কোন শহর বলুন তো

Knowledge Story: হেরে গেল বেজিং, কোটিপতিদের সংখ্যায় এশিয়ার এক নম্বরে ভারতের এই শহর! বলুন তো, কোন শহর?

চিনের মুখে যেন চুনকালি লাগিয়ে দিল ভারত। করোনার পর চিনের বিশ্বাসযোগ্যতা বিশ্বজুড়েই হুহু করে কমেছে। যার প্রভাব প্রতিপদে আঘাত আসছিল চিনের অর্থনীতিতেও। চিনের অর্থনীতি খারাপ হচ্ছিল বলে শোনা যায়। এবার তা নিশ্চিত ভাবেই প্রমাণ হল।

চিনের মুখে যেন চুনকালি লাগিয়ে দিল ভারত। করোনার পর চিনের বিশ্বাসযোগ্যতা বিশ্বজুড়েই হুহু করে কমেছে। যার প্রভাব প্রতিপদে আঘাত আসছিল চিনের অর্থনীতিতেও। চিনের অর্থনীতি খারাপ হচ্ছিল বলে শোনা যায়। এবার তা নিশ্চিত ভাবেই প্রমাণ হল।
বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর শিরোপা ছিনিয়ে নিল মুম্বই। শুধু তাই নয়, আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের প্রথম তিনটি শহরের তালিকাতেও ঢুকে পড়ল মুম্বই। ভারতে যে কোটিপতিদের সংখ্যা বাড়ছে, তা এর থেকেই প্রমাণিত হল।
বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর শিরোপা ছিনিয়ে নিল মুম্বই। শুধু তাই নয়, আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের প্রথম তিনটি শহরের তালিকাতেও ঢুকে পড়ল মুম্বই। ভারতে যে কোটিপতিদের সংখ্যা বাড়ছে, তা এর থেকেই প্রমাণিত হল।
হুরান গ্লোবাল রিচ লিস্ট ২০২৪ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড গতিতে উত্থান হয়েছে ভারতের কোটিপতিদের। গতবছরের তুলনায় এই বছর প্রায় ১০০ জন বিলিওনিয়ার বেরিয়েছে দেশ থেকে। আর বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর তকমা ছিনিয়ে নিয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই।
হুরান গ্লোবাল রিচ লিস্ট ২০২৪ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড গতিতে উত্থান হয়েছে ভারতের কোটিপতিদের। গতবছরের তুলনায় এই বছর প্রায় ১০০ জন বিলিওনিয়ার বেরিয়েছে দেশ থেকে। আর বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর তকমা ছিনিয়ে নিয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই।
একই সঙ্গে মুম্বই পৌঁছে গেল বিশ্বে আর্থিকভাবে এগিয়ে থাকা শহরগুলির তিন নম্বর স্থানে। চিন ও আমেরিকার পর ভারত বিলিওনিয়ারদের তৃতীয়তম স্থানে থাকা দেশে।
একই সঙ্গে মুম্বই পৌঁছে গেল বিশ্বে আর্থিকভাবে এগিয়ে থাকা শহরগুলির তিন নম্বর স্থানে। চিন ও আমেরিকার পর ভারত বিলিওনিয়ারদের তৃতীয়তম স্থানে থাকা দেশে।
মুম্বই ভারতের সবচেয়ে জনবহুল শহর। ৬০৩ বর্গকিলোমিটারের সেই শহরের মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি। বেজিংয়ের আয়তন ১৬ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যাও মুম্বইয়ের তুলনায় বেশি। অথচ, শতকোটিপতিদের নিরিখে এশিয়ার মধ্যে সকলের আগে মুম্বই।
মুম্বই ভারতের সবচেয়ে জনবহুল শহর। ৬০৩ বর্গকিলোমিটারের সেই শহরের মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি। বেজিংয়ের আয়তন ১৬ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যাও মুম্বইয়ের তুলনায় বেশি। অথচ, শতকোটিপতিদের নিরিখে এশিয়ার মধ্যে সকলের আগে মুম্বই।
হুরুন রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের সব থেকে বিলিওনিয়ার রয়েছেন আমেরিকার নিউ ইয়র্কে। মোট ১১৯ জন বিলিওনিয়ার নিউ ইয়র্কে রয়েছেন।
হুরুন রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের সব থেকে বিলিওনিয়ার রয়েছেন আমেরিকার নিউ ইয়র্কে। মোট ১১৯ জন বিলিওনিয়ার নিউ ইয়র্কে রয়েছেন।
এর পরেই জায়গা করে নিয়েছে লন্ডন। সেই শহরে শতকোটিপতিদের সংখ্যা ৯৭। তালিকায় এর পরেই নাম রয়েছে মুম্বইয়ের। বিশ্বের তৃতীয় হলেও এশিয়ার মধ্যে প্রথম মুম্বই।
এর পরেই জায়গা করে নিয়েছে লন্ডন। সেই শহরে শতকোটিপতিদের সংখ্যা ৯৭। তালিকায় এর পরেই নাম রয়েছে মুম্বইয়ের। বিশ্বের তৃতীয় হলেও এশিয়ার মধ্যে প্রথম মুম্বই।
সমীক্ষা অনুযায়ী, মুম্বইয়ের বিলিওনিয়ার সংখ্যা ৯২। বেজিং এর পরেই। ৯১ জন বিলিওনিয়ার রয়েছে চিনের রাজধানীতে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সাংহাই।
সমীক্ষা অনুযায়ী, মুম্বইয়ের বিলিওনিয়ার সংখ্যা ৯২। বেজিং এর পরেই। ৯১ জন বিলিওনিয়ার রয়েছে চিনের রাজধানীতে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সাংহাই।