বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতিমা যাচ্ছে মন্ডপে 

Kali Puja: চৈত্রের অমাবস্যায় জমজমাট কালীপুজো, দেখতে হলে আসতে হবে এখানে

দক্ষিণ ২৪ পরগনার: চৈত্রের এই অমাবস্যায় কালীপুজোয় মেতে উঠলেন বহরুর এই গ্রামের বাসিন্দারা। এই পুজোকে ঘিরে গ্রামের বাসিন্দাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরের মত এই বছরও বহরু পল্লীমঙ্গল সমিতির পরিচালনায় মল্লবপুর গ্রামের ক্লাব ময়দানে মাতৃ আরাধনার আয়োজন করা হয়।

এই বছর এই পুজো ১৬ তম বর্ষে পদার্পণ করল। রক্ষাকালী পুজোর আতশবাজি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। এই পুজোকে ঘিরে মল্লভপুর গ্রামে ছিল উৎসবের আমেজ। এই পুজোকে ঘিরে এলাকায় বিশাল মেলা বসেছে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রক্ষাকালী মাকে মণ্ডপে আনা হয়।

আর‌ও পড়ুন: বিধ্বংসী অগ্নিকাণ্ড! কৃষক পরিবারের ফসল বিক্রি ও ঋণ নেওয়া টাকা সহ সবকিছু পুড়ে ছাই

এই শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে এলাকাবাসীদের ভিড় উপচে পড়ে। দূর দূরান্ত থেকে আসেন বহু ধর্মপ্রাণ মানুষ। গ্রামের বাসিন্দারা নিষ্ঠার সঙ্গে এই পুজোর আয়োজন করেন। তাঁদের মনস্কামনা পূরণ করতে দন্ডি কাটা থেকে ধুনো পোড়ানো সবই ছিল। এখানকার পুজোর অন্যতম রীতি হল, মায়ের আসার আগের এক সপ্তাহ পূর্বে মল্লভপুর কালীবাড়িতে গিয়ে মাকে আমন্ত্রণ জানিয়ে আসা।

সুমন সাহা