Tag Archives: Rupee

Rupee: আগুন পুড়ছে লক্ষ-লক্ষ টাকা! মুর্শিদাবাদে ভয়ঙ্কর দৃশ্য! কী ঘটল, শুনলে তাজ্জব হয়ে যাবেন

মুর্শিদাবাদ: শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলেন্ডারের বিস্ফোরণ। আগুনে পুড়ে ভস্মীভূত হল তিনটি বাড়ি। জলের অভাবে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেন না বাসিন্দারা। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই প্রায় দু’লক্ষের বেশি নগদ অর্থ। তিনটি বাড়ির আসবাবপত্র চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন এক বৃদ্ধাও। তাঁকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে ভরতপুর থানার গোপালপুর গ্রামের। অন্যদিকে বাড়িতে ধান বিক্রির টাকা নগদ অর্থ দু’লক্ষ টাকা মজুত করে রাখা ছিল তাও আগুনে পুড়ে যায়। যার কারণে মাথায় হাত এখন কৃষক পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই গ্রামে গ্যাস ওভেন জ্বালিয়ে তাঁর শিশুর জন্য দুধ গরম করছিলেন তপতি বিশ্বাস। কিন্তু হঠাৎ করেই গ্যাস ওভেনে আগুন ধরে যায়। অবস্থা বেহাল দেখে কোলের শিশু তুলে নিয়ে ঘর ছেড়ে ছুটে যান তিনি। চিৎকার করে আগুন ধরার কথা প্রতিবেশিদের জানান। এর পরক্ষনেই গোটা বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পরে পাশের দুটি বাড়িতেও। তিনটি বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। সেই সময় বাসিন্দারা বালতি হাতে জল নিয়ে ছুটে আসেন। কিন্তু কয়েক বালতি জলে আগুন নেভানোর মত পরিস্থিতি ছিল না। সব বাড়ি গুলি ছিল মাটির দেওয়াল দেওয়া ছিটে বেড়া জাতীয়। আগুনে অগ্নিদগ্ধ হয়ে পড়েন শাস্তিবালা বিশ্বাস নামে এক সত্তরোর্ধ মহিলা। অন্যদিকে আগুনে পুড়ে যায় নগদ অর্থ।

আরও পড়ুন: কাঁচরাপাড়া থেকে সোজা হাসপাতাল, ভোটের মুখেই মুকুল রায়কে ঘিরে বড় শোরগোল! কী ঘটল?

প্রতিবেশী পিন্টু বিশ্বাস বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় কোথাও জল নেই। বর্তমানে তীব্র দাবদাহের জন্য পুকুর খাল সবই ফাঁকা। তাই চোখের সামনেই তিনটি বাড়ি পুড়ে ছাই পুড়ে যায়। আমরা খালি বালতি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কারও কিছু করার ছিল না।
ক্ষতিগ্রস্থ জীতেন বিশ্বাস বলেন, বাড়ির আসবাবপত্র থেকে নগদ গহনা সব কিছু পড়ে ছাই হয়ে গিয়েছে। এমনকি ছেলে মেয়েদের লেখাপড়ার সবুজ সাথীর সাইকেল থেকে বইপত্রও পুড়ে ছাড় হয়ে গেল।

অন্যদিকে ওপর বাসিন্দা পূর্ণিমা বিশ্বাস বলেন, প্রায় একঘণ্টা ধরে চোখের সামনে সব কিছু পুড়ে যাচ্ছে। গ্রামের সকলেই আগুন নেভাতে এসেছেন। কিন্তু জল পাওয়া যাচ্ছে না। আগুনের তাপে ধারে কাছেও ঘেষা যাচ্ছে না। সংকির্ণ রাস্তার কারণে দমকল বিভাগের গাড়িও গ্রামে ঢোকে না। তাই আগুনে পুড়ে শুধু বাড়ি পুড়ল তা নয়। আমরাও একেবারে পথে বসে গেলাম।

