবপুরে বড় জয় সায়নী ঘোষের, তারপর কী বললেন তৃণমূল নেত্রী

এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্যে । দলের কর্মীদের জন্যই এই জয় সম্ভব হয়েছে জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায় জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ।

Lok Sabha Election 2024: বিধানসভায় হারের পরেই যুব তৃণমূলনেত্রী… এবার কি সংসদের পথে সায়নী? যাদবপুরে ‘বড়’ চমক

দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা সংলগ্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর লোকসভা। গত তিনবারেই লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গতবার এই কেন্দ্রে জিতে সাংসদ হয়েছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী। এবার সেখান থেকেই লড়ছেন সায়নী ঘোষ।

দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বিরাট অংশ এই  যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, ভাঙড়, যাদবপুর ও টালিগঞ্জ। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২ হাজার ২৩৪ জন। যাদবপুর কেন্দ্রের ২১.৪ শতাংশ মুসলিম ভোটার।
এ পর্যন্ত গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৩২৯০৩ ভোটে এগিয়ে।
সায়নী ঘোষ- ৯১৭৫২
অনির্বাণ গঙ্গোপাধ্যায়- ৫৮৮৪৯
সৃজন ভট্টাচার্য- ২৭৫৫২

Saayoni Ghosh: ভোটের দিন শিবে ভরসা সায়নীর, এলাকা ঘোরার মাঝেই দুধ ঢাললেন মহাদেবের মাথায়!

দক্ষিণ ২৪ পরগনা: ভরসা তাঁরই উপর, ভোটের দিন শিবের মাথায় জল ঢাললেন সায়নী! তারপরই ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন যাদবপুর লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী। ভোটের দিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সায়নী পুজো দেন এক শিব মন্দিরে।

সেখানে উলুধ্বনি দিয়ে শিবলিঙ্গের উপর জল ঢেলে ভোটের দিন নিজের কাজ শুরু করেন তৃণমূলের তারকা ‌যুবনেত্রী। সায়নী জানান, ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি সেখানে যাচ্ছেন। সকাল থেকেই তাঁর কাছে খবর এসেছে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে। তিনি তোপ দাগেন আইএসএফ নেতাদের উপর। সায়নী ঘোষ বলেন, ‘সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে আইএসএফ ভাঙড়ে।’ তাঁর দাবি, নির্বাচনের নামে যে সন্ত্রাস তৈরি করেছে আইএসএফ তা ভঙ্গ করতে সায়নী পৌঁছচ্ছেন ভাঙড়ে।

আরও পড়ুন: হাওড়া স্টেশনের কোন খাবার ভারত-বিখ্যাত জানেন? জানুন দেশের আরও ৭ স্টেশনের জনপ্রিয় পদের নাম

প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটের লড়াই চলছে চতুর্মুখী। ভোটের দিন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ভাঙড় বিধানসভা। অন্যদিকে, তীব্র উত্তেজনা হয় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে। তুমুল বিক্ষোভও হয়। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। সৃজনের অভিযোগ ছিল বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত করেছিল।

আরও পড়ুন: কাঁচা আম খাওয়ার উপকার অনেক, ঘরোয়া এই এক উপায়ে সংরক্ষণ করলেই কোনও চিন্তা নেই! অসময়েও মিলবে কাঁচা আমের স্বাদ

তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। লোকসভা নির্বাচনের ফলাফল কার দিকে যাবে তার দিকে নজর রয়েছে সমস্ত রাজনৈতিক মহলের। যাদবপুর লোকসভায় জোড়া ফুল ফোটে নাকি সৃজনদের কাস্তে হাতুড়ি তারাতে ধার হয় সেই দিকেই নজর রয়েছে সকলের।

সুমন সাহা

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়, হুঙ্কার সায়নীর! দেখুন ভিডিও

যাদবপুরে ভোটের আগে উত্তেজনা৷ তৃণমূলের নেতাকর্মীদের লক্ষ্য করে আইএসএফ-এর বিরুদ্ধে বোমবাজির অভিযোগ৷ ঘটনায় তৃণমূলের এক নেতা সহ বেশ কয়েকজন কর্মী আহত হন৷ এই ঘটনার পর উত্তেজনা ছড়ায়৷ অভিযুক্তদের খোঁজে সারারাত তল্লাশি চালায় উত্তর কাশীপুর থানার পুলিশ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধায়ক শওকত মোল্লা৷ আহতদের কলকাতায় হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ৷ তাঁর হুঙ্কার, যাদবপুরের নির্বাচনে ভাঙ়ড়ের মানুষ আইএসএফ-এর কফিনে শেষ পেরেক পুঁতবে৷

Saayoni Ghosh TMC: ভোটের প্রচারে যেতেই এ কী কাণ্ড, সায়নীকে দেখেই জড়িয়ে ধরল ছোট্ট মেয়ে! তারপর?

