দুর্গাপুর ইসকন মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ।

Krishna Janmasthami : জন্মাষ্টমীতে ‘মনমোহক’ রূপ রাধাকৃষ্ণের! প্রসাদে রয়েছে ১০১১০৮ লাড্ডু

সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সব জায়গায় মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমীতে বড় আয়োজন করেছে দুর্গাপুর মন্দির কর্তৃপক্ষও।
সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সব জায়গায় মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমীতে বড় আয়োজন করেছে দুর্গাপুর মন্দির কর্তৃপক্ষও।
জন্মাষ্টমীর মত পূণ্যলগ্নে অপরূপ বেশে দেখা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। ইসকন কর্তৃপক্ষ ফুলের মালা, পোশাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ।
জন্মাষ্টমীর মত পূণ্যলগ্নে অপরূপ বেশে দেখা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। ইসকন কর্তৃপক্ষ ফুলের মালা, পোশাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ।
জন্মাষ্টমীতে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণকে। একই সঙ্গে সেজে উঠেছেন মন্দিরে থাকা জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা।
জন্মাষ্টমীতে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণকে। একই সঙ্গে সেজে উঠেছেন মন্দিরে থাকা জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা।
জন্মাষ্টমী উপলক্ষে বিশাল আয়োজন করেছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি লাড্ডু। যে কাজ চলেছে বিগত পাঁচ দিন ধরে।
জন্মাষ্টমী উপলক্ষে বিশাল আয়োজন করেছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি লাড্ডু। যে কাজ চলেছে বিগত পাঁচ দিন ধরে।
জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ মঙ্গলবার ইসকন মন্দিরেই পালিত হবে নন্দোৎসব। সেদিনেও ভক্তদের হাতে প্রসার তুলে দেওয়া হবে। নন্দোৎসবের দিন ভক্তদের দেওয়া হবে খিচুড়ি প্রসাদ।
জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ মঙ্গলবার ইসকন মন্দিরেই পালিত হবে নন্দোৎসব। সেদিনেও ভক্তদের হাতে প্রসার তুলে দেওয়া হবে। নন্দোৎসবের দিন ভক্তদের দেওয়া হবে খিচুড়ি প্রসাদ।