মিড ডে মিল খেলেন পঞ্চায়েতের সভাপতি

Mid Day Meal: আহা কী স্বাদ! স্কুলে গিয়ে চেটেপুটে মিড ডে মিল খেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

উত্তর ২৪ পরগনা: পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিলের খাবার ভাগ করে খেলেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মিড ডে মিল পরিষেবা পরিদর্শনে বিভিন্ন স্কুলে স্কুলে যাচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আধিকারিকরা। ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বৃহস্পতিবার দুপুরে আচমকাই যুগবেড়িয়া তেঘরিয়া শশীভূষণ হাইস্কুলে যান। তিনি সেখানকার পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিলের খাবারও খান।

বাংলায় অতীতে নানান সময়ে মিড ডে মিলের খাবার নিয়ে নানান রকম অভিযোগ উঠে এসেছে। কোথাও খাবারে টিকটিকি বা পোকামাকড় পড়ে যাওয়ার অভিযোগ, আবার কোথাও পড়ুয়াদের শুধু ভাত খাওয়ানোর মত ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের শরীরে পুষ্টির মাত্রা ঠিক রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন স্কুলে ঘুরে সেখানকার হাল অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন।

আর‌ও পড়ুন: ডেঙ্গি ঠেকাতে আগেভাগেই ময়দানে এই পুরসভা, রাস্তায় নেমে পুরপ্রধান যা করলেন!

মুখ্যন্ত্রীর নির্দেশের পর ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্কুলে গিয়ে মিড ডে মিল রান্নার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি সেই রান্না খেয়ে দেখেন। এভাবেই তিনি খাবারের গুনগতমান বিচার করেন। এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতিকে মিড ডে মিলের খাবার খেতে দেখে কার্যত হতবাক হয়ে যান স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। আগামী দিনে এভাবেই আরও নানান সরকারি পরিষেবা পর্যবেক্ষণ করে সরজমিনে খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন সরকারি এই আধিকারিক।

রুদ্রনারায়ণ রায়