জলপাইগুড়ি: সামনেই কালীপুজো ও ভাইফোঁটা, জলপাইগুড়িতে নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের চড়া দাম। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস ও ডিম সবেতেই, হাত পুড়ছে ক্রেতাদের। উত্তরে শীতের আমেজ লক্ষ্য করা গেলেও আজও সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। জলপাইগুড়ি ইন্দিরা গান্ধি কলোনি, দিনবাজার স্টেশন বাজার, বয়েলখানা বাজার সহ বিভিন্ন বাজারে সবজির জোগানোও কম বলে বিক্রেতারা জানান।
চাষের জমিতে চা পাতা ফলনে ঝুঁকছে মানুষজন। ফলে সবজি ফলন কম বাজারে সবজির দেখা নেই সেরকম। তাই দামও চড়া। উৎসবের মরশুমে বাজার দর যাচ্ছে আলু ৩০-৪০ টাকা কেজি দর, ফুলকপি ৬০-৭০ টাকা, বেগুন ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, পেঁয়াজ ৩০-৪০ টাকা, ফুলকপি ৭০ টাকা, বেগুন ৪০ টাকা। সবজি বাজারের পাশাপাশি মাছ,মাংসের বাজারেরও দাম অগ্নিমূল্য। পাঁঠা/খাসির দাম কেজি প্রতি ৯০০/৮০০ টাকা। মুরগির মাংস ২০০ টাকা আর রুপালি শস্য তথা ইলিশ বিকোচ্ছে ১৪০০-১৫০০ টাকা কেজি দরে।
আরও পড়ুন: বাইরে বাজি ফাটছে, ঘরে-বাইরে পোষ্য-পথকুকুররা! কী করবেন? ওদের কষ্ট কমবে কীভাবে?
মন ভরে ব্যাগ ভরতি বাজার নয়, প্রয়োজনীয় স্বল্প বাজার করেই ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজারের যে কোনও জিনিসে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। হাত পুড়ছে সাধারণ মধ্যবিত্তের । বাজার করতে আসা সাধারণ মানুষজনের নাভিশ্বাস উঠেছে, পকেটে টান। কিন্তু কেন এত দাম?সম্প্রতি দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোয় দক্ষিণবঙ্গ থেকে যেই সবজি আসে সেটাও কম আসার কারণে দাম অনেকটাই বেশি বলে জানালেন বিক্রেতাদের একাংশ।
সুরজিৎ দে