Tag Archives: Iskon

Krishna Janmasthami : জন্মাষ্টমীতে ‘মনমোহক’ রূপ রাধাকৃষ্ণের! প্রসাদে রয়েছে ১০১১০৮ লাড্ডু

সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সব জায়গায় মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমীতে বড় আয়োজন করেছে দুর্গাপুর মন্দির কর্তৃপক্ষও।
সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সব জায়গায় মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমীতে বড় আয়োজন করেছে দুর্গাপুর মন্দির কর্তৃপক্ষও।
জন্মাষ্টমীর মত পূণ্যলগ্নে অপরূপ বেশে দেখা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। ইসকন কর্তৃপক্ষ ফুলের মালা, পোশাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ।
জন্মাষ্টমীর মত পূণ্যলগ্নে অপরূপ বেশে দেখা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। ইসকন কর্তৃপক্ষ ফুলের মালা, পোশাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ।
জন্মাষ্টমীতে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণকে। একই সঙ্গে সেজে উঠেছেন মন্দিরে থাকা জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা।
জন্মাষ্টমীতে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণকে। একই সঙ্গে সেজে উঠেছেন মন্দিরে থাকা জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা।
জন্মাষ্টমী উপলক্ষে বিশাল আয়োজন করেছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি লাড্ডু। যে কাজ চলেছে বিগত পাঁচ দিন ধরে।
জন্মাষ্টমী উপলক্ষে বিশাল আয়োজন করেছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি লাড্ডু। যে কাজ চলেছে বিগত পাঁচ দিন ধরে।
জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ মঙ্গলবার ইসকন মন্দিরেই পালিত হবে নন্দোৎসব। সেদিনেও ভক্তদের হাতে প্রসার তুলে দেওয়া হবে। নন্দোৎসবের দিন ভক্তদের দেওয়া হবে খিচুড়ি প্রসাদ।
জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ মঙ্গলবার ইসকন মন্দিরেই পালিত হবে নন্দোৎসব। সেদিনেও ভক্তদের হাতে প্রসার তুলে দেওয়া হবে। নন্দোৎসবের দিন ভক্তদের দেওয়া হবে খিচুড়ি প্রসাদ।

Jagannath Snana Yatra: প্রভু জগন্নাথের স্নানযাত্রায় ইসকনে উপচে পড়ল ভিড়

নদিয়া: প্রভু জগন্নাথের স্নানযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হল। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি এই বাংলার মন্দির নগরী মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রার স্নানযাত্রা উৎসব। এই উপলক্ষে ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো।

নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। তার আগে আয়োজিত হয় এই স্নানযাত্রা। এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে। এই উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম হয়েছিল মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে।

আর‌ও পড়ুন: চাকরির পরীক্ষায় পাশ করেও মেলেনি সুযোগ, মাদুর বুনে টিকে আছেন প্রতিবন্ধী গণেশ

কথিত আছে, এই স্নানযাত্রার পরই জগন্নাথদেব জ্বরে ক্রান্ত হন। ফলে তিনি বিশ্রামে চলে যান। পুনরায় রথযাত্রার দিন জ্বর থেকে সুস্থ হয়ে উঠে তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন এবং পুনরায় ভক্তদের দর্শন দেবেন। মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর আগমন ঘটে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইসকন চন্দ্রোদয় মন্দিরে।

শনিবার ভোর সাড়ে চারটে থেকে মায়াপুরের শাখা কেন্দ্র মায়াপুর জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি দিয়ে নান যাত্রা উৎসবের সূচনা করা হয়েছে। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে। এই মহা অভিষেকে উপস্থিত থাকতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত বৃন্দ এখানে হাজির হয়েছেন।

মৈনাক দেবনাথ

Iskcon Temple: মন্দিরে পোষা হাতির আক্রমণ, এরপরই ঘটল হাড়হিম করা কাণ্ড, দেখুন

ইসকন মায়াপুর মন্দিরে পোষা হাতির আক্রমণে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক মাহুতের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অপর এক মাহুত। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নদিয়ার ইসকন মায়াপুরে। মৃত মাহুতের নাম সমুদ্র রাভা (২৭)। বাড়ি অসমের কামরূপে।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় মায়াপুর মন্দির প্রাঙ্গনে। এ প্রসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ জানান, সরকারি সব নিয়মকানুন মেনে প্রায় ২০ বছর ধরে লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া নামের দুটি হাতিকে মায়াপুর ইসকন মন্দিরে পোষা হচ্ছে। এদের মধ্যে একটি হাতির বয়স আনুমানিক ২৭ ও অপরটির ৩০ বছর।