নজরে বসিরহাট

Lok Sabha Elections 2024: দেশের নজরে সন্দেশখালি, রেখা ‘পেরতে’ কী স্ট্র্যাটেজি নেবে তৃণমূল? থাকবে চমক

বসিরহাট: বাংলায় ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে এবারের বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে রাজ্য তথা দেশের নজর থাকবে। রাজ্যে রাজনীতিতে বছরে প্রথম থেকে খবরের শিরোনামে সন্দেশখালি ইস্যু। আর সেই সন্দেশখালিযা বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই অন্তর্গত। ১৯৫২ সালে এই লোকসভা কেন্দ্রটি গঠন করা হয়। বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, সন্দেশখালি, মিনাখাঁ, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া- এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র গঠিত হয়।

২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটগ্রহণ

২০২৪ সালে বসিরহাট লোকসভা নির্বাচনের মোট ভোটার রয়েছেন ১৮০৪২৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯২৩৩৭৫ জন। মহিলা ভোটার রয়েছেন ৮৮০৮৫২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪ জন। বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮৮২ টি। ২০১৯ সালে লোকসভা ভোট অনুযায়ী এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ১৬ লক্ষেরও বেশি। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে বিজয়ী হন তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান রুহী। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি-এর সায়ান্তন বসুকে সাড়ে তিন লক্ষাধিক ভোটে হারিয়েছিলেন তিনি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনেও ধারাবাহিকতা বজায় রেখেছিল তৃণমূল। সবকটির বিধানসভাতেই বিজয়ী হয় তৃণমূলের প্রার্থীরা।

আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি! ভারতের এই শহরে মৃত্যুমিছিল! হিটস্ট্রোকে শেষ ১৯ জন, কোন শহর বলুন তো?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন হাজী সেখ নুরুল ইসলাম, সন্দেশখালি প্রত্যন্ত গ্রামের জলা বেষ্টিত এলাকায়, সন্দেশখালি আন্দোলন থেকে উঠে এসে বসিরহাট লোকসভা কেন্দ্রে বসিরহাটের বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। প্রত্যন্ত গ্রামের গায়ের বধু থেকে যেন রাতারাতি সেলিব্রিটি হয়েছেন বিজেপির এই নতুন মুখ। সিপিআইএম প্রার্থী নিরাপদ সরদার, বহু জন সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন আবুল কালাম মোল্লা, এসইউসিআই-এর প্রার্থী দাউদ আলি গাজী, আইএসএফ প্রার্থী আক্তার রহমান, এছাড়াও একাধিক নির্দল প্রার্থী নির্বাচনে লড়ছেন।

রাজ্য রাজনীতিতে বছরের প্রথম থেকে খবরের শিরোনামে থাকা সন্দেশখালি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেই সন্দেশখালীতে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরগরম হয়েছে। যেখানকার স্থানীয় রাজনীতি দেশের রাজনৈতিক মহলে সাড়া পড়েছে। কেবল রাজ্য নয় দেশের চোখ থাকবে এই লোকসভা কেন্দ্রের দিকেই। বর্তমান পরিস্থিতিও ভোটের অংক নিয়ে প্রধানত দুই ফুলেই এবার হাড্ডা হাড্ডি লড়াই। লড়াই-এ পিছিয়ে নেই বাম শিবিরও। বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট বরাবরই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে ভোটযুদ্ধের লড়াই শেষ হাসি কি হাসে তা সময়ই বলবে।

—- জুলফিকার মোল্যা