মা তারা

Kaushiki Amavasya Rituals: কৌশিকী অমাবস্যায় ভুলেও তুলবেন না এই পাতা! খাবেন না এই খাবার! অনর্থ হবে সংসারে

ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার এই পুজো করা হয়। যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্রসাধনার সরাসরি যোগ রয়েছে, তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার এই পুজো করা হয়। যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্রসাধনার সরাসরি যোগ রয়েছে, তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই অমাবস্যার দিন বেশ কিছু নিয়ম মেনে পুজো করতে হয়। না হলে আপনার প্রতি রুষ্ট হতে পারে দেবী।তাহলে জেনে নিন কী কী নিয়ম মানবেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই অমাবস্যার দিন বেশ কিছু নিয়ম মেনে পুজো করতে হয়। না হলে আপনার প্রতি রুষ্ট হতে পারে দেবী।তাহলে জেনে নিন কী কী নিয়ম মানবেন।
বাড়ির উঠন থেকে ভুল করেও এই দিন তুলসী পাতা তুলবেন না। প্রয়োজন পড়লে বাজার থেকে কিনে আনতে পারেন তুলসির পাতা।
বাড়ির উঠন থেকে ভুল করেও এই দিন তুলসী পাতা তুলবেন না। প্রয়োজন পড়লে বাজার থেকে কিনে আনতে পারেন তুলসির পাতা।
এই দিন মাংস জাতীয় কোনো খাবার খাবেন না। এমনি জানাচ্ছেন তারাপীঠ মন্দিরের পুরোহিত গোলক মহারাজ। চাইলে এই দিন মাছ খেতে পারেন তবে ভুল করেও মাংস খাবেন না।
এই দিন মাংস জাতীয় কোনো খাবার খাবেন না। এমনি জানাচ্ছেন তারাপীঠ মন্দিরের পুরোহিত গোলক মহারাজ। চাইলে এই দিন মাছ খেতে পারেন তবে ভুল করেও মাংস খাবেন না।
কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভালো। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলেও মনে করেন অনেকে। আর তাই এই রাতটিকে তন্ত্রসাধকরা সাধনার জন্যও বেছে নেন। তাই বাড়িতে থাকাই শ্রেয়।
কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভালো। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলেও মনে করেন অনেকে। আর তাই এই রাতটিকে তন্ত্রসাধকরা সাধনার জন্যও বেছে নেন। তাই বাড়িতে থাকাই শ্রেয়।