পানীয় জলের ক্ষেত্র পরীক্ষা করে দেখছেন আধিকারিকেরা

West Medinipur News: ডেঙ্গু নয়, জঙ্গলমহলে প্রধান মাথা ব্যথার কারণ এই রোগ, ব্লক জুড়ে আক্রান্ত একাধিক

পশ্চিম মেদিনীপুর : জঙ্গলমহলের প্রান্তিক গ্রামীণ এলাকায় বাড়ছে জন্ডিসের প্রভাব। বর্ষাকালে যখন ডেঙ্গু নিয়ে আতঙ্কিত স্বাস্থ্য দফতর তখনই জেলায় মাথাচাড়া দিয়ে উঠেছে জন্ডিসের হানা। জন্ডিসে আক্রান্ত হয়েছেন গ্রামের বহু মানুষ। ইতিমধ্যেই এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। জলের নমুনা সংগ্রহ থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা এমনকি তাদের স্বাস্থ্যের দিক খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। কীভাবে গ্রামের পর গ্রাম একাধিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে জন্ডিস। তার তদন্তে জেলা স্বাস্থ্য দফতর।

ডেঙ্গু নয়, নতুন করে মাথাব্যথার কারন জন্ডিস। কেশিয়াড়ি ব্লকে প্রায় শতাধিক মানুষ জন্ডিস তথা হেপাটাইটিস-এ রোগে আক্রান্ত।জল থেকেই আক্রান্ত হচ্ছেন বহু মানুষ বলে আশঙ্কা করা হচ্ছে। কেশিয়াড়ি ব্লকের একাধিক গ্রামে এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। জানা গিয়েছে, খাজরা পঞ্চায়েতের ঘাঘরা ও গিলাগেড়িয়া এলাকায় বেশ কিছুজন এই রোগে আক্রান্ত হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে দেখছে প্রশাসনের আধিকারিকেরা। এছাড়াও এলাকা বারংবার পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রণয় ঘোষ, ব্লক প্রশাসনের আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অভিজিৎ দাস প্রমুখ।

আরও পড়ুন : পুজোর আগে ফের বন্যার মত পরিস্থিতি ঘাটালে, নাজেহাল সাধারণ মানুষ

প্রশাসন জানাচ্ছে, দুটি এলাকার ঘাঘরা ও গিলাগেড়িয়াতে বহুজন এই রোগে আক্রান্ত। তবে মানুষকে সচেতন করা হচ্ছে। জল, জলের মধ্যে কোনও সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ব্লক প্রশাসনের আধিকারিক, পিএইচই সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।মূলত ব্লকের ঘৃতগ্রাম ও খাজরা পঞ্চায়েত এলাকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। প্রশাসন জানাচ্ছে, গত কয়েকদিনে ব্লকজুড়ে আক্রান্তের সংখ্যাটা প্রায় একশো। জন্ডিসের প্রাদুর্ভাবে চিন্তায় ব্লক স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে এই গ্রামগুলিতে মানুষের মধ্যে সচেতনতা মূলক শিবির এবং মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।জল পরীক্ষায় পাঠাচ্ছে প্রশাসন। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারে জলের উৎস থাকলেও নলকূপ বা সাবমার্সিবলের অবস্থান ভালো জায়গায় নয়।

আরও পড়ুন : চাষের মাঠে “কাকতাড়ুয়া” মানুষই, হঠাৎ এমন কেন?

প্রশাসন জানাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কোথাও পুকুর বা শৌচাগারের একেবারে কাছেই তা অবস্থিত। ফলে সেই জল থেকেই হয়ত এমন সমস্যা হতে পারে। নিশ্চিত হতে নলকূপের জল পরীক্ষায় পাঠাচ্ছে সংশ্লিষ্ট দফতর।এছাড়াও এলাকার সরকারি জলের উৎসগুলি ও ট্যাঙ্কগুলি পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। সেখান থেকে পরিবারগুলিতে জল নেওয়ার কথাও জানানো হয়েছে। প্রশাসন জানাচ্ছে, বেশি যাতে না ছড়ায় সেদিকে নজর দেওয়া হচ্ছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

ব্লকে ডেঙ্গিতে বর্তমানে ছয়জন আক্রান্ত। তবে তা নিয়ে যতটা না মাথাব্যথা নতুন করে জন্ডিসের প্রাদুর্ভাব প্রশাসনের উদ্বেগের কারণহয়ে দাঁড়িয়েছে।

রঞ্জন চন্দ