মা কালী 

Kalipuja 2024: ৫২ রকমের ভাজা! তিন রকমের মাছ দিতে হয় মায়ের ভোগে! এই মা কালীর কাহিনি অবাক করবে

পূর্ব বর্ধমান: মা কালীর পুজোয় ভোগ হিসেবে সাধারণত খিচুড়ি, পোলাও, লুচি, নাড়ু দেওয়ার কথা শোনা যায়। কিন্তু পূর্ব বর্ধমান জেলার এই কালীকে ভোগ দেওয়ার নিয়ম একটু অন্যরকম। পূর্ব বর্ধমানের এই গ্রামের মা কালীকে ভোগে দিতে হয় তিন রকমের মাছ। এই রীতি বহু বছরের পুরানো। পূর্ব বর্ধমানের দাঁইহাটের বেড়াগ্রামে বহু বছর ধরে  পূজিত হয়ে আসছেন মা কালী। ব্যানার্জী পরিবারের কথায়, এই পুজো শুরু করেছিলেন রায় রামানন্দ নামের এক সাধক। বর্তমানে এই বেড়া গ্রামে জনবসতি তৈরি হলেও বহু আগে এই জায়গা ছিল জঙ্গলে ঢাকা।

তাই সাধনা ক্ষেত্র হিসেবে বেড়া গ্রামকেই বেছে নিয়েছিলেন সাধক রামানন্দ। কথিত আছে, এই রামানন্দ তাঁর মৃত্যুর আগে, তার এক শিষ্যকে এই পুজোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই থেকেই বেড়া গ্রামের ব্যানার্জী পরিবার এই কালী পুজোর দায়িত্ব পালন করে আসছেন। ব্যানার্জী পরিবারের মেয়ে রানি ঘোষ জানিয়েছেন, “এই পুজো কত বছরের পুরানো সেটা আমরাও সঠিকভাবে বলতে পারব না। আমরা শুনেছি, রাই রামানন্দ এখানে গঙ্গার ধারে তপস্যা করতেন এবং তিনি এই পুজো প্রথম শুরু করেছিলেন। অমাবস্যার দিন ভাজাপোড়া হয়। মায়ের ভোগের দিনে ১৮ থেকে ৫২ রকমের ভাজা দেওয়া হয়।”

আরও পড়ুন: গঙ্গার ধারে প্রাচীন এই মা অভয়া! কালী মায়ের কাহিনি অবাক করবে

এই বেড়া গ্রামের কালী মন্দিরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। কথিত এই পঞ্চমুণ্ডি আসনে বসেই রামানন্দ সাধনা করতেন। এখনও পুরানো বিভিন্ন নিয়ম মেনে পূজিত হন রামানন্দের কালী। রীতি মেনে অমাবস্যায় চালভাজা সহ আরও বিভিন্ন রকমের ভাজা দিয়ে আমন্ত্রণ জানিয়ে দেবীর পুজো শুরু হয়। তবে মায়ের ভোগে দিতেই হবে তিন রকমের মাছ। মাগুর, ইলিশ এবং পোনা এই তিন ধরনের মাছ দেওয়া হয় ভোগে। এখানে তিন রাত্রি থাকে মা কালীর প্রতিমা। তার পরেই হয় প্রতিমা নিরঞ্জন। এমনিতে সারা বছর বেদির সামনে ঘট রেখে দেবীর পুজো চলে।

প্রতিদিনই অন্নভোগের ব্যবস্থাও করা হয়। তবে কালীপুজোয় বিশেষ ধুমধাম করে পুজোপাঠ করা হয়। কালীপুজোর সময় তৈরি হয় দেবীর প্রতিমা। এছাড়াও ডাকের সাজ এই কালীর অন্যতম।  বেড়া গ্রামের ব্যানার্জী পরিবার দায়িত্বে থাকলেও, এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সম্পূর্ণ গ্রাম। আশপাশ গ্রাম সহ দূর দূরান্ত থেকেও পুজো দেখার জন্য বহু মানুষ আসেন। কালীপুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সকলেই।

বনোয়ারীলাল চৌধুরী