বন্যার আশঙ্কা জেলায় 

Flood Situation: লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি জেলায়, বাঁধহীন এলাকায় আতঙ্ক

দক্ষিণ দিনাজপুর: গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে তপন ব্লকের বজ্রাপুকুর, বাসইর, সুথল, জিগাতলী, গোপীনাথপুর সহ বিস্তীর্ণ এলাকাতে নদীর জল প্রবেশ করতে শুরু করেছে। এভাবে যদি আর কয়েক ঘন্টা বৃষ্টি হয় তবে বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়বেন।

বাসিন্দাদের অভিযোগ, এই এলাকা জুড়ে বাঁধ নির্মাণের কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ-এর কাছেও একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি আজও। নদীর জল বাড়লেই রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়, এমনকি অন্যান্য এলাকা থেকে এই ১০-১২টি গ্রাম একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন: আম চিনতে পড়ুয়াদের জন্য আমের মেলা! উপভোগ করল কচিকাঁচারা

স্থানীয় গ্রামবাসী মোহন বর্মন বলেন, প্রায় প্রতি বছর বন্যা পরিস্থিতির শিকার প্রত্যেকে। যেভাবে নদীতে জল বাড়ছে একদিনের মধ্যে বাড়িতে জল ঢুকে যেতে পারে। এই এলাকায় নদী বাঁধ দেওয়া হলে খুব ভাল হয়। বাড়িতে জল ঢুকে গেলে কোথায় গিয়ে উঠতে হবে তা জানা নেই। পাড়ায় বেশিরভাগই মাটির বাড়ি। সরকারি বাড়ি পেলে হয়ত ঘর ছাড়তে হত না।

রাতভর বৃষ্টি হলে এলাকার লোকজনের বাড়িতেও জল ঢুকে পড়বে, তা নিয়েআতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। এদিকে সকাল থেকে নদীর এমন জলস্তর বৃদ্ধির ফলে জলে ডুবে যেতে থাকে এলাকার কৃষিজ ফসল। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। পুনর্ভবা নদীর ধার দিয়ে বাঁধ নির্মাণ না করার ফলে প্রতিবছরই বিস্তীর্ণ এলাকার মানুষকে বন্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

সুস্মিতা গোস্বামী