—- কৌশিক অধিকারী

Rupee: তখন মাঝরাত, কলকাতায় ফের টাকার পাহাড়! উদ্ধার আয়কর হানায়, কার বাড়ি থেকে? জেনে চমকে যাবেন

কলকাতা: লোকসভা ভোটের মুখে ফের শহর কলকাতায় টাকা উদ্ধার করল আয়কর দফতর। চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থায় ২ দিন ধরে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। এরপর সেখান থেকে ৫৮ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর।

ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে খবর। ভোটের মুখে ওই জায়গাতে কেন এত টাকা রাখা হয়েছিল, এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ী। আয়কর দফতর সূত্রে এমনই খবর। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই বাংলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: মুম্বইয়ের ড্রেসিংরুমে তোলপাড়, রোহিত-হার্দিকের সঙ্গে আচমকা ‘ঘনিষ্ঠ’ এক সুন্দরী! কে এই রহস্যময়ী?

কোম্পানির ডিরেক্টর সত্যেন্দ্র প্রসাদ সাউ, স্ত্রী নমিতা সাউ ও মেয়ে সিমরণ সাউ এই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে আয়কর দফতর। চুঁচুড়া, মধ্যপ্রদেশ এবং ডানকুনিতে কারাখানা, চুঁচুড়ায় হোটেল, কলকাতার বাড়ি এবং আরেকটি অফিস সব মিলিয়ে ৬ জায়গায় বুধবার দুপুর ১২টা থেকে তল্লাশি শুরু হয়, বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিট পর্যন্ত তল্লাশি চলে।

Knowledge Story: হেরে গেল বেজিং, কোটিপতিদের সংখ্যায় এশিয়ার এক নম্বরে ভারতের এই শহর! বলুন তো, কোন শহর?

চিনের মুখে যেন চুনকালি লাগিয়ে দিল ভারত। করোনার পর চিনের বিশ্বাসযোগ্যতা বিশ্বজুড়েই হুহু করে কমেছে। যার প্রভাব প্রতিপদে আঘাত আসছিল চিনের অর্থনীতিতেও। চিনের অর্থনীতি খারাপ হচ্ছিল বলে শোনা যায়। এবার তা নিশ্চিত ভাবেই প্রমাণ হল।

