বিভিন্ন পুরস্কারের সঙ্গে কৃতি মেয়ে

Jhargram News: ১৫ মিনিটে তাক লাগিয়ে দিল ছোট্ট মেয়ে! বিশ্বের দরবারে নামোজ্জ্বল জঙ্গলমহলের সংস্থিতার, গর্বিত জেলাবাসী

ঝাড়গ্রাম: সবে শুরু হয়েছে তার স্কুলজীবন। শুরু হয়েছে পড়াশোনা। মাত্র ৬ বছর তার জীবনের পথচলা। তবে সামান্য এই বয়সে তার কৃতিত্ব চমকে দিয়েছে সকলকে। অসম্ভবকে সম্ভব করেছে এই খুদে মেয়ে। শুধু তা-ই নয়, প্রাপ্তি স্বরূপ জুটেছে সম্মানও। জঙ্গলমহলের ছোট্ট মেয়ের কৃতিত্বে গর্বিত এলাকাবাসী। পড়াশোনার পাশাপাশি তার চিন্তাভাবনা এবং বিশেষ কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

জঙ্গলমহলের ছোট্ট মেয়ে সংস্থিতা নিজের নাম পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। মাত্র ১৫ মিনিটে পিস জিগ-স’ পাজেলে পুরো বিশ্বের মানচিত্র সমাধান করে তাক লাগিয়েছে সে। এর জন্য অবশ্য তাকে কোনও বাধার মুখে পড়তে হয়নি। যা দেখে কার্যত অবাক সকলেই।

আরও পড়ুন: স্নানের সময়ে শরীরের এই ৫ অংশ না ধুলেই বিপদ…! দুর্গন্ধ পিছু ছাড়বে না, বাড়বে রোগের আশঙ্কা

ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকায় ছোট্ট মেয়ে সংস্থিতা মাহাতো। সবুজে ঘেরা প্রত্যন্ত গ্রামের মেয়ে সে। সে ঝাড়গ্রাম ওয়েস্ট এন্ড হাইস্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। এই বয়সে এত বড় প্রতিভার অধিকারী হওয়া সত্যিই অদম্য চেষ্টা ও জেদের ফল। জানা গিয়েছে, তার বাবা সত্যজিৎ মাহাতো পেশায় স্বাস্থ্যকর্মী ও মা ঝুমা পাইন অঙ্গন‌ওয়াড়ি কর্মী। তার এই সাফল্যে বাবা মায়ের পাশাপাশি খুশি পরিবার পরিজন-সহ সবাই। এর আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম রয়েছে তার।

ছোট থেকেই তার বিভিন্ন জিনিস জানার আগ্রহ খুব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দিয়েছে তার বাবা-মা। নিজের দক্ষতা ইচ্ছে শক্তির কারণে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছে এই ছোট্ট মেয়ে। তবে এবারে মাত্র ১৫ মিনিট ২৯ সেকেন্ডে ওয়ার্ল্ড ম্যাপ জিগ-স’ পাজেল সম্পূর্ণ করেছে সে। তার সাফল্যে খুশি সকলে।

রঞ্জন চন্দ