লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচার

Laxmir Bhandar: এবারের ভোটে বাজিমাতের আসল অস্ত্র কী? মহিলাদের বাড়ি-বাড়ি পাঠিয়ে জানাচ্ছে তৃণমূল

বসিরহাট: মহিলা ভোট টানতে ভরসা সেই লক্ষ্মীর ভান্ডার! বাড়ি বাড়ি ‌যাচ্ছেন তৃণমূল মহিলা কর্মীরা চৈত্রের দাবদহে পারদ যত বাড়ছে সেই সঙ্গে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে যাওয়ায় নির্বাচনী ভোট প্রচারেও পারদের উর্ধ্বমুখী দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়ায়। তীব্র গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে মহিলা তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে রাজ্যের মহিলারা ৫০০-১০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে প্রতিমাসে পাচ্ছেন।

লোকসভা নির্বাচনের আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। যা চলতি মাস থেকে মহিলারা ১০০০-১২০০ টাকা প্রতিমাসে ভাতা হিসেবে পাবেন। এবার নির্বাচনী প্রচারে লক্ষীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধিকে হাতিয়ার করেই হাতে লক্ষীর ভাণ্ডার, মিষ্টি, আবির নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা।

আরও পড়ুন: ৫ রানে ৫ উইকেট! IPL-এ মাত্র একজনেরই আছে এই রেকর্ড! বলুন তো, কে সেই ভারতীয় প্লেয়ার?

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া-২ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে নির্বাচনী প্রচারের মিছিলের সম্মুখভাগে দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার হাতে লক্ষ্মীর সাজে বেরিয়েছেন এলাকার মহিলারা।

লক্ষ্মীর ভাণ্ডারের মাটির ঘট হাতে নিয়ে আবীর খেলে মিষ্টিমুখ করালেন এলাকাবাসীদের। নির্বাচনী প্রচারে বিভিন্ন সময় একাধিক রাজনৈতিক দলের প্রচারের মাধ্যম হিসেবে ভিন্ন রূপ দেখা গেল। হাতে মাটির লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুয়ারে দুয়ারে প্রচারে আদতে কতটা সাড়া পড়বে তা সময় বলবে।

— জুলফিকার মোল্যা