Landslide Danger: আচমকা ঘটে গেল এই ঘটনা! প্রবল আতঙ্কে স্থানীয়রা

পূর্ব বর্ধমান: বর্ষাকালে আচমকাই বিপদ ঘটে গেল জেলায়। পূর্বস্থলী-১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এই গ্রামেই রয়েছে খড়ি নদী। সেই খড়ি নদীর পাশে থাকা রাস্তায় আচমকাই ধস নেমেছে। যার জেরে রাস্তার পাশে থাকা বাড়িগুলির বাসিন্দারা বর্তমানে ভাঙনের আতঙ্কে দিন গুনছেন।

গত দু’দিন ধরেই অবিরাম বৃষ্টি হয়ে চলেছে পূর্ব বর্ধমান জেলায়। বৃহস্পতিবার সকাল থেকেও মুষলধারায় বর্ষণ হয়েছে। আর তাতেই খড়ি নদীর পাশে থাকা একটি রাস্তার অংশ হঠাৎই ভেঙে পড়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে রাস্তার পাশের বাড়িগুলিতেও যখন তখন ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর‌ও পড়ুন: ঘাটালে ফের বন্যার শঙ্কা! ভেঙে গেল একের পর এক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন যোগাযোগ

এই হঠাৎ ঘনিয়ে আসা বিপদ প্রসঙ্গে ঝন্টু মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এই গ্রামে ঠিক এই রাস্তার ধারে প্রায় ৪০ থেকে ৫০ টা পরিবার বসবাস করে। বর্তমানে আমরা খুবই আতঙ্কে রয়েছি। যখন তখন আমাদের বাড়ি ভেঙে তলিয়ে যেতে পারে নদীতে। প্রশাসনের কাছে আমরা সাহায্য চাইছি। বেশ কয়েকজন তাদের বাড়ি ছেড়ে চলেও গিয়েছে। তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে আমাদের বাড়িঘর সবকিছুই তলিয়ে যাবে। বাড়ি ঘর তলিয়ে গেলে পরিবার নিয়ে কোথায় থাকব সেই চিন্তাতে রয়েছি।

স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, গত চার দিন ধরেই অল্পবিস্তর মাটি ঝড়ে পড়ছিল গোপীনাথপুর গ্রামের খড়ি নদীর পাশে অবস্থিত এই রাস্তা থেকে। এদিন আচমকাই রাস্তায় ধস নামে। স্বভাবতই খড়ি নদীর পাড়ে থাকা বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা এমতাবস্থায় চাইছেন প্রশাসন অবিলম্বে এবিষয়ে হস্তক্ষেপ করুক। এই প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান মবিন হোসেন মণ্ডল জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং স্থানীয় সদস্যের সঙ্গে কথা বলে এই বিষয়ে ব্যবস্থা নেবেন। তবে বর্তমানে স্থানীয়দের রাতের ঘুম উড়েছে। চরম আতঙ্কে কাটছে তাঁদের দিন। যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

বনোয়ারীলাল চৌধুরী