KKR News: কেকেআরের সাফল্যের মাঝেও কাঁটা? যা নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা! জানুন বিস্তারিত

জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাঝে সিএসকের বিরুদ্ধে খানিক ছন্দপতন। তারপর ঘরের মাঠে ফের দাপট দেখিয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কেকেআর।
জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাঝে সিএসকের বিরুদ্ধে খানিক ছন্দপতন। তারপর ঘরের মাঠে ফের দাপট দেখিয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কেকেআর।
বর্তমানে ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নাইটরা। দলের পারফরম্যান্সে খুশি সকলেই। আত্মবিশ্বাসী গোটা দল। মঙ্গলবার কঠিন ম্যাচেচ কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
বর্তমানে ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নাইটরা। দলের পারফরম্যান্সে খুশি সকলেই। আত্মবিশ্বাসী গোটা দল। মঙ্গলবার কঠিন ম্যাচেচ কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
এত সব পজেটিভ বিষয়ের মধ্যে কেকেআরের কাঁটা হিসেবে উঠে আসছে একটি বিষয়। আর সেই চিন্তার কারণ হল নাইট অধনায়ক শ্রেয়স আইয়ারের অতিরিক্ত স্লো ব্যাটিং। প্রায় প্রতি ম্যাচেই বল পিছু রান করছেন শ্রেয়স।
এত সব পজেটিভ বিষয়ের মধ্যে কেকেআরের কাঁটা হিসেবে উঠে আসছে একটি বিষয়। আর সেই চিন্তার কারণ হল নাইট অধনায়ক শ্রেয়স আইয়ারের অতিরিক্ত স্লো ব্যাটিং। প্রায় প্রতি ম্যাচেই বল পিছু রান করছেন শ্রেয়স।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সেখানে একদিক ধরে রাখলেও ৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সেখানে একদিক ধরে রাখলেও ৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক।
মরশুমের শুরু থেকে এখনও শ্রেয়সকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। সিএসকের বিরুদ্ধে ৩৪ বলে ৩২, দিল্লির বিরুদ্ধে ১১ বলে ১৮, সানরাইজারেসের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি শ্রেয়স আইয়ার।
মরশুমের শুরু থেকে এখনও শ্রেয়সকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। সিএসকের বিরুদ্ধে ৩৪ বলে ৩২, দিল্লির বিরুদ্ধে ১১ বলে ১৮, সানরাইজারেসের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ারের বল পিছু রানের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ শ্রেয়স স্লো খেলায় ব্যাটিংয়ের  ঠিকঠাক সুযোগই পাচ্ছেন না আন্দ্রে রাসে, রিঙ্কু সিং। তবে একদিক থেকে ধরে থাকা দলেরই রণনীতি কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
শ্রেয়স আইয়ারের বল পিছু রানের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ শ্রেয়স স্লো খেলায় ব্যাটিংয়ের ঠিকঠাক সুযোগই পাচ্ছেন না আন্দ্রে রাসে, রিঙ্কু সিং। তবে একদিক থেকে ধরে থাকা দলেরই রণনীতি কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
দল ভাল পারফর্ম করছে, একটি ম্যাচ বাদে সব ম্যাচই জিতেছে। তাই এখনও সেভাবে শ্রেয়সেই স্লো ব্যাটিং নিয়ে কাটাচেরা হচ্ছে না। আপাতত রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করাই লক্ষ্য কেকেআরের।
দল ভাল পারফর্ম করছে, একটি ম্যাচ বাদে সব ম্যাচই জিতেছে। তাই এখনও সেভাবে শ্রেয়সেই স্লো ব্যাটিং নিয়ে কাটাচেরা হচ্ছে না। আপাতত রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করাই লক্ষ্য কেকেআরের।