মা তারা 

Kalipuja 2024: তারাপীঠে মা তারার দুপুরের ভোগে ছিল বিশেষ আয়োজন! সন্ধের পর মহাযজ্ঞ শুরু হবে! জানুন

সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই বীরভূমের তারাপীঠ। প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে।বিশেষ করে কৌশিকী আমাবস্যা এবং অন্যান্য বিশেষ তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।
সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই বীরভূমের তারাপীঠ। প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে।বিশেষ করে কৌশিকী আমাবস্যা এবং অন্যান্য বিশেষ তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।
এই তারাপীঠের আদি দেবী মা তারা। তাই এই তারাপীঠে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন নেই শুধুমাত্র মা তারার মূর্তি পুজো ছাড়া অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না।
এই তারাপীঠের আদি দেবী মা তারা। তাই এই তারাপীঠে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন নেই শুধুমাত্র মা তারার মূর্তি পুজো ছাড়া অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না।
মা তারা এখানে সর্বোরূপে বিরাজমান তিনি কখনও দেবী দুর্গা তিনি আবার সরস্বতী তিনি লক্ষ্মী।আর আজ দীপান্বিতা কালীপুজোর দিন তিনি মা কালী রূপে বিরাজমান।
মা তারা এখানে সর্বোরূপে বিরাজমান তিনি কখনও দেবী দুর্গা তিনি আবার সরস্বতী তিনি লক্ষ্মী।আর আজ দীপান্বিতা কালীপুজোর দিন তিনি মা কালী রূপে বিরাজমান।
এদিন সকাল বেলায় মঙ্গল আরতির পর মা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে তারা অঙ্গে কালি রূপে পুজো চলছে দিনভর। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা এসে মা তারার পুজো করছেন।
এদিন সকাল বেলায় মঙ্গল আরতির পর মা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে তারা অঙ্গে কালি রূপে পুজো চলছে দিনভর। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা এসে মা তারার পুজো করছেন।
এদিন কালীপুজো উপলক্ষে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। দুপুরের অন্ন ভোগে আজ মা তারাকে নিবেদন করা হয় বিভিন্ন রকমের সবজি, পাঁচ রকম ভাজা, খিচুড়ি পোলাও মাছের মাথা ভাজা,শোল মাছ পোড়া,পাঁচ রকমের মিষ্টি এবং কারণ বারি দিয়ে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি ছিল বলিদান এর পাঁঠার মাংস।
এদিন কালীপুজো উপলক্ষে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। দুপুরের অন্ন ভোগে আজ মা তারাকে নিবেদন করা হয় বিভিন্ন রকমের সবজি, পাঁচ রকম ভাজা, খিচুড়ি পোলাও মাছের মাথা ভাজা,শোল মাছ পোড়া,পাঁচ রকমের মিষ্টি এবং কারণ বারি দিয়ে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি ছিল বলিদান এর পাঁঠার মাংস।
আজ আমাবস্যা উপলক্ষে এবং কালীপুজোর বিশেষ লগ্নে দুইবার মায়ের অন্ন ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যাবেলায় মা তারাকে ডাকের সাজে সাজিয়ে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।সন্ধ্যা আরতির পর মা তারাকে লুচি-সুজি মিষ্টি পাঁচ রকমের ভাজা পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হবে।
আজ আমাবস্যা উপলক্ষে এবং কালীপুজোর বিশেষ লগ্নে দুইবার মায়ের অন্ন ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যাবেলায় মা তারাকে ডাকের সাজে সাজিয়ে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।
সন্ধ্যা আরতির পর মা তারাকে লুচি-সুজি মিষ্টি পাঁচ রকমের ভাজা পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হবে।
এরপরে মা তারার চলবে বিশেষ পুজো। রাত্রি ৮ঃ০০ ঘটিকায় আজ তারাপীঠ মন্দিরে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানেও আজ বিশেষ হোম যজ্ঞ চলবে। (তথ্য ও ছবি: সৌভিক রায়)
এরপরে মা তারার চলবে বিশেষ পুজো। রাত্রি ৮ঃ০০ ঘটিকায় আজ তারাপীঠ মন্দিরে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানেও আজ বিশেষ হোম যজ্ঞ চলবে। (তথ্য ও ছবি: সৌভিক রায়)