চিনের মুখে যেন চুনকালি লাগিয়ে দিল ভারত। করোনার পর চিনের বিশ্বাসযোগ্যতা বিশ্বজুড়েই হুহু করে কমেছে। যার প্রভাব প্রতিপদে আঘাত আসছিল চিনের অর্থনীতিতেও। চিনের অর্থনীতি খারাপ হচ্ছিল বলে শোনা যায়। এবার তা নিশ্চিত ভাবেই প্রমাণ হল।
বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর শিরোপা ছিনিয়ে নিল মুম্বই। শুধু তাই নয়, আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের প্রথম তিনটি শহরের তালিকাতেও ঢুকে পড়ল মুম্বই। ভারতে যে কোটিপতিদের সংখ্যা বাড়ছে, তা এর থেকেই প্রমাণিত হল।
বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর শিরোপা ছিনিয়ে নিল মুম্বই। শুধু তাই নয়, আর্থিকভাবে এগিয়ে থাকা বিশ্বের প্রথম তিনটি শহরের তালিকাতেও ঢুকে পড়ল মুম্বই। ভারতে যে কোটিপতিদের সংখ্যা বাড়ছে, তা এর থেকেই প্রমাণিত হল।
হুরান গ্লোবাল রিচ লিস্ট ২০২৪ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড গতিতে উত্থান হয়েছে ভারতের কোটিপতিদের। গতবছরের তুলনায় এই বছর প্রায় ১০০ জন বিলিওনিয়ার বেরিয়েছে দেশ থেকে। আর বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর তকমা ছিনিয়ে নিয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই।
হুরান গ্লোবাল রিচ লিস্ট ২০২৪ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড গতিতে উত্থান হয়েছে ভারতের কোটিপতিদের। গতবছরের তুলনায় এই বছর প্রায় ১০০ জন বিলিওনিয়ার বেরিয়েছে দেশ থেকে। আর বেজিং-কে টপকে এশিয়ায় বিলিওনিয়ারদের রাজধানীর তকমা ছিনিয়ে নিয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই।
একই সঙ্গে মুম্বই পৌঁছে গেল বিশ্বে আর্থিকভাবে এগিয়ে থাকা শহরগুলির তিন নম্বর স্থানে। চিন ও আমেরিকার পর ভারত বিলিওনিয়ারদের তৃতীয়তম স্থানে থাকা দেশে।
একই সঙ্গে মুম্বই পৌঁছে গেল বিশ্বে আর্থিকভাবে এগিয়ে থাকা শহরগুলির তিন নম্বর স্থানে। চিন ও আমেরিকার পর ভারত বিলিওনিয়ারদের তৃতীয়তম স্থানে থাকা দেশে।
মুম্বই ভারতের সবচেয়ে জনবহুল শহর। ৬০৩ বর্গকিলোমিটারের সেই শহরের মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি। বেজিংয়ের আয়তন ১৬ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যাও মুম্বইয়ের তুলনায় বেশি। অথচ, শতকোটিপতিদের নিরিখে এশিয়ার মধ্যে সকলের আগে মুম্বই।
মুম্বই ভারতের সবচেয়ে জনবহুল শহর। ৬০৩ বর্গকিলোমিটারের সেই শহরের মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি। বেজিংয়ের আয়তন ১৬ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যাও মুম্বইয়ের তুলনায় বেশি। অথচ, শতকোটিপতিদের নিরিখে এশিয়ার মধ্যে সকলের আগে মুম্বই।
হুরুন রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের সব থেকে বিলিওনিয়ার রয়েছেন আমেরিকার নিউ ইয়র্কে। মোট ১১৯ জন বিলিওনিয়ার নিউ ইয়র্কে রয়েছেন।
হুরুন রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের সব থেকে বিলিওনিয়ার রয়েছেন আমেরিকার নিউ ইয়র্কে। মোট ১১৯ জন বিলিওনিয়ার নিউ ইয়র্কে রয়েছেন।
এর পরেই জায়গা করে নিয়েছে লন্ডন। সেই শহরে শতকোটিপতিদের সংখ্যা ৯৭। তালিকায় এর পরেই নাম রয়েছে মুম্বইয়ের। বিশ্বের তৃতীয় হলেও এশিয়ার মধ্যে প্রথম মুম্বই।
এর পরেই জায়গা করে নিয়েছে লন্ডন। সেই শহরে শতকোটিপতিদের সংখ্যা ৯৭। তালিকায় এর পরেই নাম রয়েছে মুম্বইয়ের। বিশ্বের তৃতীয় হলেও এশিয়ার মধ্যে প্রথম মুম্বই।
সমীক্ষা অনুযায়ী, মুম্বইয়ের বিলিওনিয়ার সংখ্যা ৯২। বেজিং এর পরেই। ৯১ জন বিলিওনিয়ার রয়েছে চিনের রাজধানীতে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সাংহাই।
সমীক্ষা অনুযায়ী, মুম্বইয়ের বিলিওনিয়ার সংখ্যা ৯২। বেজিং এর পরেই। ৯১ জন বিলিওনিয়ার রয়েছে চিনের রাজধানীতে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সাংহাই।

Crorepati: কোটিপতি হতে চান? ৩৫ হাজার টাকা আছে তো! শুধু এই জায়গায় যান, কোটিপতি হয়ে ফিরুন

কলকাতা: কোটিপতি হতে চান? কিন্তু কোটিপতি হতে চাইলেও তো তা হওয়া মুখের কথা নয়। ভারতের মতো দেশে মোটা টাকা উপার্জন করলে ও বিপুল টাকা সঞ্চয় করলে তবেই কোটিপতি হওয়া যায়।
কলকাতা: কোটিপতি হতে চান? কিন্তু কোটিপতি হতে চাইলেও তো তা হওয়া মুখের কথা নয়। ভারতের মতো দেশে মোটা টাকা উপার্জন করলে ও বিপুল টাকা সঞ্চয় করলে তবেই কোটিপতি হওয়া যায়।
ভারতে কোটিপতির সংখ্যাও খুবই কম। লাখ টাকা সঞ্চয় করতেই কেটে যায় জীবনের অনেকটা সময়। তবে একটা তথ্য জানলে চমকে যাবেন, ভারত থেকে কম টাকা নিয়ে অন্য দেশে গিয়ে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। বেশি টাকা নয়, ৩৪ হাজারের কিছু বেশি টাকা থাকলেই আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে।
ভারতে কোটিপতির সংখ্যাও খুবই কম। লাখ টাকা সঞ্চয় করতেই কেটে যায় জীবনের অনেকটা সময়। তবে একটা তথ্য জানলে চমকে যাবেন, ভারত থেকে কম টাকা নিয়ে অন্য দেশে গিয়ে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। বেশি টাকা নয়, ৩৪ হাজারের কিছু বেশি টাকা থাকলেই আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে।
কোন দেশ? দেশটি কিন্তু ভারত থেকে খুব বেশি দূরেও নয়। দেশটির নাম হল ভিয়েতনাম। সেই ভিয়েতনামে যদি আপনি ভারতীয় মুদ্রায় ৩৪ হাজার ৩৪৭ টাকা নিয়ে যান, তাহলে তিনি হয়ে যেতে পারেন কোটিপতি। মানে, ওই দেশের মুদ্রায় ৩৪ হাজার ৩৪৭ টাকার দামই হল এক কোটি টাকা।
কোন দেশ? দেশটি কিন্তু ভারত থেকে খুব বেশি দূরেও নয়। দেশটির নাম হল ভিয়েতনাম। সেই ভিয়েতনামে যদি আপনি ভারতীয় মুদ্রায় ৩৪ হাজার ৩৪৭ টাকা নিয়ে যান, তাহলে তিনি হয়ে যেতে পারেন কোটিপতি। মানে, ওই দেশের মুদ্রায় ৩৪ হাজার ৩৪৭ টাকার দামই হল এক কোটি টাকা।
বিশ্বের প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা রয়েছে। ঠিক যেমন ভারতের টাকা, আমেরিকার ডলার। দেশের অন্দরে লেনদেনের জন্য নিজস্ব মুদ্রাই ব্যবহার করতে পারেন সে দেশের নাগরিকেরা। ভারতের এক টাকার মূল্যও প্রতিটি দেশে পরিবর্তিত হয় সে দেশের হিসেবে।
বিশ্বের প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা রয়েছে। ঠিক যেমন ভারতের টাকা, আমেরিকার ডলার। দেশের অন্দরে লেনদেনের জন্য নিজস্ব মুদ্রাই ব্যবহার করতে পারেন সে দেশের নাগরিকেরা। ভারতের এক টাকার মূল্যও প্রতিটি দেশে পরিবর্তিত হয় সে দেশের হিসেবে।
পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে আপনার এক টাকার মূল্য এক টাকার থেকে অনেক বেশি। তার মধ্যে অন্যতম এই ভিয়েতনাম দেশটি। সেখানকার মুদ্রাকে বলা হয় ভিয়েতনামিজ ডং।
পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে আপনার এক টাকার মূল্য এক টাকার থেকে অনেক বেশি। তার মধ্যে অন্যতম এই ভিয়েতনাম দেশটি। সেখানকার মুদ্রাকে বলা হয় ভিয়েতনামিজ ডং।
বর্তমানে ভারতের ১ টাকার মূল্য ২৯১ ভিয়েতনামিজ ডং-এর কিছু বেশি। অর্থাৎ মধ্যবিত্ত মানুষও গিয়ে কোটিপতি হয়ে যেতে পারেন সেই দেশে গিয়ে।
বর্তমানে ভারতের ১ টাকার মূল্য ২৯১ ভিয়েতনামিজ ডং-এর কিছু বেশি। অর্থাৎ মধ্যবিত্ত মানুষও গিয়ে কোটিপতি হয়ে যেতে পারেন সেই দেশে গিয়ে।