বার্সা ছাড়তে চান লিওনেল মেসি, ‘প্রস্তাব’ দিল কেকেআর

#কলকাতা: বার্সেলোনা ছাড়তে চান লিওনেল মেসি৷ এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবল প্রেমীদের আগ্রহের বিষয় একটিই৷ শেষ পর্যন্ত সত্যিই মেসি বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে কোন ক্লাবে যাবেন? আর বিশ্ব ফুটবলের প্রথম সারিতে থাকা তাবড় ক্লাবগুলি যে ফুটবলের রাজপুত্রকে পেতে ঝাঁপাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ তাই বলে মেসিকে দলে টানতে আগ্রহী কেকেআর?

হ্যাঁ, ট্যুইটারে বার্সা তারকাকে তাদের বেগুনি-সোনালি জার্সি পরার প্রস্তাব দিল কলকাতা নাইট রাইডার্স৷ তবে গোটা বিষয়টিই করা হয়েছে মজা করে৷ এমন কি, নাইট রাইডার্সের জার্সি পরিহিত মেসির কাল্পনিক ছবিও পোস্ট করেছে কেকেআর৷

কেকেআর-এর এই ট্যুইটে সমর্থকরা তো বটেই, দলের ক্রিকেটাররাও বেশ মজা পেয়েছেন৷ দলের অন্যতম তারকা কুলদীপ যাদব কেকেআর ট্যুইটের জবাবে লিখেছেন, ‘২২০ মিলিয়ন ডলার নিয়ে তৈরি থাকো৷’

তবে সবাই যে বিষয়টিতে মজা পেয়েছেন এমনও নয়৷ একজন যেমন লিখেছেন,  অনেক হতাশা এবং অভিমান নিয়েই বার্সার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চাইছেন মেসি৷ ফলে বিষয়টি নিয়ে এই ধরনের মজা করা উচিত নয়৷

শেষ পর্যন্ত আইনি জটিলতা কাটিয়ে মেসি বার্সা ছাড়তে পারেন কি না, তা সময়ই বলবে৷ কারণ, এখনও পর্যন্ত যা খবর তাতে মেসি দল ছাড়তে চাইলেও বার্সা কর্তৃপক্ষ এত সহজে তাঁকে ছাড়তে নারাজ৷ মেসিকে ধরে রাখতে নাকি তারা প্রয়োজনে আইনি লড়াইও করবে৷ তবে মেসি বার্সা ছাড়লে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটি তাঁকে কেনার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে৷ এছাড়াও ফ্রান্সের পিএসজি এবং ইটালির ইন্টার মিলানও নাকি মেসিকে পেতে আগ্রহী৷