দক্ষিণ ২৪ পরগনা: সে ভোটার নয়, ভোটার হতেও এখনও বেশ কয়েকটা বছর বাকি। তাই বলে কি ভালবাসা পাবে না ভোট প্রার্থীর কাছ থেকে? তাও সেই প্রার্থী যদি হন অভিনেত্রী সায়নী ঘোষ?

যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। তিনি এদিন বারুইপুর এলাকায় পায়ে হেঁটে প্রচার করছিলেন। আরে ঘরের পাশে অভিনেত্রী এসেছেন আর দেখার জন্য ছোট-বড় সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। আর সেই সময় এক মহিলার সঙ্গে ছিলেন একটি ছোট্ট মেয়ে। আর তাকে দেখতে পেয়ে কাছে চলে যান সায়নী ঘোষ। তারপর তাকে জড়িয়ে ধরে আদর করেন।

আরও পড়ুন: আচমকা বদল আবহাওয়ায়, শুরু বৃষ্টি-কমল তাপমাত্রা! দক্ষিণবঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস

সায়নী বলেন, ‘সবকিছু তো আর ভোটের জন্য নয়, ভালবাসাও তো থেকে যায়।’ আর এই কথা বলতে বলতে তিনি আবারও প্রচার শুরু করে দেন। আর তাঁকে দেখার জন্য রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। কেউ তাঁকে জড়িয়ে ধরছে আবার কেউ কেউ তাঁকে ফুলের পাঁপড়ি ছুড়ে তাঁকে সম্বর্ধনা জানাচ্ছেন।

আরও পড়ুন: চোখের পাশে বলিরেখা, ত্বকে বয়সের ছাপ? এই এক টোটকায় ৫০ লাগবে ২৫-এর মতো! জানুন

আর এভাবেই সায়নীর প্রচার চলল এদিন। আর এভাবে পায়ে হেঁটে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন তিনি। মায়ের সঙ্গে প্রার্থীকে দেখতে আসা খুদেদের সঙ্গেও খুনসুটিতে মেতে ওঠেন সায়নী। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশাপাশি তিনি জানান যে, জেতার ব্যাপারে শুধু সময়ের অপেক্ষা। ‘মানুষ আমাদের পাশে আছে, তাই মানুষই শেষ কথা বলবে।’

সুমন সাহা

Lok Sabha Election 2024: ধারদেনায় ডুবে রয়েছেন TMC প্রার্থী! কিন্তু সোনা-গাড়ি-বাড়ি? চমকে দিলেন সায়নী ঘোষ

দক্ষিণ ২৪ পরগনা: যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তিনি শুধু অভিনেত্রী নন, তাঁর পাশাপাশি তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তিনি টালিগঞ্জ বিধানসভা এলাকায় বসবাস করেন।

বাবার সঙ্গেই তিনি থাকেন ওই বাড়িতে, এখনও বিয়ে করেননি তিনি। সায়নীর মা কিছুদিন আগেই মারা গিয়েছেন। এর আগে তিনি আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আলিপুরে মনোনয়নপত্র জমা দেন। সেখানেই তিনি তুলে ধরেন তাঁর সম্পত্তির পরিমাণ।

আরও পড়ুন: মহিলাতেই ‘মাত’ BJP, মোদি-রেখার ফোনালাপ নিয়ে বিস্ফোরক অভিষেক! সুপ্রিম কোর্টেও হবে বড় ঘটনা?

যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের হাতে নগদ টাকা ৩৪ হাজার ৫০০ টাকা, তাঁর নিজের নামে একটি গাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট আছে গ্যারেজ-সহ। তাঁর মোট আটটি অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে চারটি সেভিংস ও চারটি কারেন্ট। এবং কয়েকটি অ্যাকাউন্ট তাঁর মায়ের সঙ্গে যৌথভাবে রয়েছে।

আরও পড়ুন: রাজ্যের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? নাম জানেন? NIRF-এর তালিকা দেখুন

জীবনবিমাও করা আছে তাঁর। চলতি আর্থিক বছরে তাঁর আয় ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ টাকা। তাঁর মোট অ্যাকাউন্টে জমানো টাকায় পরিমাণ ৯ লক্ষ ৯৩ হাজার ৩০৩। সায়নীর নেই তেমন কোনও সোনাগয়না। মাত্র ৮ গ্রাম সোনা রয়েছে তাঁর। কিন্তু তাঁর সঙ্গে মাথার উপরে প্রায় ৫৯ লাখ টাকারও বেশি লোন রয়েছে।

সুমন সাহা