চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরে পালন হলেও কারগিল বিজয় দিবস

Kargil Vijay Diwas: ২৫ বছর আগের শহিদের স্মরণ! চন্দননগরের স্কুলেই পালন কারগিল বিজয় দিবস

হুগলি: ২৬ শে জুলাই দিনটি ভারতীয় সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই ভারতীয় সেনাবাহিনীর বলিদানে কারগিল যুদ্ধ জয় করেছিল ভারত। সেই কারগিল যুদ্ধের ২৫ বছর অতিক্রম করেছে। সেই যুদ্ধে যে সমস্ত সেনারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধার্ঘ্যে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরে শিক্ষক ও ছাত্ররা একত্রিতভাবে পালন করলেন কারগিল দিবস। শ্রদ্ধাঞ্জলি জানালেন শহীদ ভারতীয় সেনাদের উদ্দেশে।

আরও পড়ুন: অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা

শুক্রবার ২৬ শে জুলাই কারগিল দিবস উপলক্ষে কানাইলাল বিদ্যামন্দিরের এনসিসি বিভাগ ও স্কুলের ছাত্রদের নিয়ে উদযাপন করা হয় কারগিল দিবসের। প্রভাত ফেরী, বৃক্ষরোপণ এর মধ্যে দিয়ে স্মরণ করা হয় কারগিল যুদ্ধের শহীদ হওয়া সেনাদের। শহীদদের স্মরণে স্কুলের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়। ছাত্র-ও শিক্ষকরা দেশাত্মবোধক গান কবিতা আবৃতির মধ্যে দিয়ে পালন করেন এই দিনটিকে।

আরও পড়ুন:  আরোহীরা পাড়ে, চালক ছাড়াই চলতে শুরু করল গাড়ি! একেবারে ঝাঁপ দিল গঙ্গায়, দেখুন ভাইরাল ভিডিও

একদিকে দেশের রাজধানী দিল্লিতে কারগিল বিজয় দিবস উদযাপন চলছে। যেখানে কারগিল যুদ্ধে মৃত শহীদদের শ্রদ্ধার্ঘ্যে জওয়ান জ্যোতি প্রজ্জ্বলিত করা হয়েছে। অন্যদিকে গোটা দেশর পাশাপাশি চন্দননগরের স্কুলেও পালন হচ্ছে কারগিল বিজয় দিবস। এই বিষয়ে স্কুলের শিক্ষক বিকাশ সাউ বলেন, চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের ছাত্র ও এনসিসির ব্যাটেলিয়ান সকলে মিলে এই দিন টি পালন করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মূলত ভারতীয় সেনাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে ও ছেলে-মেয়েদের মধ্যে দেশাত্মবোধক মনোভাব তৈরি করার জন্য কারগিল বিজয় দিবস পালন করা হচ্ছে স্কুলে।

রাহী হালদার