মিষ্টিতে থাকতে ফলের স্বাদ

Jamai Sasthi 2024: মিষ্টিতেই মিটবে ফলের স্বাদ! জামাইষষ্ঠীতে অভিনব আইটেম মিলছে এই মিষ্টির দোকানে

দক্ষিণ ২৪ পরগনা : বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম হল জামাইষষ্ঠী। মূলত জামাইষষ্ঠী বাঙালির কাছে এক অন্য ধরনের উৎসব। এটি সাধারণত জৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতেই এই জামাইষষ্ঠী পালন করা হয়। প্রতিটি বাঙালি জামাইকে শ্বশুড়বাড়ির তরফে এই দিনই আলাদাভাবে আমন্ত্রণ করা আদর আপ্পায়ন হয়।

বুধবার ১২ই জুন এবারের জামাইষষ্ঠী। এই দিনে জামাইকে বিভিন্ন ধরনের রকমারি ফলের বাহার তাকে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু এবার জামাইষষ্ঠীতে এক নতুনত্বের স্বাদ পাওয়া গেল জয়নগরের একটি মিষ্টির দোকানে। বিভিন্ন মিষ্টি মিঠাইয়ের মধ্যে থাকছে রকমারি ফলের স্বাদ। এক ঢিলে দুই পাখির সমান। এই মিষ্টিতে জামাইষষ্ঠীর দিন জামাই যদি এক কামড় দেয় তাতে যেমন মিষ্টির স্বাদ তার পাশাপাশি থাকছে বিভিন্ন ফলের স্বাদ।

এক কথা বলাই যেতে পারে মিষ্টির মধ্যেই ফলের বিভিন্ন ধরনের রকমারি টেস্ট। তাই জামাইকে আলাদা করে ফল না দিলেও চলে। আর তাই নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাদের এই মিষ্টি তৈরি। অর্থাৎ জামাইদের আদরের জন্য মাছ মাংস পাশাপাশি মিষ্টি কেনার হিড়িক থাকে শ্বশুর-শাশুড়িদের মধ্যে। আর তাই এই ধরনের মিষ্টি জামাইদের হাতে তুলে দিতে মিষ্টি দোকানে পড়েছে লম্বা লাইন।

আরও পড়ুনঃ Howrah News: সোনার গয়না কিনতে গিয়ে দোকানে যা কাণ্ড ঘটল, জানলে অবাক হবেন আপনিও

তবে এমন মিষ্টি কিন্তু জয়নগরের এই দোকান ছাড়া আর কোথাও পাওয়া যাবে না বলেই জানিয়েছেন ওই মিষ্টি ব্যবসায়ী। তাহলেও এই নতুন আইটেম বেশ সাড়া ফেলে দিয়েছে ক্রেতাদের মধ্যেও। আপনিও যদি আপনার জামাইকে এই স্বাদ দিতে চান তাহলে চলে আসনু জয়নগরের এই দোকানে।

সুমন সাহা