Sundarban Day: সুন্দরবন দিবসে জঙ্গল রক্ষায় ছাত্র-ছাত্রীদের নিয়ে এগিয়ে এল বিজ্ঞান মঞ্চ

সুন্দরবনে আছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা নিয়ে প্রতিবছর ২১ অগস্ট সুন্দরবন দিবস হিসাবে পালিত হয়।
সুন্দরবনে আছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা নিয়ে প্রতিবছর ২১ অগস্ট সুন্দরবন দিবস হিসাবে পালিত হয়।
সাধারণত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে সুন্দরবনের ১৯টি ব্লকের বিভিন্ন জায়গায় এই দিবস পালন করা হয়। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনটি বিশেষভাবে পালিত হল।
সাধারণত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে সুন্দরবনের ১৯টি ব্লকের বিভিন্ন জায়গায় এই দিবস পালন করা হয়। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনটি বিশেষভাবে পালিত হল।
উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল হিসেবে সুন্দরবন বিশ্বের বিশিষ্ট অখণ্ড বনভূমি। সুন্দরবনে রয়েছে বিচিত্র প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। সেই পরিবেশ রক্ষায় ছাত্র-ছাত্রীদের নিয়ে পথে নামল বিজ্ঞান মঞ্চ।
উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল হিসেবে সুন্দরবন বিশ্বের বিশিষ্ট অখণ্ড বনভূমি। সুন্দরবনে রয়েছে বিচিত্র প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। সেই পরিবেশ রক্ষায় ছাত্র-ছাত্রীদের নিয়ে পথে নামল বিজ্ঞান মঞ্চ।
সুন্দরবনে আছে নানা রকমের উভচর, সরীসৃপ, পাখি। রয়েছে নানা প্রজাতির স্তন্যপায়ী প্রাণী-সহ বিভিন্ন প্রজাতির মাছ ও চিংড়ি। আর আছে দু'ধরনের হরিণ ও তিন প্রজাতির কচ্ছপের পাশাপাশি কুমির ও বনভূমির রাজা রয়্যাল বেঙ্গল টাইগার।
সুন্দরবনে আছে নানা রকমের উভচর, সরীসৃপ, পাখি। রয়েছে নানা প্রজাতির স্তন্যপায়ী প্রাণী-সহ বিভিন্ন প্রজাতির মাছ ও চিংড়ি। আর আছে দু’ধরনের হরিণ ও তিন প্রজাতির কচ্ছপের পাশাপাশি কুমির ও বনভূমির রাজা রয়্যাল বেঙ্গল টাইগার।
বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের নিয়ে সুন্দরবনের পরিবেশ রক্ষায় একদিকে যেমন সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হয়, অপরদিকে বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দরবনে সবুজায়নের বার্তা দেওয়া হয়।
বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের নিয়ে সুন্দরবনের পরিবেশ রক্ষায় একদিকে যেমন সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হয়, অপরদিকে বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দরবনে সবুজায়নের বার্তা দেওয়া হয়।
শুধুমাত্র একদিন সুন্দরবন দিবস নয়, বছরের প্রতিদিন সুন্দরবনকে রক্ষার বার্তা দিয়ে ছাত্র-ছাত্রীদের সুন্দরবনের জঙ্গলের বৈচিত্র বোঝানো হয় ছাত্র-ছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষকে।
শুধুমাত্র একদিন সুন্দরবন দিবস নয়, বছরের প্রতিদিন সুন্দরবনকে রক্ষার বার্তা দিয়ে ছাত্র-ছাত্রীদের সুন্দরবনের জঙ্গলের বৈচিত্র বোঝানো হয় ছাত্র-ছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষকে।