Tag Archives: KKR vs RR

KKR vs RR: নারিনের পাল্টা শতরানে কেকেআরের জয়ের গ্রাস কেড়ে নিলেন একা বাটলার, রুদ্ধশ্বাস জয় রাজস্থানের

কলকাতা: কাজে এল না সুনীল নারিনের শতরান। পাল্টা শতরানে কেকেআরের জয়ের গ্রাস কার্যত একার হাতে কেড়ে নিলেন জস বাটলার। রুদ্ধশ্বাস ম্যাচে লাস্ট ওভার লাস্ট বল ফিনিশ করে আরও একবার রাজস্থান রয়্যালসের জয়ের নায়ক জস বাটলার। ৬০ বলে ১০৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে অপরাজিত থাকেন বাটলার। জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় গম্ভীর ও কেকেআর প্লেয়ারদের পাশাপাশি হতাশ দেখায় শাহরুখ খানকেও। এই ম্যাচ জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল সঞ্জু স্যামসনের দল।

ইডেনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। এদিন শুরুটা ভাল হয়নি কেকেআরের। গতম্যাচের নায়ক ফিল সল্ট ১০ রান করে আউট হন। তবে এদিন বিধ্বংসী ছন্দে ছিলেন সুনীল নারিন। তাঁকে যোগ্য সঙ্গ দেন আংক্রিশ রঘুবংশী। তিনিও আক্রমণাত্মক ব্যাটিং করেন। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজনে। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।

রঘুবংশী ৩০ রান করে আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা এদিন রান পাননি। তবে নিজের মারকাটারি ইনিংস জারি রাখেন সুনীল নারিন। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে বোল্টের শিকার হন নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শেষের দিকে ফের মারাকাটির ব্যাটিং করে রিঙ্কু সিং। ২০ করেন রিঙ্কু। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করে কেকেআর।

রান তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। যশস্বী জয়সওয়াল ১৯ ও সঞ্জু স্যামসন ১২ রান করে আউট হন। এরপর ৫০ রানের ঝোড়ো পার্টনারশিপ করেন রিয়ান পরাগ ও জস বাটলার। ১৪ বলে ৩৪ করে সাজঘরে ফেরেন পরাগ। এরপর একদিক থেকে উইকেট পড়তে থাকে। অশ্বিন ৮, ধ্রুব জুরেল ২ ও হেটমায়ার শূন্য রানে আউট হন।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

একদিকে থেকে উইকেট পড়লেও নিজের ইনিংস চালিয়ে যান বাটলার। একটা সময় রাজস্থানের ওভার পিছু প্রয়োজনীয় রানরেট ১৬-র বেশি ছাড়িয়ে গিয়েছিল। সেখান থেকে বাটলার ও রভম্যান পাওয়েলের বিধ্বংসী ইনিংস ম্যাচে ফেরায় রাজস্থানকে। পাওয়েল ১৩ বলে ২৬ করে আউট হলেও দলকে একা টানেন বাটলার। কেকেআর বোলারদের তুলোধনা করে নিজের শতরান পূরণ করেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। শেষ বলে ম্যাচ ফিনিশ করেন বাটলার।

Sunil Narine: গম্ভীরের ছোঁয়ায় পাল্টে গিয়েছেন নারিন, শতরান করে নাম তুললেন ইতিহাসের পাতায়

গত মরশুমে করেছিলেন ১৪ ম্যাচে মাত্র ২১ রান। সেই সুনীল নারিনই গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসতেই পুরো বদলে গিয়েছেন। এই মরশুমে ৬ ম্যাচে করে ফেলেছেন ২৭৬ রান।
গত মরশুমে করেছিলেন ১৪ ম্যাচে মাত্র ২১ রান। সেই সুনীল নারিনই গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসতেই পুরো বদলে গিয়েছেন। এই মরশুমে ৬ ম্যাচে করে ফেলেছেন ২৭৬ রান।
দিল্লির বিরুদ্ধে ৮৫ রান করেছিলেন। অধরা ছিল শতরানটা। সেই অধরা ইচ্ছে টুকু ঘরের মাঠে পূরণ করে ফেললেন সুনীল নারিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে করলেন শতরান।
দিল্লির বিরুদ্ধে ৮৫ রান করেছিলেন। অধরা ছিল শতরানটা। সেই অধরা ইচ্ছে টুকু ঘরের মাঠে পূরণ করে ফেললেন সুনীল নারিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে করলেন শতরান।
রাজস্থানের বিরুদ্ধে ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন সুনীল নারিন। মাত্র ৪৯ বলে নিজের শতরান পূরণ করেন কেকেআরের ক্যারিবিয়ান তারকা।
রাজস্থানের বিরুদ্ধে ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন সুনীল নারিন। মাত্র ৪৯ বলে নিজের শতরান পূরণ করেন কেকেআরের ক্যারিবিয়ান তারকা।
৫৬ বলে ১০৯ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন সুনীল নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো নারিনের ইনিংস। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখালেন নারিন।
৫৬ বলে ১০৯ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন সুনীল নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো নারিনের ইনিংস। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখালেন নারিন।
নিজের আইপিএল কেরিয়ারে প্রথম ও কেকেআরের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শতরান করলেন সুনীল নারিন। নাম লেখালেন ব্র্যান্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ারদের তালিকায়।
নিজের আইপিএল কেরিয়ারে প্রথম ও কেকেআরের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শতরান করলেন সুনীল নারিন। নাম লেখালেন ব্র্যান্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ারদের তালিকায়।

KKR vs RR: সুনীল নারিনের বিধ্বংসী শতরান, রাজস্থানকে ২২৪ রানের টার্গেট দিল কেকেআর

কলকাতা: বোলিংয়ে তো সেরা ছিলেনই, গৌতম গম্ভীরের ছোঁয়ায় আরও একবার ব্যাটিংয়েও কেকেআরের গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন সুনীল নারিন। ইডেনে রাজস্থান রয়্যালসের বোলারদের তুলোধনা করে শতরান করেন ক্যারিবিয়ান তারকা। কার্যত একার হাতেই এদিন কেকেআর টানেন নারিন। ১০৯ রানের স্মরণীয় ইনিংস খেলেন তিনি। এছাড় আংক্রিশ রঘুবংশী করেন ৩০ ও রিঙ্কু সিং করেন ২০ রান। রাজস্থানকে ২২৪ টার্গেট দেয় কেকেআর।

ইডেনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। এদিন শুরুটা ভাল হয়নি কেকেআরের। গতম্যাচের নায়ক ফিল সল্ট ১০ রান করে আউট হন। তবে এদিন বিধ্বংসী ছন্দে ছিলেন সুনীল নারিন। তাঁকে যোগ্য সঙ্গ দেন আংক্রিশ রঘুবংশী। তিনিও আক্রমণাত্মক ব্যাটিং করেন। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজনে। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।

রঘুবংশী ৩০ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার। তবে মাত্র ১১ রান করেই আউট হন কেকেআর অধিনায়ক। তবে একদিক থেকে নিজের মারকাটারি ইনিংস জারি রাখেন সুনীল নারিন। রাজস্থানের কোনও বোলারই নারিনের সামনে এদিন দাঁড়াতে পারেনি। মাত্র ৪৯ বলে আইপিএল কেরিয়ারে নিজের প্রথম শতরান ও কেকেআরের তৃতীয় শতরানকারী হন সুনীল নারিন।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

আন্দ্রে রাসেল এদিন নিজে বড় রান না পেলেও নারিনের সঙ্গে ৫১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে দুশোর দোরগাড়ায় পৌছে দেন। রাসেল করেন ১৩। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে বোল্টের শিকার হন নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শেষের দিকে ফের মারাকাটির ব্যাটিং করে রিঙ্কু সিং। শেষ ওভারে ৮ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়ার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করে কেকেআর।

KKR vs RR: ম্যাচের আগে কী করল গোটা কেকেআর দল? ছবি না দেখলে বিশ্বাস করতে পারবেন না

কলকাতা: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মর্যাদার লড়াইয়ে নামতে চলেছে কলকাতা নাইটরাইডার্স। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। লিগ টেবিলে বর্তমানে এক নম্বরে সঞ্জু স্যামসনের দল। দুইয়ে শ্রেয়স আইয়ারের কেকেআর। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। কেকেআর জিততে পারলেই দখল করবে ‘সিংহাসন’।

কিন্তু মেগা হাইভোল্টেজ ম্যাচের আগে বিন্দাস মুডে পাওয়া গেল গোটা কেকেআর দলকে। রবিবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের একদিনের মধ্যেই ফের ম্যাচ। সেই কারণে সোমবার অনুশীলন রাখেননি গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। অনুশীলন না থাকায় সুইমিং পুলে সময় কাটাল গোটা দল। নিজেদের মধ্যে বন্ডিং আরও ভাল তৈরি করার জন্যই এই উদ্যোগ কেকেআর টিম ম্যানেজমেন্টের।

কেকেআরের তরফ থেকে প্লেয়ারদের পুল সেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। য়েখানে বিন্দাস মুডে পাওয়া গেল সুনীল নারিন, আন্দ্রে রাসেল থেকে শুরু করে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মিচেল স্টার্কদের। পুল সেশনে নানা অ্যাক্টিভিটিও করেন ক্রিকেটরার। যেই সকল ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন: T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, কেকেআরের এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। রবিবার দুপুরের ম্যাচে কলকাতার তীব্র গরমে খেলে ক্লান্ত প্লেয়াররা। তাই মাঝের একটা দিন বিশ্রাম নিলে মঙ্গলবার ম্যাচে অনেক বেশি সতেজ হয়ে মাঠে নামবে সকলে। এছাড়া মরশুমের শুরু থেকেই এই দল একসঙ্গে অনুশলন করছে। যার ফলে একদিন অনুশীলন না করলে তেমন কোনও বড় ক্ষতি হবে না বলেই মনে করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে কেকেআরের বড় চিন্তা! কোন পথে হাঁটলেন গম্ভীররা? জেনে নিন বিস্তারিত

কলকাতা: ঘরের মাঠে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের সিংহাসন দখলের লড়াই। আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বর্তমানে লিগ টেবিলে থাকা এক ও দুই নম্বর দল। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে একতরফা ম্যাচে হারিয়েছে নাইটরা। মঙ্গলে ইডেনে কেকেআর বাজিমাত করতে পারলেই ফের শীর্ষস্থানে পৌছে যাবে। তবে রাজস্থানের বিরুদ্ধে নামার আগে একটি বিষয় ভাবাচ্ছে কলকাতাকে।

গত রবিবার পয়লা বৈশাখের দিন ইডেনে দুপুরের ম্যাচ খেলেছে কেকেআর। গ্রীষ্মের প্রবল দাবদাহে গলে যাওয়ার মত অবস্থা বলে জানিয়েছিলেন নাইট তারকা ফিল সল্ট। আর লখনউ ম্যাচের এক দিনের বিরতিতেই রাজস্থানের বিরুদ্ধে নামতে হচ্ছে কেকেআরকে। তাই এই গরমে পরপর ম্যাচ খেলার ক্লান্তিই একটু হলেও চিন্তায় রেখেছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টক গৌতম গম্ভীরকে।

দলের প্লেয়ারদের ক্লান্তির কথা ভাবে ম্যাচের আগের দিন অনুশীলন রাখেন কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে লখনউ ম্যাচের পর সরাসরি রাজস্থান ম্যাচেই খেলতে নামবে নাইটরা। অনুশীলনের থেকে বেশি দলকে বিশ্রাম দিয়ে চাঙ্গা রাখার পথকেই বেছে নিয়েছেন গৌতম গম্ভীররা। তারপরও মাত্র এক দিনের ব্যবধানে ম্যাচ, তারউপর এত গরম, একটু হলেও প্লেয়ারদের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ। মঙ্গলবার কেকেআর শীর্ষস্থান দখল দেখার অপেক্ষা ফ্যানেরা।

KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে বড় ভুল করল কেকেআর? খেসারত দিতে হবে না তো! জানুন বিস্তারিত

সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে ঘুডে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একতরফা ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কেকেআর।
সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে ঘুডে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একতরফা ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কেকেআর।
লখনউয়ের বিরুদ্ধে জয়ের একদিন বিরতি দিয়েই মঙ্গলবার ফের ম্যাচ খেলতে নামবে কেকেআর। এই মরশুমের এখনও পর্যন্ত সবথেকে কঠিন ম্যাচে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে নাইটরা।
লখনউয়ের বিরুদ্ধে জয়ের একদিন বিরতি দিয়েই মঙ্গলবার ফের ম্যাচ খেলতে নামবে কেকেআর। এই মরশুমের এখনও পর্যন্ত সবথেকে কঠিন ম্যাচে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে নাইটরা।
বর্তনমানে লিগ টেবিলে এক নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআর। মঙ্গলে জিততে পারলেই লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার সুযোগ কেকেআরের সামনে।
বর্তনমানে লিগ টেবিলে এক নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআর। মঙ্গলে জিততে পারলেই লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার সুযোগ কেকেআরের সামনে।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোমবার অনুশীলন করল না কেকেআর। মঙ্গলবার সরাসরি ম্যাচ খেলবে  দল। এমন সিদ্ধান্তেপ পর প্রশ্ন উঠছে বড় ম্যাচের আগে বড় ভুল করে ফেলল না তো কেকেআর?
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোমবার অনুশীলন করল না কেকেআর। মঙ্গলবার সরাসরি ম্যাচ খেলবে দল। এমন সিদ্ধান্তেপ পর প্রশ্ন উঠছে বড় ম্যাচের আগে বড় ভুল করে ফেলল না তো কেকেআর?
যদিও কেকেআরের এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। রবিবার দুপুরের ম্যাচে কলতার তীব্র গরমে খেলে ক্লান্ত প্লেয়াররা। তাই মাঝের একটা দিন বিশ্রাম নিলে মঙ্গলবার ম্যাচে অনেক বেশি সতেজ হয়ে মাঠে নামবে কেকেআর।
যদিও কেকেআরের এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। রবিবার দুপুরের ম্যাচে কলতার তীব্র গরমে খেলে ক্লান্ত প্লেয়াররা। তাই মাঝের একটা দিন বিশ্রাম নিলে মঙ্গলবার ম্যাচে অনেক বেশি সতেজ হয়ে মাঠে নামবে কেকেআর।
এছাড়া মরশুমের শুরু থেকেই এই দল একসঙ্গে অনুশলন করছে। যার ফলে একদিন অনুশীলন না করলে তেমন কোনও বড় ক্ষতি হবে না বলেই মনে করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছেন, এত ঘনঘন ম্য়াচ খেললে মাঝে একদিন বিশ্রাম দরকার।
এছাড়া মরশুমের শুরু থেকেই এই দল একসঙ্গে অনুশলন করছে। যার ফলে একদিন অনুশীলন না করলে তেমন কোনও বড় ক্ষতি হবে না বলেই মনে করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছেন, এত ঘনঘন ম্য়াচ খেললে মাঝে একদিন বিশ্রাম দরকার।

KKR vs RR: জয়ের পরেও দলে একাধিক বদল? রাজস্থানের বিরুদ্ধে কেকেআর একাদশে চমক! জেনে নিন বিস্তারিত

ঘরের মাঠে ফিরতেই ফের চেনা মেজাজে কলকাতা নাইট রাইডার্স। সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে রবিবার ইডেন গার্ডেন্সে একতরফা ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সহজ জয় পেয়েছে কেকেআর।
ঘরের মাঠে ফিরতেই ফের চেনা মেজাজে কলকাতা নাইট রাইডার্স। সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে রবিবার ইডেন গার্ডেন্সে একতরফা ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সহজ জয় পেয়েছে কেকেআর।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল এই ১৫ দিনে ঘরের মাঠে  পরপর ৫টি ম্যাচ খেলবে কেকেআর। মঙ্গলবার কেকেআর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচ জিততে পারলে লিগ টেবিলের এক নম্বর স্থান দখল করবে শ্রেয়স আইয়ারের দল।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল এই ১৫ দিনে ঘরের মাঠে পরপর ৫টি ম্যাচ খেলবে কেকেআর। মঙ্গলবার কেকেআর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচ জিততে পারলে লিগ টেবিলের এক নম্বর স্থান দখল করবে শ্রেয়স আইয়ারের দল।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ যে কেকেআরের এ মরশুমে এখনও পর্যন্ত সবথেকে কঠিন লড়াই হতে চলেছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। বর্তমানে লিগ টেবিলের পয়লা নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ যে কেকেআরের এ মরশুমে এখনও পর্যন্ত সবথেকে কঠিন লড়াই হতে চলেছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। বর্তমানে লিগ টেবিলের পয়লা নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল।
ফলে মঙ্গলবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকতে চলেছে এক ও দুই লড়াইয়ের। মেগা ম্যাচে নামার আগে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে।
ফলে মঙ্গলবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকতে চলেছে এক ও দুই লড়াইয়ের। মেগা ম্যাচে নামার আগে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে।
দলের উইনিং কম্বিনেশন খুব একটা ভাঙতে রাজি নন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তবে দুজন ক্রিকেটারের খেলা নিয়ে একটা জল্পনা রয়েছে। সেই দুই ক্রিকেটারের নাম হল মণীশ পাণ্ডে ও চেতন সাকারিয়া।
দলের উইনিং কম্বিনেশন খুব একটা ভাঙতে রাজি নন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তবে দুজন ক্রিকেটারের খেলা নিয়ে একটা জল্পনা রয়েছে। সেই দুই ক্রিকেটারের নাম হল মণীশ পাণ্ডে ও চেতন সাকারিয়া।
এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ফিল সল্ট (উইকেটকিপার), আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং /  মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/ চেতন সাকারিয়া।
এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ফিল সল্ট (উইকেটকিপার), আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং / মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/ চেতন সাকারিয়া।

KKR News: কেকেআরের সাফল্যের মাঝেও কাঁটা? যা নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা! জানুন বিস্তারিত

জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাঝে সিএসকের বিরুদ্ধে খানিক ছন্দপতন। তারপর ঘরের মাঠে ফের দাপট দেখিয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কেকেআর।
জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাঝে সিএসকের বিরুদ্ধে খানিক ছন্দপতন। তারপর ঘরের মাঠে ফের দাপট দেখিয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কেকেআর।
বর্তমানে ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নাইটরা। দলের পারফরম্যান্সে খুশি সকলেই। আত্মবিশ্বাসী গোটা দল। মঙ্গলবার কঠিন ম্যাচেচ কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
বর্তমানে ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নাইটরা। দলের পারফরম্যান্সে খুশি সকলেই। আত্মবিশ্বাসী গোটা দল। মঙ্গলবার কঠিন ম্যাচেচ কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
এত সব পজেটিভ বিষয়ের মধ্যে কেকেআরের কাঁটা হিসেবে উঠে আসছে একটি বিষয়। আর সেই চিন্তার কারণ হল নাইট অধনায়ক শ্রেয়স আইয়ারের অতিরিক্ত স্লো ব্যাটিং। প্রায় প্রতি ম্যাচেই বল পিছু রান করছেন শ্রেয়স।
এত সব পজেটিভ বিষয়ের মধ্যে কেকেআরের কাঁটা হিসেবে উঠে আসছে একটি বিষয়। আর সেই চিন্তার কারণ হল নাইট অধনায়ক শ্রেয়স আইয়ারের অতিরিক্ত স্লো ব্যাটিং। প্রায় প্রতি ম্যাচেই বল পিছু রান করছেন শ্রেয়স।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সেখানে একদিক ধরে রাখলেও ৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬১ রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সেখানে একদিক ধরে রাখলেও ৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক।
মরশুমের শুরু থেকে এখনও শ্রেয়সকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। সিএসকের বিরুদ্ধে ৩৪ বলে ৩২, দিল্লির বিরুদ্ধে ১১ বলে ১৮, সানরাইজারেসের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি শ্রেয়স আইয়ার।
মরশুমের শুরু থেকে এখনও শ্রেয়সকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। সিএসকের বিরুদ্ধে ৩৪ বলে ৩২, দিল্লির বিরুদ্ধে ১১ বলে ১৮, সানরাইজারেসের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ারের বল পিছু রানের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ শ্রেয়স স্লো খেলায় ব্যাটিংয়ের  ঠিকঠাক সুযোগই পাচ্ছেন না আন্দ্রে রাসে, রিঙ্কু সিং। তবে একদিক থেকে ধরে থাকা দলেরই রণনীতি কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
শ্রেয়স আইয়ারের বল পিছু রানের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ শ্রেয়স স্লো খেলায় ব্যাটিংয়ের ঠিকঠাক সুযোগই পাচ্ছেন না আন্দ্রে রাসে, রিঙ্কু সিং। তবে একদিক থেকে ধরে থাকা দলেরই রণনীতি কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
দল ভাল পারফর্ম করছে, একটি ম্যাচ বাদে সব ম্যাচই জিতেছে। তাই এখনও সেভাবে শ্রেয়সেই স্লো ব্যাটিং নিয়ে কাটাচেরা হচ্ছে না। আপাতত রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করাই লক্ষ্য কেকেআরের।
দল ভাল পারফর্ম করছে, একটি ম্যাচ বাদে সব ম্যাচই জিতেছে। তাই এখনও সেভাবে শ্রেয়সেই স্লো ব্যাটিং নিয়ে কাটাচেরা হচ্ছে না। আপাতত রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করাই লক্ষ্য কেকেআরের।

KKR vs RR: কেকেআরের সামনে ‘সিংহাসন’ দখলের লড়াই! এবার সবথেকে কঠিন ‘যুদ্ধ’ নাইটদের

সিএসকের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে দারুণভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলা নববর্ষের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটে-বলে দুরমুশ করে সহজ জয় পেয়েছে কেকেআর।
সিএসকের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে দারুণভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলা নববর্ষের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটে-বলে দুরমুশ করে সহজ জয় পেয়েছে কেকেআর।
জয়ের ফেরার আনন্দ ও আত্মবিশ্বাস থাকলেও কেকেআরের সামনে এখন কঠিন লড়াই। কারণ মঙ্গলবারই এই মরশুমের সবথেকে কঠিন ম্যাচটা খেলতে নামবে মেন্টর গৌতম গম্ভীরের ছেলেরা।
জয়ের ফেরার আনন্দ ও আত্মবিশ্বাস থাকলেও কেকেআরের সামনে এখন কঠিন লড়াই। কারণ মঙ্গলবারই এই মরশুমের সবথেকে কঠিন ম্যাচটা খেলতে নামবে মেন্টর গৌতম গম্ভীরের ছেলেরা।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
সিএসকের বিরুদ্ধে হারের আগে পর্যন্ত লিগ টেবিলে শীর্ষস্থান ছিল কেকেআরের। কিন্তু চেন্নাইতে হারের পর তা দখল করে নেয় রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে ফের 'সিংহাসন' দখলের সুযোগ নাইটদের।
সিএসকের বিরুদ্ধে হারের আগে পর্যন্ত লিগ টেবিলে শীর্ষস্থান ছিল কেকেআরের। কিন্তু চেন্নাইতে হারের পর তা দখল করে নেয় রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে ফের ‘সিংহাসন’ দখলের সুযোগ নাইটদের।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
ফলে রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।
ফলে রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।

KKR vs RR : রানা-রিঙ্কু জুটিতে ৫ ম্যাচ পর ফের জয়ের সরণিতে কেকেআর! রইল প্লে অফের আশা

কেকেআর জয়ী ৭ উইকেটে

#মুম্বই: তাকে নিয়ে অনেক মজার কথা সোশ্যাল মিডিয়ায় লেখা হয়। ছোট করে দেখানোর চেষ্টা হয়। কিন্তু রিঙ্কু সিং দেখাচ্ছেন তাকে নিয়ে ইয়ার্কি করার জায়গা নেই। রাজস্থান রয়্যালসকে হারিয়ে অবশেষে জয়ের রাস্তায় ফিরল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আয়ারের দল সোমবার জিতল ৭ উইকেটে। টিকে থাকল প্লে-অফের আশাও। অনবদ্য খেললেন রিঙ্কু সিং। পাঁচে নেমে নীতীশ রানার সঙ্গে জুটি বেধে দলকে জিতিয়ে দিলেন তিনি।

রাজস্থানের ১৫২-র জবাবে তিন উইকেট হারিয়েই সেই রান তুলে নিল কলকাতা। ম্যাচের আগে পিচ থেকে সঞ্চালক ম্যাথু হেডেন বলছিলেন, টসে যে-ই জিতুক, তাঁর উচিত আগে ব্যাট নেওয়া। কিন্তু শ্রেয়স টসে জিতে উল্টোটাই করলেন। কিছুক্ষণ পরে মনে হল তাঁর সিদ্ধান্তই সঠিক। রাজস্থানের দুই ওপেনার শুরুটা মোটেই ভাল করতে পারলেন না।

তৃতীয় ওভারের প্রথম বলেই দেবদত্ত পাড়িক্কলকে তুলে নিলেন উমেশ যাদব। জস বাটলারের সঙ্গে যোগ দেন সঞ্জু স্যামসন। দুই মারকুটে ব্যাটার ক্রিজে থাকা সত্ত্বেও রানের গতি বাড়ছিল না। বাটলারকে নিয়ে ভয় ছিল কলকাতার। কিন্তু বোলাররা এদিন বাটলারকে নির্বিষ করে রাখলেন। ইংল্যান্ডের ব্যাটার জ্বলে উঠতে পারেননি। বল বেশি নিয়ে নিচ্ছিলেন। শেষ পর্যন্ত ছয় মারতে গিয়ে টিম সাউদির বলে শিবম মাভির হাতে ক্যাচ দিলেন।

তিনে নামা করুণ নায়ার বা চারে নামা রিয়ান পরাগ, কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। তবে উইকেটের আর এক দিকে টলানো যাচ্ছিল না সঞ্জুকে। কেকেআর বোলারদের অনায়াসেই খেলছিলেন। তবে পিচ ধীরগতির হওয়ার কারণে বড় শট মারতে সমস্যা হচ্ছিল। রান তোলার গতি বাড়াতে গিয়ে তিনি আউট হলেন অর্ধশতরানের পরেই। রাজস্থান যে দেড়শো পেরল, তার কৃতিত্ব শিমরন হেটমেয়ারের।

শেষ দিকে ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন ক্যারিবিয়ান ব্যাটার। এদিন কলকাতার ওপেনিং জুটিতে ফের দেখা গেল বদল। মরসুমে এই নিয়ে ষষ্ঠ বার। এ বার অ্যারন ফিঞ্চের সঙ্গী হলেন বাবা ইন্দ্রজিৎ। ফিঞ্চের ছন্দ এ দিনও পাওয়া গেল না। চতুর্থ ওভারের কুলদীপ সেনের বলে বোল্ড হলেন। প্রসিদ্ধ কৃষ্ণকে ছয় মারতে গিয়ে ফিরলেন ইন্দ্রজিৎও। প্রথম দিকেই দু’টি উইকেট হারানোয় কলকাতার দরকার ছিল একটা জুটি।

সেই জুটি গড়লেন শ্রেয়স এবং নীতীশ রানা। তৃতীয় উইকেটে উঠল ৬০ রান। নীতীশ একটু ধরে খেললেও শ্রেয়স চালিয়ে খেলছিলেন। কিন্তু উইকেটও খোয়াতে হল সেই কারণেই। ট্রেন্ট বোল্টের একটি কোমরসমান বলে পুল করতে গিয়েছিলেন। বল গ্লাভস ছুঁয়ে জমা পড়ে সঞ্জুর হাতে।

কলকাতার ব্যাটিংয়ে ধস নামতেই পারত এর পর। কিন্তু নামল না রিঙ্কু সিং এর কারণেই। নীতীশের সঙ্গে জুটি বেধে তিনি দলকে জয়ের রাস্তায় পৌঁছে দিলেন। তাঁকে নিয়ে নেটমাধ্যমে মিম তৈরি হতে পারে। কিন্তু মাঠে নেমে সব সমালোচনারই জবাব দিচ্ছেন রিঙ্কু। প্রতিটি ম্যাচে যেমন নিয়ম করে ক্যাচ নিচ্ছেন, তেমনই ব্যাট হাতে রানও করে দিচ্ছেন। রাসেলকে আর দরকার হল না। কেকেআর তাকে না ছেড়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে দেখিয়ে দিলেন রিঙ্কু।